ভারতে স্মার্টফোন বানানোর জন্য Dixon Technology এর সঙ্গে পার্টনারশিপ করলো Xiaomi জানুন বিস্তারিত

চাইনিজ কনজিউমার ইলেকট্রনিক কোম্পানি Xiaomi ভারতের মোবাইল এক্সপোর্ট এবং ম্যানুফ্যাকচারিং করবার জন্য Dixon Technology এর সাথে পার্টনারশিপ করেছে। এর আগে Xiaomi ওয়ারলেস অডিও ডিভাইস বানানোর ইচ্ছা প্রকাশ করেছিল। কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের সুবিধা এবং উৎসাহ দেয়া হচ্ছে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলিকে যাতে ভারতবর্ষে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং হাফ বানানো যায় । শাওমির ভারতীয় ইউনিটের প্রেসিডেন্ট Muralikrishnan B মার্চ মাসে Reuters কে বলেছিল দেশে স্টোরের সংখ্যা বাড়াবে। Xiaomi কোম্পানির কাছে প্রায় 20,000 রিটেল পার্টনারের নেটওয়ার্ক রয়েছে। May মাসের শুরুতে কোম্পানি এই কথা জানিয়েছিল যে তারা দেশে অডিও ডিভাইস বানানোর প্রস্তুতি নিতে চলেছে। এর জন্য কোম্পানি Optiemus Electronics এর সাথে পার্টনারশিপ করেছে।

শাওমি প্রথম তিন মাসে রেভিনিউ 18.9 শতাংশ কম হয়েছে। স্মার্টফোনে ডিমান্ড কম হওয়ায় কোম্পানির লাভের উপর বড় প্রভাব পড়েছে। প্রথম তিন মাসে কোম্পানির সেল প্রায় 4,91,900 কোটি টাকা ছিল। যা আগের বছর ছিল প্রায় 6,06,400 কোটি টাকা। যদিও কোম্পানির নেট ইনকাম ১৩% বেড়ে প্রায় 23,600 কোটি টাকা পৌঁছে গেছে।

আগের বছরই করোনা মহামারী নিয়ে কোম্পানির গুলির উপর যে সমস্ত নিষেধাজ্ঞা ছিল সেগুলি উঠে যাওয়ায় কোম্পানির অনেকাংশে রিকভার করতে সক্ষম হয়েছে কিন্তু স্মার্টফোন ব্যবহারকারীরা অনেক সাবধানে তাদের টাকা পয়সা খরচ করছে। সেই জন্যই চীনের স্মার্টফোন মার্কেটে এখনো তেমন বিক্রি বাড়েনি। মার্কেট রিসার্চ ফার্ম Canalys এর রিপোর্টে বলা হয়েছিল যে প্রথম তিন মাসে চীনের টোটাল স্মার্ট ফোন বিক্রি ১১ শতাংশ কম হয়েছিল। এই সময় শাওমি কোম্পানিরও বিক্রি প্রায় ২০% কম হয়েছিল। শাওমির কাছে ভারত একটি বড় স্মার্ট ফোন মার্কেট ছিল কিন্তু স্মার্টফোনের বিক্রি কম হওয়ার দরুন কোম্পানির বেশ বড় রকমের লোকসান হয়েছে। শাওমির প্রধান প্রতিদ্বন্দ্বী রয়েছে Samsung মত বড় কোম্পানি। ভারত এবং চিনে স্মার্টফোনের ডিমান্ড বাড়ানোর জন্য কোম্পানি স্মার্টফোনের দাম অনেক কম করেছে। এছাড়া Xiaomi কোম্পানিকে ভারতে বেশ কিছু আইনি সমস্যারও সম্মুখীন হতে হচ্ছে।

আপনার জন্য আরো

1.শুরু হয়ে গেলো সেল, ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে Motorola Edge 40 -র 50MP ক্যামেরা এবং 8GB RAM ভেরিয়েন্টটির

2.পেশ হলো OnePlus 11 5G Marble Odyssey স্পেশাল এডিশন 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ

3.50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 44W ফাস্ট চার্জিং সহ লঞ্চহলো Vivo Y36

4.32 মেগাপিক্সেলের 2 টি সেলফি ক্যামেরা এবং 16GB RAM সহ লঞ্চ হলো Xiaomi Civi 3, জানুন বিস্তারিত

Leave a Comment