Realme 10 স্মার্টফোন লঞ্চ হওয়ার খবর বেশ কিছু দিন ধরে সোনা যাচ্ছে। জানা যাচ্ছে যে, এই ফোনটি নভেম্বরের প্রথম দিকে আত্মপ্রকাশ করতে চলেছে। 9 নভেম্বর বিশ্ব বাজারে Realme 10 সিরিজটি আসতে চলেছে বলে জানা যায় টিপস্টার অভিষেক যাদবের একটি টুইটে । Realme 10 4G সিরিজটি Sale হওয়ার আগেই এই ফোনটির লাইভ শটগুলি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে বেশ চর্চায় রয়েছে এবং Realme 10 সিরিজটি 11 নভেম্বর থেকে প্রথম Sale করা হবে বলে জানা যায়।
আসলে এই ফোনটি কেমন দেখা যাক
এই ফোনটিতে রয়েছে পাঞ্চ হোল ডিসপ্লেটি । এই ফোনটির লাইভ শটগুলি থেকে জানা যায় যে, Realme 10 সিরিজটিতে Helio G99 চিপসেটটি রয়েছে এবং এটি Ui 3.0 এ চলে। সাদা এবং কালো রঙে এই হ্যান্ডসেটটিকে দেখা যাবে যেটি বাজারে ক্ল্যাশ হোয়াইট এবং রাশ ব্ল্যাক হিসেবে প্রকাশ পাবে।
Realme 10 সিরিজ : ডিভাইসটির পরিমাপ হল 159.9 x 73.3 x 7.95 মিমি এবং এটির ওজন প্রায় 178 গ্রাম। Realme 10 সিরিজটিতে রয়েছে 8 GB RAM এবং128 GB স্টোরেজ। এই ডিভাইসটির মডেল নম্বরটি RMX3630 , এই মডেল নম্বরটি দেখা গিয়েছিল সার্টিফিকেশন প্ল্যাটফর্মগুলিতে এবং এই মডেল নম্বরটি
নতুন চিত্রগুলিতেও দেখতে পাওয়া যেতে পারে। এই মডেলটি সম্পর্কে অনন্য রিপোর্টে বলা হয়েছে যে এই ডিভাইসটিতে একটি 6.4-ইঞ্চি FHD+ ডিসপ্লের সাথে রয়েছে 16 মেগাপিক্সসেলের একটি
ফ্রন্ট ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়াল-ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটির পেছনে।
Realme 10 4G সিরিজটি 4 GB RAM + 128 GB স্টোরেজের সাথে নভেম্বরে আসতে চলেছে এবং এই ফোনটির দাম 250 ইউরো থেকে 300 ইউরোর মধ্যে থাকতে পারে।
আপনার জন্য আরো
1.Xiaomi Redmi A1+ ফোনটি market এ এলো অত্যন্ত কম দামে
2.Snapdragon 8 Gen 2 সহ Motorola Moto X40 স্পেসিফিকেশন: এই বছরের শেষে লঞ্চ হতে চলেছে
3.48MP রিয়ার ক্যামেরা বিশিষ্ট Samsung Galaxy A24 এর স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন
4.50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 6 জিবি RAM যুক্ত স্মার্টফোন মাত্র 8200 টাকায়