How to Change Aadhaar Card Photo in Bengali 2022|কীভাবে আধার কার্ডের ছবি পরিবর্তন করবেন ?

প্রায় অধিকাংশ ভারতবাসীর কাছে 12 ডিজিটের আধার কার্ড নম্বর রয়েছে। গোটা দেশের পরিচয় পত্র হিসাবে এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধার ক্ষেত্রে আধার কার্ড ব্যবহার করা হয়। বায়োমেট্রিক তথ্য গুলি আধারের সঙ্গে সম্পূর্ণ ভাবে যুক্ত থাকে। আধারের সঙ্গে আইরিস স্ক্যানের তথ্য ও আঙুলের ছাপ ডিজিটালি সংরক্ষিত থাকে। নাম, জন্মের তারিখ, ঠিকানা ও একটি ছবি এই সব কিছুই থাকে আধার কার্ডের মধ্যে। আধার রেজিস্ট্রেশনের দিন অনেকেই যে ছবি তুলেছেন সেই ছবি রেখে দিয়েছে আধারের সঙ্গে। তবে চাইলে আধার কার্ডের ছবি বদল করাও সম্ভব। আধার কার্ডের ছবি যে কোনো আধার কেন্দ্রে গিয়ে বদল করে নেওয়া যেতে পারে।

আধার কার্ডের ছবি বদল করতে গেলে কী কী করার প্রয়োজন জেনে নিন :

স্টেপ ১।  আধারের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এনরোলমেন্ট ফর্ম  ডাউনলোড করতে হবে।

স্টেপ ২।  প্রয়োজনীয় সব তথ্য দিয়ে দিন দেওয়ার পর ফর্মটি প্রিন্ট করে ভরে ফেলুন।

স্টেপ ৩। UIDAI অফিশিয়াল ওয়েবসাইট থেকে নিকটবর্তী আধার কেন্দ্রের  ঠিকানা জেনে নিয়ে আধার কেন্দ্রে যেতে পারবেন।

স্টেপ ৪।  এরপর ফর্মটি  নিয়ে গিয়ে আধার এনরোলমেন্ট আধিকারিককে জমা দিন।

স্টেপ ৫।  তারপর আপনার পরিচয়  যাচাই করা হবে বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে।

স্টেপ ৬।  এরপর আধার সেবা কেন্দ্রের আধিকারিক আপনার একটি ছবি তুলবেন।

স্টেপ ৭।  25 টাকা ফি দিতে হবে ছবি বদল করার জন্য আধার সেন্টারে।

স্টেপ ৮।  এবার আপনাকে একটি স্লিপ দেওয়া হবে যেটাতে রিকোয়েস্ট নম্বর থাকবে।

স্টেপ ৯।  এই নম্বরটি ব্যবহার করে আধারের ওয়েবসাইট থেকে স্টেটাস দেখতে পারেন।

স্টেপ ১০।  আপনার নতুন ছবিটি আধারে আপডেট  হয়ে গেলে আপনি অনলাইনে সেটি ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন।  

FAQ.

প্রশ্ন : আধার কার্ডের পাসওয়ার্ড কী ?

উত্তর : ক্যাপিটালে আপনার নামের প্রথম 4 টি অক্ষর এবং আপনার জন্মের সাল এটাই হলো আধার কার্ডের পাসওয়ার্ড।

প্রশ্ন : PVC আধার কার্ড কী বৈধ ?

উত্তর : হ্যাঁ PVC আধার কার্ড বৈধ।

প্রশ্ন : আমি কী আধার কার্ডে ছবি তোলার সময় হাসতে পারি ?

উত্তর : হ্যাঁ অবশ্যই আধার কার্ডে ছবি তোলার সময় আপনি হাসতে ভুলবেন না।

প্রশ্ন : PVC কার্ডের ফুলফর্ম কী ?

উত্তর : PVC কার্ডের ফুলফর্ম হলো – Polyvinyl Chloride Card।

প্রশ্ন : আধার কার্ড আপডেট করার জন্য কী কোনো চার্জ লাগে ?

উত্তর : হ্যাঁ আধার কার্ড আপডেট করার জন্য ৫০ টাকা চার্জ লাগে।

আপনার জন্য আরো

1.ভুল করে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ফেললে সেই টাকা কীভাবে ফিরে পাবেন ?

2.আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে কী কী করবেন ?

3.জিমেল অ্যাপে আর একটি অন্য ইমেল অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন ?

4.আপনার ল্যাপটপ বা কম্পিউটার ভাইরাস আক্রান্ত কিনা কিভাবে জানবেন ?

Leave a Comment