Fire-Bolt এর তরফ থেকে একটি স্টাইলিশ এবং আকর্ষক স্মার্ট ওয়াচ Fire-Bolt Destiny লঞ্চ করা হয়েছে। এতে 1.39 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্মার্টওয়াচটির ফ্রেম জিংক অ্যালয় দিয়ে তৈরি এবং বটন আলমুনিয়াম অ্যালয় দিয়ে তৈরি। স্মার্টওয়াচটি দেখতে বেশ প্রিমিয়াম। মডার্ন জেনারেশন হিসেবে বেস স্টাইলিস । আসুন এই স্মার্ট ওয়াচটির ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক
Fire-Bolt Destiny Smartwatch Specification
ঘড়িটির ডিসপ্লে সাইজ সম্পর্কে আগেই জানিয়েছি। ঘড়িটিতে ইনবিল্ড মাইক্রোফোন এবং স্পিকার দেওয়া হয়েছে। একইসঙ্গে ওয়ারলেস কানেক্টিভিটি এবং ভয়েস কলিং এর জন্য ব্লুটুথ সাপোর্ট দেয়া হয়েছে। এছাড়াও এই স্মার্টওয়াচটিতে ভয়েস এসিস্ট্যান্টের সাপোর্টও পাওয়া যায়। অন্যান্য স্মার্টওয়াচের মতোই এই স্মার্ট ওয়াচ টিতেও বেশ কিছু হেলথ ফিচার দেয়া হয়েছে। যেমন হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন লেভেল ট্র্যাকার, SpO2 এবং স্লিপ মনিটরিং এর ফিচারও দেয়া হয়েছে। এছাড়াও ১২৩ টি স্পোর্টস মোড দেয়া হয়েছে। যার মধ্যে রয়েছে রানিং সুইমিং, সাইকেলিং, জাম্পিং ইত্যাদি। ঘড়িটি স্মার্ট নোটিফিকেশনও প্রদান করে এছাড়াও মিউজিক কন্ট্রোল এবং ক্যামেরা কন্ট্রোল করতে সক্ষম। প্রতিদিনকার প্রয়োজন হিসেবে স্টপ ওয়াচ এলাম এর মতো ফিচারগুলো দেয়া হয়েছে।
Fire-Bolt Destiny স্মার্ট ওয়াচ টি ঘাম এবং জলের ছিটা থেকে বাঁচাতে IP67 রেটিং দেয়া হয়েছে।
Fire-Bolt Destiny স্মার্টওয়াচটির ভারতবর্ষে দাম 1999 টাকা । ঘড়িটি তিনটি কালার অপশনে অ্যাভেলেবেল রয়েছে সিলভার পিঙ্ক এবং বেজ। এই স্মার্টওয়াচটি ফায়ার ভোল্টের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও ফ্লিপকার্ট থেকে আপনারা কিনতে পারবেন 11 জুলাই দুপুর 12 থেকে এই ঘড়িটির বিক্রি শুরু হবে।
আপনার জন্য আরো
1.Boult লঞ্চ করল bluetooth কলিং যুক্ত Striker Plus স্মার্ট ওয়াচ,দাম মাত্র 1299
2.6GB RAM, Helio G85, IP54 রেটিং যুক্ত Vivo V27 4G স্মার্টফোনটি জুলাই মাসে ভারতে লঞ্চ হতে চলেছে
3.Techno ভারতের লঞ্চ করল তাদের নতুন স্মার্টফোন Techno Camon 20 Premier 5G
4.Samsung Galaxy Tab S9 সিরিজের ট্যাবলেটের স্পেসিফিকেশন প্রকাশ্যে আসলো জানুন স্পেশাল কি থাকছে