Samsung লঞ্চ করতে চলেছে তাদের নতুন OLED 77 ইঞ্চি স্মার্ট টিভি জেনে নিন বিস্তারিত

সম্প্রতি স্যামসাং তাদের নতুন স্মার্টফোন সিরিজ Galaxy S23 লঞ্চ করেছে। যার মধ্যে Galaxy S23,Galaxy S23+,Galaxy S23 Ultra এই তিনটি মডেল ছিল। এই সমস্ত ফ্লাগশিপ স্মার্টফোনগুলি লঞ্চ করবার পরই samsung তাদের নতুন স্মার্ট টিভি লাইন আপ এর উপর নজর দিয়েছে এবং নতুন স্মার্ট টিভি লঞ্চ করবার প্রস্তুতি নিচ্ছে। খবর থেকে জানা যাচ্ছে যে স্যামসাং তাদের ৭৭ ইঞ্চি OLED স্মার্ট টিভি মার্কেটে আনতে পারে। এছাড়াও এমন খবর পাওয়া যাচ্ছে যে তারা নতুন মনিটরও লঞ্চ করতে চলেছে যার সাইজ হবে ৪৯ ইঞ্চি এবং এই মনিটর গুলিও OLED হবে। এই দুটি প্রোডাক্ট সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

দি লেক ডট নেট একটি রিপোর্টে বলা হয়েছে samsung তাদের ৭৭ ইঞ্চ OLED স্মার্ট টিভি এবং ৪৯ ইঞ্চ মনিটর এই দুটো ডিভাইস 2023 সালের প্রথম তিন মাসের মধ্যেই লঞ্চ করতে পারে। অর্থাৎ মার্চ মাসের মধ্যেই এই টিভি এবং মনিটর দুটি মার্কেটে আসতে পারে। রিপুটি এই ডিভাইস গুলির স্পেসিফিকেশন সম্পর্কে কোনো রকম ডিটেলস দেওয়া হয়নি।

Samsung 2023 সালে CES তে তাদের ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি এবং ৭৭ ইঞ্চি স্মার্ট টিভি প্রদর্শন করেছিল। এখন এটা বলা খুবই মুশকিল যে ৭৭ ইঞ্চির এই স্মার্ট টিভিটি নতুন কোন টিভি নাকি CES দেখানো সেই একই স্মার্ট টিভি।CES স্যামসাং দুটি OLED SMART TV মডেল প্রদর্শন করেছিল যেগুলি হল S95C এবং S90C। সম্প্রতি আমেরিকান বাজারে SAMSUNG এর ওয়েবসাইটে৭৭ ইঞ্চি S95C মডেলটির দাম দেখা গিয়েছিল।

SAMSUNG এর ওয়েবসাইটে লিস্টিং এর পর ৭৭ ইঞ্চির এই QD-OLED S95C মডেলটির দাম 4,499 ডলার হতে পারে বলে অনুমান করা হচ্ছে।QD-OLED সিরিজের টিভি গুলির জন্য সর্বোচ্চ দাম এটি দেখানো হয়েছে তবে ৭৭ ইঞ্চির থেকে ছোট মডেলগুলির দাম কম হবে বলে অনুমান করা যায়। যদিও ৭৭ ইঞ্চি মডেলের থেকে ছোট ওলের টিভি গুলির দাম ওয়েবসাইটে এখনো প্রকাশ করা হয়নি।

আপনার জন্য আরো

1.200MP ক্যামেরা এবং 12GB পর্যন্ত RAM এর সাথে সদ্য লঞ্চ হলো Samsung Galaxy S23 সিরিজ

2.ভারতের লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স এর নতুন ল্যাপটপ Infinix Zero Book Ultra জেনে নিন ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত

3.কিভাবে ফেসবুক থেকে ফটো এবং ভিডিও ব্যাকআপ নেওয়া যায় তা জেনে নিন

4.স্মার্টফোন ভালো রাখার উপায়গুলি জেনে নিন

Leave a Comment