বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে এবং সংবাদমাধ্যমে ফোনের ব্যাটারি বিস্ফোরণের খবর নিয়মিত প্রকাশ্যে আসে। ওয়ানপ্লাস থেকে রেডমি, বিভিন্ন কোম্পানির ফোনের ব্যাটারি বিস্ফোরণের খবর শোনা যায়। তবে এই দুর্ঘটনার আসল কারন কি আপনারা জানেন ? নিজের ফোনের ব্যাটারি বিস্ফোরণের হাত থেকে কীভাবে বাঁচাবেন ? জেনে নিন। ফোনে বিস্ফোরণ একাধিক কারনে হতে পারে। এই বিস্ফোরণের প্রধান কারন হল ফোনের ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি আধুনিক ফোন গুলিতে ব্যবহার করা হয়ে থাকে। এই ব্যাটারি গুলির মধ্যে ঋণাত্মক ও ধনাত্মক ইলেকট্রোডের ভারসাম্য বজায় থাকে। যার দ্বারা এই ব্যাটারি চার্জ হয়। এই ভারসাম্য নষ্ট হলে ব্যাটারিতে বিস্ফোরণ হতে পারে।
কীভাবে ব্যাটারির ক্ষতি হতে পারে ?
ব্যাটারির সব থেকে বেশি ক্ষতি অত্যধিক তাপের কারণে হয়। অত্যধিক তাপ উৎপন্ন হওয়ার কারণে ফোন চার্জিং এর সময় বিস্ফোরণ হতে পারে।
বিস্ফোরণের অন্যান্য কারণ
এছাড়াও ফোনের ব্যাটারির ক্ষতি বিভিন্ন কারণে হতে পারে। সিপিইউ ওভারক্লক করার ফলে অনেক সময় চার্জিং এর সমস্যা দেখা দেয় ।
বিস্ফোরণের পূর্ববর্তী সতর্কীকরণ লক্ষণ
বিস্ফোরণের আগে মোবাইল ফোনে নির্দিষ্ট কোনো সতর্কীকরণ বার্তা দেয় না। তবে অদ্ভুত একটি শব্দ শুনতে পারবেন ফোন থেকে। এছাড়াও ফোনে চার্জ দেওয়ার সময় ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে তৎক্ষণাৎ সাবধানতা অবলম্বন করুন। যদি কোন কারণে ফোনের ব্যাটারি ফুলে গিয়ে থাকে তাহলে সেটি বদলে দেওয়া উচিত।
ফোনের এই বিস্ফোরণ কীভাবে বন্ধ করবেন ?
তবে গ্রাহকের পক্ষে কখনোই বোঝা সম্ভব নয় কোম্পানির তরফ থেকে ফোনে কোনো সমস্যা থাকলে। তবে আপনি কয়েকটি ধাপ অনুসরণ করে ফোনের ব্যাটারি বিস্ফোরণের হাত থেকে মুক্তি দিতে পারেন যদি কোম্পানির তরফ থেকে ফোনে কোনো সমস্যা না থাকে।
FAQ.
প্রশ্ন : ফোনের ব্যাটারিতে বিস্ফোরণের কেনো হয় ?
উত্তর : ফোন চার্জিং এর সময় সীসা অ্যাসিড ব্যাটারিগুলি হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরী করে যা ইলেক্ট্রোলাইটের উপরে একটি ব্যাটারিতে হেডস্পেস দখল করে। যদি এই গ্যাসগুলি সঠিকভাবে প্রবাহিত না হয় তাহলে ব্যাটারিতে বিস্ফোরণ ঘটতে পারে।
প্রশ্ন : কীভাবে নিজের ফোনকে ব্লাস্ট হওয়া থেকে বাঁচাবেন ?
উত্তর : খেয়াল রাখবেন আপনার ফোনটি যেন কখনোই পরে না যায়, অতিরিক্ত তাপমাত্রা এবং সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলবেন, ভালো কোয়ালিটির চার্জার ব্যবহার করবেন এবং অতিরিক্ত চার্জিং এড়িয়ে চলুন।
প্রশ্ন : সারারাত ফোন চার্জে বসিয়ে রাখলে কি ফোন ব্লাস্ট হতে পারে ?
উত্তর : না, সারারাত চার্জে বসিয়ে রাখলে ফোন ব্লাস্ট হবে না।
প্রশ্ন : কি কারণে ফোন বেশি গরম হয়ে যায় ?
উত্তর : অত্যধিক ব্যবহার এবং ফোনে হেভি অ্যাপ থাকার কারণে ফোন বেশি গরম হয়ে যায়।
প্রশ্ন : একটি অতিরিক্ত গরম ফোন কি বিস্ফোরিত হতে পারে ?
উত্তর : বিশেষজ্ঞরা বলছেন, ফোন বেশি গরম হলে আইফোনের ব্যাটারি বিস্ফোরিত হতে পারে।
আপনার জন্য আরো
1.মোবাইল হ্যাং করলে তা কিভাবে ঠিক করবেন
2.স্মার্টফোন কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নিন। তাতে আপনিই লাভবান হবেন
3.VPN আসলে কি?VPN ব্যাবহারে সুবিধা ও অসুবিধা গুলি কি কি ?
4.স্মার্ট ফোন কেন বেশি গরম হয়ে যায় ? এই সমস্যার সমাধান জেনে নিন