শুরু হয়ে গেলো সেল, ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে Motorola Edge 40 -র 50MP ক্যামেরা এবং 8GB RAM ভেরিয়েন্টটির

Motorola 23rd মে ভারতীয় বাজারে Motorola Edge 40 লঞ্চ করেছে এবং এখন এই স্মার্টফোনের বিক্রি শুরু হয়েছে। Motorola -র এই ফোনটিতে Dimensity 8020 প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি 144Hz OLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা এবং 68W ফাস্ট চার্জিং সহ আরও অন্যান্য ফিচার্স দিয়ে সজ্জিত। এই পোস্টটিতে আমরা আপনাদের Motorola -র এই স্মার্টফোনটির ফিচার্স, স্পেসিফিকেশন্স এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।

Motorola Edge 40 ফিচার্স এবং স্পেসিফিকেশন্স

Motorola Edge 40 -তে 6.55 ইঞ্চির P-OLED কার্ভড এজ ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন FHD+ এবং 144Hz এর রিফ্রেশ রেট রয়েছে। প্রসেসরের কথা বলতে গেলে এজ 40-তে ডাইমেনসিটি 8020 প্রসেসর দেওয়া হয়েছে। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে এই ফোনটিতে 4,400mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা 68W তারযুক্ত ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন করে। স্টোরেজের জন্য ফোনটিতে 8GB RAM এবং 256 GB ইনবিল্ট স্টোরেজ দেওয়া হয়েছে, যা মাইক্রো SD কার্ডের মাধ্যমে বাড়ানো যেতে পারে।

ক্যামেরা সেটআপের কথা বললে, এই ফোনটির ফ্রন্টে একটি 32-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া ফোনটির রিয়ারে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য এতে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। অপারেটিং সিস্টেমের কথা বললে, এই স্মার্টফোনটি Android 13-এ কাজ করে। এই ফোনে ডুয়াল স্টেরিও স্পিকার এবং IP68 রেটিং দেওয়া হয়েছে।

Motorola Edge 40 -র দাম

দামের কথা বলতে গেলে, Motorola Edge 40 এর দাম 29,999 টাকা। লঞ্চের পর থেকে ফোনটি প্রি-অর্ডারের জন্যও উপলব্ধ ছিল। ক্রেতারা এজ 40 কেনার সময় এক্সচেঞ্জে 2,000 টাকা ছাড় এবং 6 মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই-এর মতো অফার বেছে নিতে পারেন। উপলব্ধতার কথা বলতে গেলে, এই ফোনটি Flipkart, Motorola India ওয়েবসাইট এবং Reliance Digital-এ পাওয়া যাচ্ছে। কালার অপশনের ক্ষেত্রে ফোনটি Eclipse Black, Nebula Green এবং Lunar Blue কালারে উপলব্ধ। যারা Flipkart-এ Edge 40-এর প্রি-অর্ডার করেছেন তাদের জন্য একটি এক্সক্লুসিভ অফার ছিল। যাতে এককালীন স্ক্রিন রিপ্লেসমেন্ট এর (9,500 টাকা) অফার দেওয়া হয়েছে।

আপনার জন্য আরো

1.লঞ্চের আগেই লিক হয়ে গেলো Motorola Razr 40 -এর স্পেসিফিকেশন্স, জানুন বিস্তারিত

2.Motorola Edge 40 লঞ্চ হলো 8GB RAM , 50MP ক্যামেরা এবং 4400mAh ব্যাটারি সহ, জানুন বিস্তারিত

3.19GB RAM এবং 100 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হলো Honor X50i

4.লঞ্চের আগেই ডিজাইন এবং স্পেসিফিকেশন লিক Realme 11Pro+

Leave a Comment