শীতের নতুন চমক মার্কেটে এসে গেলো একটি ইউনিক এবং স্টাইলিশ Mi Smart স্কার্ফ

Xiaomi লঞ্চ করলো একটি আধুনিক এবং স্টাইলিশ স্কার্ফ। এই ইউনিক স্কার্ফটির সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যি হল, এটি ব্যাটারির সাহায্যে চালিত হবে। আর ব্যাটারিটি আপনারা চার্জও করতে পারবেন। হার কাঁপানো শীতের হাত থেকে বাঁচার জন্য ব্যবহার করুন এই আরামদায়ক ইউনিক স্কার্ফটি।

স্মার্ট স্কার্ফ :- Xiaomi বিভিন্ন ধরণের ইলেকট্রিক পণ্য প্রস্তুত করে। তার মধ্যে কিছু কিছু প্রোডাক্ট আবার উদ্ভটও হয়ে থাকে। তবে এবার ইলেকট্রিক স্কার্ফ লঞ্চ করে একপ্রকার নতুন চমক এনে দিল চিনা টেক জায়ান্টটি। আপনারা যদি এই Mi Smart স্কার্ফটি কিনতে চান তাহলে তারতারি জেনে নিন এই স্কার্ফটির দাম, ফিচার্স এবংস্পেসিফিকেশন সম্পর্কে।

কিভাবে কাজ করবে এই Mi Smart স্কার্ফটি

টেম্পারেচার হিটিং কন্ট্রোল সহযোগে Xiaomi এই নতুন স্কার্ফটি মার্কেটে নিয়ে এসেছে। এই স্কার্ফটিতে ব্যবহার করা হয়েছে উচ্চ বিশুদ্ধতার কার্বন ন্যানোটিউব ফিল্ম হিটিং প্রযুক্তির পাশাপাশি তাপমাত্রা সেন্সর। এছাড়াও এতে ব্যবহার করা হয়েছে বিল্ট ইন ডিউপয়েন্ট থার্মাল ইনসুলেশন ফিলিং ম্যাটেরিয়াল। Mi Smart স্কার্ফটির ৩ টি ভিন্ন তাপমাত্ৰা নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে সেগুলি হলো 38°C, 45°C এবং 50°C। এরই সাথে দেওয়া হচ্ছে একটি গরম করার শিট, যা আপনাদের শরীর এবং ঘাড়কে উষ্ণ রাখবে। এই ইউনিক স্কার্ফটি আপনি পরার পর মাত্র ৩ সেকেন্ডের মধ্যেই কাজ করা শুরু করে দেবে। Xiaomi -র এই ইউনিক স্কার্ফটি আপনারা ওয়াশিং মেশিনেও ধুতে পারবেন।

Mi Smart Scarf-টির দাম

এই Xiaomi Smart টেম্পারেচার কন্ট্রোলড হিটিং স্কার্ফটির খুবই কম দাম। কিন্তু এখনো পর্যন্ত ভারতে এই Mi Smart স্কার্ফটি বিক্রি হওয়া শুরু হয়নি। এখনো অবদি শুধুমাত্র চিনেই এই Smart স্কার্ফটি পাওয়া যাচ্ছে, ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় 1,700 টাকা। উপভোক্তারা চিনে ইউপিন ওয়েবসাইট থেকে এই নতুন Smart স্কার্ফটি কিনতে পারবেন। Xiaomi -র এই স্মার্ট স্কার্ফটিতে রয়েছে একটি 5000mAh ব্যাটারি। আর সবথেকে একটি আকর্ষণীয় বিষয় হলো, আপনারা যদি এই Smart স্কার্ফটি কেনেন তাহলে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন একটি Power Bank। আর হ্যা এটাও জানিয়ে দিই যে এই Mi Smart স্কার্ফটি ভারতে এখন কেনা যাবে না। ভারতে কবে এই স্কার্ফটি লঞ্চ হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। বর্তমানে শুধুমাত্র চিনেই এই স্কার্ফটি উপভোক্তারা কিনতে পারবেন।

আপনার জন্য আরো

1.মার্কেটে আসতে চলেছে Vivo -র Sub-Brand iQoo-এর একটি নতুন স্মার্টফোন

2.তিনটি নতুন ভ্যারিয়েন্টে হাজির হতে চলেছে iVOOMi S1 ই-স্কুটার

3.নতুন বছরের শুরুতে আরও অত্যাধুনিক চমকের সাথে আসতে চলেছে নতুন iPhone 15 Pro

4.JioGames Cloud গেমিং ভারতে লাইভ হয়ে গেল, এখানে গেম খেলবেন কিভাবে আসুন জেনে নেওয়া যাক

Leave a Comment