OLa Electric বাইক লঞ্চ করতে চলেছে যা একবার ফুলচার্জ দিলে চলবে 174km, যার দাম শুরু হচ্ছে মাত্র 85 হাজার টাকা থেকে

ইলেকট্রিক যানবাহনের ডিমান্ড দিন দিন বাড়তে চলেছে কারণ পেট্রোলের দাম অত্যাধিক হওয়ায় মানুষ ইলেকট্রিক যানবাহনের দিকে নিজেদের আগ্রহ প্রকাশ করছেন। কারণ পেট্রোলের তুলনায় ইলেকট্রিক ব্যবহারকারী যানবাহনের খরচা তুলনামূলক অনেক কম। এই কারণেই বিভিন্ন কোম্পানি ইলেকট্রিক যানবাহন তৈরিতে উঠে পড়ে লেগেছে। তাদের মধ্যেই OLa একটি পরিচিত নাম। OLa  ইলেকট্রিক স্কুটারে সফলতা পাবার পর এবার ইলেকট্রিক বাইক লাইন আপ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি এই সংকেত দিয়ে দিয়েছে যে তারা ইলেকট্রিক বাইকগুলির পাওয়ারের সঙ্গে সঙ্গে পারফরম্যান্স যথেষ্ট ভাল পাওয়ার। তো আসুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ আপডেট কি রয়েছে।

OLa S1 নামে একটি ইলেকট্রিক স্কুটার আগের বছরই লঞ্চ করেছিল যেটি বেশ সফলতা অর্জন করেছিল। এখন ভারতে কোম্পানির ইলেকট্রিক বাইক লঞ্চ করার প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে।91 মোবাইল এর রিপোর্ট অনুযায়ী ওলা তাদের প্রথম বাইক এর নাম Ola Out of the World  রাখতে পারে বলে জানা গিয়েছে। এই ইলেকট্রিক বাইকটি একবার ফুল চার্জ দিলে 174 কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম বলে জানানো হয়েছে। এই বাইকটিতে প্রতি ঘন্টায় 110 কিলোমিটার টপ স্পিড দেখতে পাওয়া যেতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার কোম্পানি এই ইলেকট্রিক বাইকটিকে খুবই আকর্ষণীয় দামে মার্কেটে আনতে চলেছে। যার দাম 1.5 লাখ টাকার মধ্যে হবে। আগামী 9 ফেব্রুয়ারি এই বাইক টির লঞ্চের ঘোষণা হতে পারে।

একই সঙ্গে মিড রেঞ্জ এ OLa Performax লাইন আপ লঞ্চ করা হতে পারে যার মধ্যে তিনটি ভেরিয়েন্ট কম্পানী আনতে পারে। এর মধ্যে যে base variant টি রয়েছে সেটি সিঙ্গেল চার্জে 91কিলোমিটার যেতে সক্ষম যার প্রতি ঘন্টায় টপ স্পিড 93 কিলোমিটার। এর দ্বিতীয় মডেলটি 133 কিলোমিটার যেতে সক্ষম এবং ঘন্টায় টপ স্পিড 95 কিলোমিটার হতে পারে। এটির দাম আকর্ষণীয় হতে চলেছে মাত্র 1.15 লাখ টাকার মধ্যে। এবং এর প্রিমিয়াম মডেল যেটি সিঙ্গেল চার্জে174কিলোমিটার যেতে সক্ষম এবং যার ঘন্টায় টপ স্পিড 95 কিলোমিটার। এটার দাম 1.25 লাখ টাকার মধ্যে হবে বলে জানা গেছে।

সব থেকে বড় সারপ্রাইজ কোম্পানি তাদের OLa Ranger Electric বাইকটিতে দিতে চলেছে। এই বাইকটি সবচেয়ে কম দামে মার্কেটে লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে যার মূল্য 85 হাজার টাকা থেকে শুরু হবে। এটি সিঙ্গেল চার্জে 80 কিলোমিটার যেতে সক্ষম এবং যার প্রতি ঘন্টায় টপ স্পিড 91 কিলোমিটার হবে বলে অনুমান করা হচ্ছে। এটি দ্বিতীয় মডেল যেটি 153 কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম এবং প্রতি ঘন্টায় টপ স্পিড 51 কিলোমিটার।

OLa কোম্পানি সরাসরি এই বাইকগুলির লঞ্চ ডেট সম্পর্কে বিস্তারিত জানায়নি। তবে আগামী 9 ফেব্রুয়ারি কোম্পানি কোম্পানির একটি বড় ইভেন্ট হতে চলেছে যেখানে এই সমস্ত ইলেকট্রিক বাইক গুলি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে অনুমান করা হচ্ছে। এই ইভেন্টে সমস্ত ইলেকট্রিক বাইকগুলির বাজারে প্রকাশের ডেট জানা যেতে পারে। একইসঙ্গে OLa  ইলেকট্রিক গাড়ির ডিজাইন ও প্রকাশ্যে আসতে পারে বলে খবর শোনা যাচ্ছে। যেখানে ওলার প্রথম গাড়ি 10 লক্ষ টাকার নিচে প্রকাশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আপনার জন্য আরো

1.50MP ট্রিপল ক্যামেরা, 16GB RAM, 256GB স্টোরেজ সহ OnePlus 11 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে

2.Samsung লঞ্চ করতে চলেছে তাদের নতুন OLED 77 ইঞ্চি স্মার্ট টিভি জেনে নিন বিস্তারিত

3.200MP ক্যামেরা এবং 12GB পর্যন্ত RAM এর সাথে সদ্য লঞ্চ হলো Samsung Galaxy S23 সিরিজ

4.ভারতের লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স এর নতুন ল্যাপটপ Infinix Zero Book Ultra জেনে নিন ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত

Leave a Comment