Vivo X90s স্মার্টফোনটিতে MediaTek Dimensity 9200+ SoC থাকার সম্ভাবনা, জানুন বিস্তারিত

চাইনীজ স্মার্টফোন মেকার Vivo-এর X90s স্মার্টফোনের ডিজাইন Vivo X90 সিরিজের অন্যান্য স্মার্টফোন গুলির মতোই হবে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দেওয়া হবে। এর প্রধান স্পেসিফিকেশন Vivo X90 এর মত হতে পারে। এই সিরিজের অন্যান্য স্মার্টফোনের মধ্যে রয়েছে Vivo X90 এবং Vivo X90 Pro।

কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এবং প্রোডাক্ট স্ট্রাটেজির জেনারেল ম্যানেজার, জিয়া জিংডং তার চাইনীজ মাইক্রোব্লগিং সাইট Weibo -তে Vivo X90s-এর একটি ছবি পোস্ট করেছেন, যাতে এর রিয়ার সাইডের ডিজাইন দেখানো হয়েছে। এতে রাউন্ডেড কর্নারের সাথে হোয়াইট ফিনিস রয়েছে। ছবিটি থেকে এই স্মার্টফোনে Zeiss ব্র্যান্ডের ট্রিপল রিয়ার ক্যামেরা এবং LED ফ্ল্যাশ রয়েছে বলে সংকেত পাওয়া গেছে। এটির নীচের দিকে Vivo -র ব্র্যান্ডিং রয়েছে। যদিও কোম্পানি এই স্মার্টফোনের লঞ্চের তারিখ বা স্পেসিফিকেশন নিশ্চিত করেনি। কিছু চাইনীজ টিপস্টার Weibo -তে Vivo X90s-এর স্পেসিফিকেশন পোস্ট করেছে। তারা বলছে যে এই স্মার্টফোনে নতুন MediaTek Dimensity 9200+ SoC দেওয়া যেতে পারে। কোম্পানি Vivo X90 এ MediaTek Dimensity 9200 SoC দিয়েছিলো।

এই স্মার্টফোনটি নীল, কালো, সবুজ, লাল এবং সাদা রঙে পাওয়া যাবে। গত মাসে, TENAA-র একটি তালিকায় Vivo X90s-এ একটি 6.78-ইঞ্চির 1.5K (1,280 x 2,800 পিক্সেল) কার্ভড AMOLED ডিসপ্লে থাকার পাওয়া গিয়েছিলো। এতে 16 GB পর্যন্ত RAM এবং 1 TB পর্যন্ত স্টোরেজ পাওয়া যেতে পারে। এর ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং 12 মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সর দেওয়া যেতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য এর সামনে একটি 32-মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। এর ব্যাটারি 4,690 mAh এর হতে পারে।

গত মাসে, কোম্পানি সিঙ্গাপুরে Vivo Y78 5G পেস করেছিল। এতে রয়েছে ডাইমেনসিটি 7020 প্রসেসর এবং 64 মেগাপিক্সেল ক্যামেরা। এটি ফ্লেয়ার ব্ল্যাক এবং ড্রিমি গোল্ড কালারে উপলব্ধ করা হয়েছে।এই স্মার্টফোনটি চীনে আগেই লঞ্চ করা হয়ে গেছে। এটিতে একটি 6.78 ইঞ্চির কার্ভড এজ OLED ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন Full HD Plus এবং 120 Hz এর রিফ্রেশ রেট রয়েছে। এই স্মার্টফোনটিতে 8GB RAM এবং 8GB ভার্চুয়াল RAM আর 256GB স্টোরেজ রয়েছে।

আপনার জন্য আরো

1.iQoo এই মাসে ভারতে লঞ্চ করতে পারে Neo 7 Pro 5G, লিক হলো স্পেসিফিকেশন্স এবং প্রাইস

2.লঞ্চ হলো Realme C53 স্মার্টফোনটি 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারির সাথে, পাবেন দুর্দান্ত ফিচার্স

3.ভারতে লঞ্চ হবে 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং JBL স্পিকার সহ Infinix Note 30 5G, জানুন বিস্তারিত

4.ভারতে স্মার্টফোন বানানোর জন্য Dixon Technology এর সঙ্গে পার্টনারশিপ করলো Xiaomi জানুন বিস্তারিত

Leave a Comment