OPPO খুব শীঘ্রই চীনে OPPO Reno 10 সিরিজ লঞ্চ করতে চলেছে। OPPO -র এই লাইনআপে OPPO Reno 10, OPPO Reno 10 Pro এবং OPPO Reno 10 Pro+ স্মার্টফোনগুলি থাকবে। এই লাইনআপটি IMDA, TDRA এবং BIS সহ বিভিন্ন সার্টিফিকেশনে দেখা গেছে। Reno 10 Pro+ -এর একটি ছবি লিক হয়েছে এবং এই গিকবেঞ্চেও দেখা গেছে। এখন, OPPO Reno 10 5G স্মার্টফোনটি FCC সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। এই পোস্টটিতে আমরা আপনাদের OPPO Reno 10 5G স্মার্টফোনটির বিষয় সম্পর্কে বিস্তারে জানাবো। আসুন তাহলে জেনে নেওয়া যাক।
FCC সার্টিফিকেশনে নজর এলো OPPO Reno 10 5G
OPPO Reno 10 5G -কে মডেল নম্বর CPH2531 সহ FCC-তে দেখা গেছে। তালিকায় প্রকাশ করা হয়েছে যে ফোনটিতে সুপারভিওওসি ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে। অপারেটিং সিস্টেমের জন্য এই স্মার্টফোনটি ColorOS 13.1 ভার্সন out of the box এর সাথে আসবে। ডাইমেনশনের কথা বলতে গেলে OPPO Reno 10 5G -র length 162.43 mm, width 74.19 mm, থিকনেস 7.99 mm এবং ওজন 185 গ্রাম। FCC ডকুমেন্ট অনুসারে ফোনটির ডানদিকে পাওয়ার বাটন এবং বামদিকে ভলিউম বাটন দেওয়া হয়েছে।
FCC সার্টিফিকেশন লিস্টিং-এ OPPO Reno 10 5G স্মার্টফোনটি সম্পর্কে আর অন্য কোনো তথ্য জানা যায়নি। Reno 10 লাইনআপের বেশ কয়েকটি তালিকা থেকে এটি স্পষ্ট হয়েছে যে এটি খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। লিক হওয়া রেন্ডার থেকে, Reno 10 সিরিজে পিল শেপের রিয়ার ক্যামেরা মডিউল এবং স্লিম ফর্ম ফ্যাক্টর সহ একই ডিজাইন পাওয়ার সম্ভাবনা রয়েছে। Reno 10 5G স্মার্টফোনটিতে একটি 6.7-ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে রয়েছে। ক্যামেরা সেটআপের জন্য, এতে একটি 32-মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা দেওয়া হবে। প্রসেসর সম্পর্কে কথা বলতে গেলে, এই ফোনটিতে Snapdragon 778G প্রসেসর পাওয়া যাবে বলে জানা গেছে।
আপনার জন্য আরো
1.12GB RAM এবং 5,000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হলো Poco F5 5G
2.Google Pixel 7a ই কমার্স প্ল্যাটফর্মে দেখা গেল লঞ্চ এর আগেই জানুন বিস্তারিত
3.23rd মে লঞ্চ হতে পারে iQoo Neo 8 সিরিজ, এরই সাথে লিক হলো iQoo Pad এর ডিজাইন
4.Samsung Galaxy S23 FE 5G স্পেসিফিকেশন লিক জানুন কি কি স্পেশাল থাকছে