এই হেডসেটটি Meta অর্থাৎ ফেসবুক রিমোট ওয়ার্কিং এর জন্য একটি সহজ টুলরূপে মার্কেটিং করছে। কিন্তু ভবিষ্যতে এটি পরিবর্তন হতে পারে। Meta তাদের কানেক্ট ইভেন্ট কুইস্ট প্রো হেডসেট টি লঞ্চ করেছিল। এই প্রজেক্টটির আগে নাম ছিল কেমব্রিয়া। ২০২০ সালে কুইস্ট টু হেডসেটটির আপডেট ভার্সন হিসেবে Quest Pro হেডসেটটি লঞ্চ করা হয়েছিল।
Meta র এই হেডসেটটি অ্যাপেলের যে AR/VR হেডসেট রয়েছে সেটির সঙ্গে প্রতিযোগিতা করবে বলে জানা গেছে। এই বিষয় নিয়ে আলোচনায় বাজার গরম রয়েছে। কোম্পানি তরফ থেকে জানা গেছে এই হেডসেট ক্রিয়েটর এবং প্রফেশনালদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।
Meta Quest Pro এই ভার্চুয়াল হেডসেটটি তে Snapdragon XR2 প্লাস চিপসের ব্যবহার করা হয়েছে। এই ডিভাইসটিতে থাকছে 12GB Ram এবং 256GB internal স্টোরেজ। এই হেডসেটটির ডিসপ্লে রেজুলেশন 1800×1920 পিক্সেল। 90Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে।
Quest 2 এর তুলনায় Quest Pro ডিসপ্লেটি কে আরো উন্নত করা হয়েছে এবং একটি সুপার এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে Meta র এই হেডসেটটিতে। Quest pro তে পূর্ববর্তী হেডসেটে যে লেন্সটি ব্যবহার করা হয়েছিল তার চেয়ে উন্নত মানের অপটিক্যাল লেন্স ব্যবহার করা হয়েছে।
অর্থাৎ নতুন হেডসেটটিতে ইমেজ কোয়ালিটি আরো ভালো করা হয়েছে । এছাড়া মেটা আরো দাবি করছে যে তারা একটি ডিমিং সলিউশন তৈরি করেছে যা ৫০০টির অধিক এলইডি লাইট কে কন্ট্রোল করতে পারবে। Meta Quest pro তে meta Quest 2 এর তুলনায় প্রতি ইঞ্চিতে ৩৭% এবং প্রতি ডিগ্রি তে ১০% বেশি পিক্সেল ব্যবহার করে।
এটিতে একটি সম্পূর্ণ নতুন সেন্সর ব্যাবহার করা হয়েছে । নতুন হেডসেট এ ব্যাবহার করা হয়েছে একটি হাই রেজুলেশন আউট ফেসিং ক্যামেরা। কোম্পানি দাবি করেছে যে পূর্ববর্তী হেডসেটটি তুলনায় এই হেডসেটটি চার গুণ অধিক ডিটেলস যুক্ত ফটো ক্যাপচার করতে সক্ষম। মিক্সড রিয়েলি হেড সেট এখন বাইরের দুনিয়ার সম্পূর্ণ রং দেখাতে সক্ষম কারণ এটিতে স্টিরিও স্কোপিক মিক্সড রিয়েলিটি ফিচার রয়েছে যেটি ক্যামেরার যেকোনো ফটোর সঙ্গে জুড়ে একটি প্রাকৃতিক থ্রিডি দৃশ্য তৈরি করে।
এই হেডসেটটিতে আপনার হাত এবং চোখের গতিবিধিও ট্রাক করে। মার্ক জুকারবার্গ বলেছেন এই হেডসেটটি আপনার মুখের যে বিভিন্ন ভাব এবং ভঙ্গি সেগুলো কেউ ট্র্যাক করতে পারে। কোয়েস্ট প্রো হেটসেফটি প্যানকেক লেন্স ব্যবহার করা হয়েছে যেটি মিটার দ্বারা তৈরি করা সব থেকে পাতলা ডিজাইনের লেন্স। এটি একটি আই রিলিফ ডাইলের ব্যবহার করা হয়েছে যার সাহায্যে ব্যবহারকারী যাতে অধিক সময় পর্যন্ত এই হেডসেটটি ব্যবহার করতে পারে এবং তাদের চোখের উপর কোনরকম চাপ না পড়ে।
আপনার জন্য আরো
1.2023 সালের জুন মাসে চন্দ্রপৃষ্ঠে অন্বেষণে চন্দ্রযান 3 উৎক্ষেপিত হবে
2.50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 6 জিবি RAM যুক্ত স্মার্টফোন মাত্র 8200 টাকায়
3.TFT স্ক্রিন যুক্ত TVS Rider 125 লঞ্চ হল, গাড়িটি কেনার আগে ফিচার গুলি অবশ্যই জেনে নিন
4.Realme 10 4G সিরিজ : লঞ্চের আগেই দেখা যাচ্ছে Realme 10 4G ডিভাইসটির লাইভ শট