সম্প্রতি Realme কোম্পানি তাদের এই Realme 10 4G স্মার্টফোনটির বেশ কিছু ফিচার প্রকাশ্যে এনেছিল। সেখান থেকেই রিয়েলমির এই নতুন স্মার্টফোনটির কিছু ফিচার্স এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে।
খুব শীঘ্রই ভারতে Realme 10 সিরিজের 3rd মডেল Realme 10 4G লঞ্চ করা হবে বলে আগেই জানিয়েছিল সংস্থা। তাই Realme এই আপকামিং হ্যান্ডসেটটি ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করলো। 9th জানুয়ারি একটি লঞ্চ ইভেন্টে দুপুর 12:30 নাগাদ এই স্মার্টফোনটির ওপর থেকে পর্দা সরানো হবে।
এই নতুন Realme 10 4G স্মার্টফোনটিতে থাকবে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন এর সাথে 6.4-ইঞ্চির ডিসপ্লে প্যানেল। এছাড়াও এই স্মার্টফোনটিতে থাকবে 90Hz Refresh Rate, 360Hz টাচ স্যাম্পলিং রেট এবং 20:9 এসপেক্ট রেশিও। এই স্মার্টফোনটি Android 12 ভিত্তিক Realme UI 3.0 (Realme UI 3.0) কাস্টম স্কিনের সাহায্যে চালিত হবে।
এই ডিভাইসটিতে থাকবে Mediatech Helio G99 প্রসেসর, যেটা হলো একটি গেমিং চিপসেট। এছাড়াও Realme কোম্পানি এই স্মার্টফোনটিতে sAMOLED ডিসপ্লে প্যানেল এবং SuperDart চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে বলে নিশ্চিত করেছে। ফোনটিতে অলওয়েজ অন ডিসপ্লে (AOD) ফিচার থাকবে। এই স্মার্টফোনটি 8GB পর্যন্ত LPDDR4x RAM এবং 256GB পর্যন্ত ROM এর সাথে পাওয়া যাবে। এছাড়াও ফ্লিপকার্ট দ্বারা Live করা মাইক্রোসাইট অনুসারে, ফোনটিতে 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM এক্সপ্যান্ডিং টেকনোলজি বা সংস্থার ভাষায় ডায়নামিক RAM ফিচার সাপোর্ট করবে।
ক্যামেরার কথা বলতে গেলে, এই নতুন Realme 10 4G- স্মার্টফোনটিতে থাকবে LED ফ্ল্যাশ এর সাথে Dual Rear ক্যামেরা সেটআপ। ফোনটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার থাকবে বলে অনুমান করা হচ্ছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার থাকবে।
আপনার জন্য আরো
1.Redmi Note 12 5G ভারতবর্ষে লঞ্চ হতে চলেছে আসুন জেনে যাক ফোনটি সম্পর্কে বিস্তারিত
2.108MP ক্যামেরা যুক্ত Redmi ফোনের ওপর শুরু হলো লুট মাত্র 3500 টাকায় পেয়ে যাবেন এই স্মার্টফোনটি
3.অতি কম মূল্যে 5000mAh ব্যাটারি, Helio G25 SoC, 6.5Inch HD+ ডিসপ্লে সহ মার্কেটে লঞ্চ হলো Honor X5
4.ক্রিসমাসের নতুন ধামাকা ! 8GB RAM, Helio G96 চিপ, 44W ফাস্ট চার্জিং সহ Vivo Y75 হয়ে গেলো আরও সস্তা