সোমবার Oppo তাদের নতুন স্মার্ট ফোন সিরিজ এর সঙ্গে Oppo Enco Air 3 Pro ওয়ারলেস এয়ারবাড লঞ্চ করেছে। আগের বছর এপ্রিলে লঞ্চ করা Oppo Enco Air 2 Pro এর সাকসেসর হিসেবে Oppo Enco Air 3 Pro লঞ্চ করা হচ্ছে।
নতুন এয়ারবার্ড এ 49dB একটিভ নয়েজ ক্যান্সালেশন দেয়া হয়েছে। এটি ৩০ ঘন্টা ব্যাটারি লাইফ দেয়। আগের যে ইয়ারবাডটি ছিল তার তুলনায় 6 ঘন্টা অধিক চলে। 2টি কালার অপশনে Air 3 Pro লঞ্চ করা হয়েছে।
Oppo Enco Air 3 Pro ফিচার এবং স্পেসিফিকেশন
Oppo Enco Air 3 Pro তে 12.4mm ডায়নামিক ড্রাইভার দেওয়া হয়েছে। 20Hz থেকে 40Hz ফ্রিকুয়েন্সি রেঞ্জ সাপোর্ট করে। এছাড়া এই এয়ারবাড়টিতে ANC অর্থাৎ একটিভ নয়েজ ক্যান্সলেশন দেওয়া হয়েছে যার জন্য বাইরের আওয়াজ অনেকাংশে রোধ করতে পারবে।
Oppo Enco Air 3 Pro ডিভাইসটিতে ব্লুটুথ 5.3 ভার্সনে দেয়া হয়েছে এবং ব্লুটুথ রেঞ্জ দশ মিটার পর্যন্ত। LDAC,AAC এবং SBC ব্লুটুথ কোডেক্স সাপোর্ট করে।
প্রতিটি ইয়ারবার্ডে 43mAh ব্যাটারি দেয়া হয়েছে এবং চার্জিং কেসে 440mAh ব্যাটারি দেয়া হয়েছে। চার্জিং কেসে USB TYPE-C পোর্ট দেওয়া হয়েছে। কোম্পানি এমন প্রতিশ্রুতি দিচ্ছে যে চার্জিং কেস একবার ফুল চার্জ হতে ১২০ মিনিট সময় লাগে। শুধুমাত্র এয়ারবাড গুলিকে ফুল চার্জ করতে ৯০ মিনিট সময় লাগে। চার্জিং কেসের ব্যাটারি ক্ষমতা সহ এয়ারবাডগুলি 30 ঘন্টা প্লেব্যাক অফার করে।
Oppo Enco Air 3 Pro এয়ারবাড়টিকে IP55 রেটিং দেয়া হয়েছে যার জন্য এটি ধুলো অথবা জয়ের সেটা থেকে আপনার এয়ার বাডটিকে অনেকাংশে রক্ষা করবে। এক একটি ইয়ার বার্ড এর ওজন মাত্র 4.4 গ্রাম এবং কেসের ওজন 47.3 গ্রাম।
Oppo Enco Air 3 Pro এর ভারতবর্ষে দাম এবং উপলব্ধতা
এই এয়ারবাডটির দাম 4,999 টাকা। আজ থেকে এই এয়ারপোর্টটির অনলাইন এবং অফলাইন বিক্রি শুরু হবে। এয়ারবাডটি সবুজ এবং সাদা দুটি কালার অপশনে মার্কেটে পাওয়া যাবে।
আপনার জন্য আরো
1.Xiaomi 13T Pro Android 13, MediaTek Dimensity 9200+ এর মতো স্পেস সহ Geekbench এ দেখা গেছে!
2.Fire-Bolt ভারতে লঞ্চ করল Destiny স্মার্টওয়াচ জানুন বিস্তারিত
3.6GB RAM, Helio G85, IP54 রেটিং যুক্ত Vivo V27 4G স্মার্টফোনটি জুলাই মাসে ভারতে লঞ্চ হতে চলেছে
4.Techno ভারতের লঞ্চ করল তাদের নতুন স্মার্টফোন Techno Camon 20 Premier 5G