মার্কেটে একটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করল Realme টেকলাইফ ব্র্যান্ড Dizo। এই স্মার্টওয়াচটির নাম হলো Dizo Watch D Plus। 17 শতাংশ বড় ডিসপ্লে এবং অনেক উন্নত মানের ব্যাটারি রয়েছে এই লেটেস্ট Realme Dizo স্মার্টওয়াচটিতে। এই স্মার্টওয়াচটিতে রয়েছে একটি 1.85Inch ডিসপ্লে, যার পিক Brightness হলো 550 নিটস। এছাড়াও স্মার্টওয়াচটিতে রয়েছে কার্ভড টেম্পার্ড গ্লাস ও অ্যালুমিনিয়াম ফ্রেম। এই Dizo Watch D Plus স্মার্টওয়াচটির দাম হলো 1,999 টাকা। এই দামের মধ্যে আরও যেসব স্মার্টওয়াচ গুলি রয়েছে যেমন Noise ColorFit Pro 2, Fire-Boltt Phoenix এবং Noise Pulse Go Buzz এই স্মার্টওয়াচ গুলির সাথে জোরদার কম্পিটিশন দেবে।
150 টিরও বেশি Watch Face রয়েছে এই স্মার্টওয়াচটিতে। এরই সাথে থাকছে পার্সোনালাইজেশন অপশন, যার সাহায্যে ইউজাররা তাদের নিজেদের পছন্দ মতো একটি Watch Face ব্যবহার করতে পারবেন। এছাড়া আরও অনেক স্মার্ট ফিচার রয়েছে এই স্মার্টওয়াচটিতে যেমন 110টি স্পোর্টস মোড, যার মধ্যে উল্লেখযোগ্য হলো Water Sports, ডিজ়ো হেলথ স্যুট।
এই স্মার্টওয়াচটির স্ট্র্যাপ Soft সিলিকন দ্বারা নির্মিত হয়েছে, যা স্কিন ফ্রেন্ডলি এবং যা কাস্টমাররা সারাদিন দীর্ঘ সময় পর্যন্ত পরে থাকতে পারবে। এই Dizo Watch D Plus স্মার্টওয়াচটির ৩ টি কালার ভেরিয়েন্ট রয়েছে যেমন – Deep Blue, Classic Black ও Silver Grey। স্মার্টওয়াচটিতে রয়েছে Dizo হেলথ স্যুট, যার মধ্যে স্লিপ ট্র্যাকিং, সেডেন্টারি, ব্লাজ অক্সিজেন (SpO2) মনিটরিং, 24X7 রিয়্যাল-টাইম ভিত্তিতে Heart Rate চেকিং, Drink Water রিমাইন্ডার এবং মহিলাদের ঋতুচক্র সাইকেল ট্র্যাকিং ইত্যাদি। এই স্মার্টওয়াচটি 3ATM ওয়াটার রেজ়িস্ট্যান্স সার্টিফায়েড, যা নানা ধরণের Water Sports, ঘরবাড়ি ক্লিন করা, রান্নাবান্না করা সহ অন্যান্য নানা রকম জল সম্পর্কিত কাজের সাথে সম্পর্ক যুক্ত।
এই স্মার্টওয়াচটিতে 300mAh একটি ব্যাটারি রয়েছে, যা দুদিন ভালোভাবে ব্যবহার করার পরেও ডাউন হবে না এমনটা দাবি করেছে সংস্থাটি। মাত্র ২ ঘণ্টার চার্জে ৬০ দিনের স্ট্যান্ডবাই টাইম দিতে পারবে এই স্মার্টওয়াচটি। Dizo ব্র্যান্ডের এই লেটেস্ট স্মার্টওয়াচটি Dizo App এর সাথে সিঙ্ক করা যাবে, যার সাহায্যে কাস্টমাররা ঘড়িটি কাস্টমাইজ করতে পারবেন।
আজকালকার কাস্টমারদের কাছে স্মার্টওয়াচ একটি অপরিহার্য অংশ এমনটা বলেছেন Dizo India CEO অভিলাষ পাণ্ডা। বিভিন্ন ধরণের Activity ট্র্যাক করা থেকে শুরু করে নানা রকমের গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলির উপর নজর রাখা পর্যন্ত স্মার্টওয়াচটির গুরুত্ব অপরিসীম।
দৈনিক জীবনযাপনের জন্য এই স্মার্টওয়াচটি এখন একজন স্টাইল স্টেটমেন্টের থেকেও অনেক বেশি জরুরি অঙ্গ। কাস্টমাররা এমন একটি স্মার্টওয়াচ চান যেটা কিনা একটু হালকা হবে, ডিসপ্লেটা একটু বড়ো হবে এবং লুকিংয়ের দিক থেকেও একটু স্টাইলিশ হবে। এই সব কথা মাথায় রেখে তাদের জন্যলেটেস্ট Dizo Watch D Plus একটি বড় ডিসপ্লে অফার করছে, যা কাস্টমারদের লুককে আরোও বেশি স্টাইলিশ করে তুলবে এবং এরই সাথে Health ও Fitness – এর সবথেকে নির্ভরযোগ্য Tracking প্রদান করে।
আপনার জন্য আরো
1.বিশ্বের সবথেকে বড় ক্যামেরা সেন্সরযুক্ত স্মার্টফোন Leica’s Leitz Phone 2
2.অতি কম মূল্যে দুর্দান্ত ব্যাটারির সাথে চলে এলো Realme c3
3.Meta Quest Pro ভার্চুয়াল দুনিয়ার চাবিকাঠি
4.Realme এক্সচেঞ্জ অফার : রেয়ালমির 18,000 টাকার স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মাত্র 849 টাকায়।