Techno ভারতবর্ষে তাদের নতুন স্মার্টফোন Techno Camon 20 Premier 5G লঞ্চ করে দিয়েছে। Camon 20 Premier 5G স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এখানে আমরা আপনাদের এই স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জানাবো
Techno Camon 20 Premier এর স্পেসিফিকেশন
Techno Camon 20 Premier 5G স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেয়া হয়েছে যার অ্যাসপেক্ট রেশিও 20:9। ফোনটিতে 8GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। ক্যামেরা সেটাপের কথা বলতে গেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্স সালের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের সেন্সর দেয়া হয়েছে। সেলফির জন্য ৩২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে। প্রসেসর হিসাবে Dimensity 8050 প্রসেসর দেয়া হয়েছে।Techno Camon 20 Premier 5G স্মার্টফোনটিতে 5000mAh একটি ব্যাটারি দেয়া হয়েছে এবং ব্যাটারি চার্জ করবার জন্য 45W একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। অন্যান্য কার একটিভিটির কথা বলতে গেলে ওয়াইফাই 6, ফাইভ-জি কানেক্টিভিটি, ব্লুটুথ 5.2, USB TYPE-C পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে।
Techno Camon 20 Premier 5G এর দাম এবং উপলব্ধতা
Techno Camon 20 Premier 5G এর 8GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা। এর কথা বলতে গেলে ফোনটি ব্লু এবং ব্ল্যাক দুটি কালার অপশন রয়েছে। কবে থেকে ফোনটি পাওয়া যাবে সেই বিষয়ে কোন সঠিক তথ্য না থাকলেও অনুমান করা হচ্ছে যে ১৫ ই জুলাই থেকে আমাজনে স্মার্টফোনটি পাওয়া যাবে।
আপনার জন্য আরো
1.Xiaomi পরের মাসে লঞ্চ করতে চলেছে একটি বুক স্টাইলের ফোল্ডেবল স্মার্টফোন, জানুন বিস্তারিত
2.Samsung Galaxy Tab S9 সিরিজের ট্যাবলেটের স্পেসিফিকেশন প্রকাশ্যে আসলো জানুন স্পেশাল কি থাকছে
3.আগামী সপ্তাহে লঞ্চ হতে চলেছে Infinix Hot 30 5G , থাকছে 6,000mAh এর ব্যাটারি, জানুন বিস্তারিত
4.Realme Pad 2 -তে থাকতে পারে 8360mAh এর ব্যাটারি, লিক হলো ডিজাইন এবং স্পেসিফিকেশন্স