Noise লঞ্চ করল তাদের নতুন Earbuds Noise Buds Aero  দাম মাত্র 799

 মোবাইল ফোনে তার যুক্ত হেডফোনের ব্যবহার  অনেকাংশে কমে গেছে মার্কেটে ওয়ারলেস হেডফোন আসার ফলে। বেশিরভাগ মানুষই এখন ওয়ারলেস হেডফোন পছন্দ করছে। বিভিন্ন নামিদামি কোম্পানি সেই জন্যই কম বাজেটে বিভিন্ন মডেলের এয়ারবাড মার্কেটে লঞ্চ করছে। সম্প্রতি Noise কোম্পানি একটি নতুন ওয়ারলেস এয়ারবাড লঞ্চ করেছে যার নাম Noise Buds Aero।এয়ারবাডটির দাম রাখা হয়েছে 799 টাকা। কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছে এই এয়ার বাডটি একবার ফুল চার্জ দিলে 45 ঘন্টা চলবে। যাদের অল্প বাজেটের মধ্যে একটি ইয়ারবার্ড প্রয়োজন সেই সমস্ত মিউজিক প্রেমীরা এই এয়ার বাডটির দিকে দেখতে পারেন। আসুন এই এয়ারবাডটি সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

Noise Buds Aero এর স্পেসিফিকেশন

কোম্পানি এই এয়ারবাডটি ম্যাট ফিনিশে বানিয়েছে। যার জন্য এটি দেখে প্রিমিয়াম কোয়ালিটির মনে হয়। এই এয়ারবাডটিতে 13mm ড্রাইভার লাগানো হয়েছে যা AAC অডিও ফরমেট এর সঙ্গে বেস্ট কোয়ালিটি সাউন্ড এর প্রতিশ্রুতি দেয়। কোম্পানি এও জানিয়েছে কানেক্টিভিটির বিষয় গ্রাহকদের কোনরকম অসুবিধা হবে না।

এছাড়াও এই এয়ারবাডটিতে রয়েছে ডেডিকেটেড গেমিং মোড। যা অন করার পর খুব ভালো এক্সপেরিয়েন্সের কথা দিচ্ছে কোম্পানি। কোম্পানি এটাও প্রতিশ্রুতি দেয় যে মাত্র 10 মিনিটের চার্জে Noise Buds Aero 120 মিনিট প্লে টাইম দেয়।

এই এয়ারবাডটিতে হাইপারসিঙ্ক টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার জন্য এই এয়ারবাড  গুলিকে কেস থেকে বাইরে বের করলেই আপনা আপনি আপনার ডিভাইসের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। 799 টাকার এই এয়ারবাডটি IPX5  রেটিং পেয়েছে। অর্থাৎ জলের ছিটা এবং ঘাম থেকে অনেকাংশে রক্ষা করবে। চার্জিং এর জন্য টাইপ C পোর্ট দেয়া হয়েছে। চার্জিং যথেষ্ট ফাস্ট হয়।

আপনার জন্য আরো

1.24GB  RAM যুক্ত পৃথিবীর প্রথম স্মার্টফোন Red Magic 8S Pro জানুন স্পেশাল কি থাকছে

2.OnePlus Nord Summer Launch Event : লঞ্চ হতে চলেছে OnePlus Nord এবং Buds, জানুন বিস্তারিত

3.লঞ্চের আগেই লিক হলো OnePlus Nord 3 এর আনবক্সিং ভিডিও! জানুন বিস্তারিত

4.Samsung এর নতুন ফোল্ডেবল স্মার্টফোনে থাকতে পারে বড় স্ক্রিন, লিক হলো স্পেসিফিকেশন

Leave a Comment