32 মেগাপিক্সেলের 2 টি সেলফি ক্যামেরা এবং 16GB RAM সহ লঞ্চ হলো Xiaomi Civi 3, জানুন বিস্তারিত

গত বৃহস্পতিবার Xiaomi চীনের বাজারে Xiaomi Civi 3 স্মার্টফোনটি লঞ্চ করেছে। Xiaomi Civi 2-এর উত্তরসূরি হিসেবে আসা এই ফোনটি ডুয়াল সেলফি ক্যামেরা দিয়ে সজ্জিত। এই স্মার্টফোনটিতে MediaTek Dimensity 8200 SoC এবং 4500mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে যা 67W তারযুক্ত ফাস্ট চার্জিং সমর্থন করে। এই পোস্টটিতে আমরা আপনাদের Xiaomi -র এই নতুন স্মার্টফোনটির ফিচার্স এবং স্পেসিফিকেশন্স সম্পর্কে বিস্তারে জানাবো। আসুন তাহলে জেনে নেওয়া যাক।

Xiaomi Civi 3 এর ফিচার্স এবং স্পেসিফিকেশন্স

Xiaomi Civi 3 -তে 6.55 ইঞ্চির Full HD+ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 2400 x 1080 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট রয়েছে। এই স্মার্টফোনটি Octa Core MediaTek Dimensity 8200 5G SoC দিয়ে সজ্জিত। ফোনটিতে 16GB RAM এবং 1TB ইনবিল্ট স্টোরেজ দেওয়া হয়েছে। Xiaomi-এর এই ফোনটি Android 13-এর উপর ভিত্তি করে MIUI 14-এ কাজ করে। ফোনটিতে 4,500mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, Xiaomi Civi 3 ফোনটিতে একটি 50-মেগাপিক্সেলের প্রথম ক্যামেরা, একটি 8-মেগাপিক্সেল এর দ্বিতীয় আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের তৃতীয় ম্যাক্রো ক্যামেরা রয়েছে। আর ফোনটির ফ্রন্টে অটোফোকাস সহ একটি 32-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি 32 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে। কানেক্টিভিটির ক্ষেত্রে, এই ফোনটিতে USB টাইপ সি পোর্ট, 5G, 4G, ডুয়াল সিম সাপোর্ট, এনএফসি, ওয়াই-ফাই 6, ব্লুটুথ v5.3 এবং জিপিএস কানেক্টিভিটি রয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনটিতে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Xiaomi Civi 3 এর দাম এবং উপলব্ধতা

Xiaomi Civi 3 এর 12GB + 256GB ভেরিয়েন্টের দাম CNY 2,499 (প্রায় 29,300 টাকা)। যেখানে 12GB + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 2,699 (প্রায় 31,600 টাকা) এবং 16GB + 1TB স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 2999 (প্রায় 35,200 টাকা)। উপলব্ধতার কথা বলতে গেলে এই স্মার্টফোনটি চীনে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হয়েছে। কালার অপশনের ক্ষেত্রে এই ফোনটি Adventure Gold, Coconut Grey, Mint Green এবং Rose Purple কালারে উপলব্ধ।

আপনার জন্য আরো

1.12GB RAM এবং 5,000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হলো Poco F5 5G

2.Oppo লঞ্চ করল 108 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত K11x জানুন বিস্তারিত

3.লঞ্চের আগেই লিক হয়ে গেলো Motorola Razr 40 -এর স্পেসিফিকেশন্স, জানুন বিস্তারিত

4.প্রকাশ হলো Vivo Y02T এর স্পেসিফিকেশন্স, 13MP ক্যামেরা এবং 8GB RAM সহ খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে

Leave a Comment