6GB RAM, Helio G85, IP54 রেটিং যুক্ত Vivo V27 4G স্মার্টফোনটি জুলাই মাসে ভারতে লঞ্চ হতে চলেছে

Vivo -র পক্ষ থেকে Vivo V27 সিরিজে আরও একটি মডেল লঞ্চ করা যেতে পারে। এটি Vivo V27 4G বলা হচ্ছে যা ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে পারে। সম্প্রতি এই স্মার্টফোনটির বিষয়ে কিছু কিছু তথ্য আসতে শুরু করেছে। কোম্পানি ফোনটি গ্রীন, বারগান্ডি এবং ব্ল্যাক কালারে পেশ করতে পারে। ফোনটির পিছনের দিকে দুটি ক্যামেরা দেখা যেতে পারে। এখন এই ফোন সম্পর্কে আরও একটি ফাঁস সামনে এসেছে যা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার দাবি করেছে।

জুলাই মাসের শেষের দিকে ভারতে Vivo V27 4G স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে। ফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হওয়ার খবর পাওয়া গেছে। টিপস্টার ইশান আগরওয়াল জানিয়েছেন যে ফোনটির রিয়ারে ডুয়াল ক্যামেরা দেখা যেতে পারে যার সাথে যুক্ত থাকবে LED ফ্ল্যাশ। ফোনটির ডিসপ্লে সম্পর্কে বলতে গেলে এতে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে থাকতে পারে।

Vivo V27 4G এর স্পেসিফিকেশনের বিষয়ে বলতে গিয়ে , টিপস্টার বলেছে যে Vivo V27 4G ফোনটিতে একটি 6.64-ইঞ্চির IPS LCD Full HD ডিসপ্লে দেখা যাবে। এতে 600 নিটসের পিক ব্রাইটনেস থাকতে পারে। ফোনটিতে পাওয়ারফুল MediaTek Helio G85 SoC থাকার কথা বলা হয়েছে, যার সাথে 6GB RAM এবং 128GB স্টোরেজ থাকবে।

Vivo V27 4G এর ক্যামেরার কথা বলতে গেলে এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স থাকতে পারে। এছাড়াও 2 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি সেন্সরও দেখা যেতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। টিপ্সটার এটাও জানিয়েছেন যে ফোনটিতে 44W ফাস্ট চার্জিং সাপোর্টও থাকতে পারে। এর গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে রয়েছে IP54 রেটিং। ডিভাইসটির ডাইমেনশন 164×76.2x8mm এবং ওজন 190 গ্রাম হতে পারে।

আপনার জন্য আরো

1.Vivo X90s স্মার্টফোনটিতে MediaTek Dimensity 9200+ SoC থাকার সম্ভাবনা

2.50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 44W ফাস্ট চার্জিং সহ লঞ্চহলো Vivo Y36

3.প্রকাশ হলো Vivo Y02T এর স্পেসিফিকেশন্স, 13MP ক্যামেরা এবং 8GB RAM সহ

4.Oppo লঞ্চ করল 108 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত K11x জানুন বিস্তারিত

Leave a Comment