15 হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে ৩২ ইঞ্চি OnePlus Smart TV, জানুন পুরো অফার

আপনি যদি একটি নতুন স্মার্ট টিভি কেনার কথা ভাবেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আমরা এখানে আপনাকে ওয়ানপ্লাসের একটি স্মার্ট টিভি সম্পর্কে বলবো যা আপনারা ১৫০০০ টাকার কমে আমাজন থেকে কিনতে পারবেন। আসুন এই টিভি সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

OnePlus Y Series 32 ইঞ্চি স্মার্ট টিভির ফিচার এবং স্পেসিফিকেশন

ওয়ানপ্লাসের এই স্মার্ট টিভিতে 32 ইঞ্চি LED HD Ready ডিসপ্লে দেয়া হয়েছে যার রেজুলেশন 1366 x 768 পিক্সেল এবং রিফ্রেশ রেট 60hz।এই স্মার্ট টিভিতে একটি 20w এর আউটপুট সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে যা DOLBY Audio সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য 2 HDMI পোর্ট, 2 USB পোর্ট দেওয়া হয়েছে।

এই স্মার্ট টিভিতে অ্যান্ড্রয়েড 9.0 দেওয়া হয়েছে। একইসঙ্গে ওয়ান প্লাস কানেক্ট, প্লেস্টোর, GOOGLE ASSISTANT, ক্রোমকাস্ট সহ একাধিক স্মার্ট ফিচার দেওয়া হয়েছে। অন্যান্য স্মার্ট টিভির মতো এই টিভিতেও আপনি YouTube, Amazon prime video, Netflix এর যাবতীয় প্রোগ্রাম গুলি দেখতে পারবেন। এছাড়া কিছু কিছু স্পেশাল ফিচার আপনি স্মার্ট টিভিতে দেখতে পাবেন যেমন নয়েজ রিডাকশন, ডায়নামিক কনট্রাস্ট, কালার স্পেস ম্যাপিং ইত্যাদি। কোম্পানি এই স্মার্ট টিভিটিতে 1 বছরের ওয়ারেন্টি প্রদান করে।

TV  এক্সচেঞ্জ অফার

এক্সচেঞ্জ অফারে আপনার পুরনো টিভি এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ 2500 টাকা পর্যন্ত সেভ হতে পারে। তবে আপনি আপনার পুরনো টিভিতে কত টাকা ছাড় পাবেন সেটা নির্ভর করে আপনার পুরনো টিভির কন্ডিশনের উপর। আপনার এলাকায় এক্সচেঞ্জ অফারটি রয়েছে কিনা তা চেক করার জন্য আপনি আপনার পিন কোড ব্যবহার করতে পারেন।

OnePlus Y Series 32 ইঞ্চি মডেলটির দাম

এই স্মার্ট টিভিটি ই-কমার সাইট আমাজনে ২৫ পার্সেন্ট ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। ডিসকাউন্ট এরপর টিভির দাম 14,999 টাকা। যদিও এই টিভিটির MRP 19,999 টাকা। এছাড়াও বিভিন্ন ব্যাংকের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডে বিভিন্ন অফার চলতে থাকে। বর্তমানে  আপনার কাছে HDFC Bank এর কার্ড থাকে তাহলে আপনি 1250 টাকা ডিসকাউন্ট পাবেন, তারপর আপনি টিভিটি মাত্র 13,749 টাকায় নিতে পারবেন।

আপনার জন্য আরো

1.বাড়িতে সিনেমা হলের মজা নিন Acer W Series এর OLED 4k Smart TV এর সঙ্গে 

2.Kodak 24,32 এবং 40 ইঞ্চি ডিসপ্লে যুক্ত স্মার্ট টিভি লঞ্চ করল, দাম শুরু হচ্ছে 6,499 

3.Nokia লঞ্চ করল দুটো ডিসপ্লে যুক্ত ফোন জানুন বিস্তারিত

4.WhatsApp  New feature  এখন থেকে অন্য ব্যবহারকারীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারবেন জানুন বিস্তারিত

Leave a Comment