গার্লফ্রেন্ডকে iPhone গিফট করতে চান তাহলে এটি সঠিক সময় iPhone 14 তে পাওয়া যাচ্ছে 33,900টাকা ডিসকাউন্ট

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে online এবং offline সব জায়গায় দুর্দান্ত অফার চলছে। আপনি যদি আপনার
গার্লফ্রেন্ডকে iPhone গিফট করতে চান সেক্ষেত্রে iPhone 14 গিফট করার কথা ভাবতে পারেন কারণ
আইফোনের এই মডেলটিতে পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়। ফ্লিপকার্টে একটি অফার চলছে যেখানে iphone ১৪
দাম 33,901টাকা কমে কিনতে পারবেন।


iPhone 14 ফোনটির 128 GB ভেরিয়েন্টের ফ্লিপকার্টে দাম 79,900 টাকা যেটা আপনি অফারে 66,999
টাকায় পাবেন। এখানেই ১৬% সস্তায় পাওয়া যাচ্ছে। গ্রাহক যদি আমেরিকান এক্সপ্রেস, আইডিএফসি
ফাস্ট ব্যাংক অথবা ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে অতিরিক্ত দশ শতাংশ
আর পাবেন। এছাড়া ফ্লিপকার্টের অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এর উপর 5 শতাংশ ক্যাশব্যাক
পাবেন।


এবার আসা যাক সবচেয়ে বেশি অফার টির উপর যেটা আপনি পাবেন মোবাইলে এক্সচেঞ্জ এর উপর।
যেখানে আপনি কুড়ি হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এখন আপনি কত টাকা ছাড় পাবেন সেটা নির্ভর
করছে আপনি কোন ফোনটির সঙ্গে এক্সচেঞ্জ করছেন তার উপর। আপনার ফোনটির উপর কত পারসেন্ট
ছাড় রয়েছে সেটি আপনি পিন কোড দিয়ে চেক করতে পারবেন। এছাড়াও আপনি ফোনটি প্রতি মাসে 4,149
টাকার বিনিময়ে ইএমআই দিয়ে নিতে পারবেন। এক্সচেঞ্জ অফার এবং ব্যাংক অফার মিলিয়ে ফোনটি
আপনি 45,999 টাকায় পেতে পারেন।

iPhone 14 ফোনটির স্পেসিফিকেশন


প্রথমেই আসে যাক ডিসপ্লের কথায় ফোনটিতে 6.1 ইঞ্চি একটি সুপার রেটিনা XDR ডিসপ্লে ব্যবহার
করা হয়েছে, যার রেজুলেশন 2532 X1170 পিক্সেল। ফোনটিতে দুটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার
করা হয়েছে এবং সেলফি ক্যামেরা হিসেবে একটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে। প্রসেসর
হিসেবে A15 Bionic চিপসেট ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসেবে ফোন টিতে থাকছে 128 GB
ইন্টারনাল স্টোরেজ। অপারেটিং সিস্টেমের কথা বললে ফোনটি iOS 16 এর উপর কাজ করে।

আপনার জন্য আরো

1.Realme GT Neo 5 মাত্র 80 সেকেন্ডে 20% চার্জ, 16GB RAM, Snapdragon 8+ Gen সহ লঞ্চ হলো, জেনে নিন এর দাম এবং ফিচার্স

2.ইলেকট্রিক গাড়ির বাজারে Mahindra SUV XUV400 মডেলটির খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে, ১৫ হাজারেরও বেশি গাড়ি অলরেডি বুকিং হয়ে গেছে 

3.খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Lava Blaze 5G এর 6GB RAM ভেরিয়েন্টটি

4.Anti Theft  ফিচার যুক্ত Okaya Faast F3 125 কিলোমিটার মাইলের যুক্ত ইলেকট্রিক স্কুটার  জানুন বিস্তারিত

Leave a Comment