অনলাইন Oasis Scholarship আবেদন পদ্ধতি / Oasis Scholarship Online Apply 2022-23। SC/ST/OBC Scholarship

আমাদের এই পোস্টটি থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে অনলাইনে Oasis Scholarship এর জন্য আবেদন করতে হবে। চলুন তাহলে আবেদন পদ্ধতি গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Oasis Scholarship এর কয়টি ভাগ রয়েছে ?

এই স্কলারশিপ এর ২ টি ভাগ রয়েছে :-

1. SC/ST Student দের জন্য রয়েছে  Pre-matric scholarship

2. SC/ST/OBC Students দের জন্য Post matric scholarship

Eligibility criteria ?

Pre-matric scholarship for SC/ST Students :-

  • যে সকল ছাত্রছাত্রীরা SC/ST ক্যাটাগরিতে রয়েছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
  • আবেদনকারী ছাত্রছাত্রীদের Class -9 অথবা Class -10 এ পড়তে হবে।
  • আবেদনকারীর পরিবারের বাৎসরিক ইনকাম ২ লক্ষ টাকার কম হতে হবে।
  • আবেদনকারী ছাত্রছাত্রীদের অবশ্যই ওয়েস্টবেঙ্গল এর বাসিন্দা হতে হবে।

Post matric scholarship for SC/ST/OBC Students :-

  • আবেদনকারী ছাত্রছাত্রীদের SC/ST/OBC ক্যাটাগরির হতে হবে।
  • আবেদনকারী ছাত্রছাত্রীদের ওয়েস্টবেঙ্গলের বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারী ছাত্রছাত্রীদের Last Exam -এ 50 % নাম্বার পেতে হবে।
  • এছাড়াও যে সকল ছাত্রছাত্রীরা Class 11,Class 12, graduation, post graduation,m.a ,phd করছেন তারাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীর পরিবারের বাৎসরিক ইনকাম ২ লক্ষ টাকার কম হতে হবে।

আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন ?

1. আঁধার কার্ড (এড্রেস প্রুফ)

2. কাস্ট সার্টিফিকেট

3. ইনকাম সার্টিফিকেট 

4. বার্থ সার্টফিকেট

5. ওয়েস্ট বেঙ্গল Domicile সার্টিফিকেট

6. আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো

7. ব্যাঙ্ক পাসবুক

8. পূর্ববর্তী বছরের উত্তীর্ণ মার্ক সিট

Oasis Scholarship – এ কত টাকা দেওয়া হবে ?

Pre-matric scholarship for SC/ST Students :-

  • এই scholarship এ ৭০০ থেকে ১১০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।

Post matric cholarship for SC/ST/OBC Students :-

  • এই Scholarship এ ১০০০ থেকে ১৫০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।

কিভাবে আবেদন করবেন ?

  • প্রথমে আপনি Oasis Scholarship এর Official Website Visit করবেন।
  • তারপর আপনি Student’s Registration অপশনটিতে ক্লিক করবেন।
  • এরপর আপনার সামনে একটি District chart ওপেন হবে। আপনি সেখান থেকে আপনার District টি সিলেক্ট করে Submit করে দেবেন।
  • তারপর আপনার কম্পিউটার স্ক্রিনে Verification Of Caste Certificate এর একটি চার্ট ওপেন হবে। এরপর সেখানে আপনাকে আপনার Caste Certificate নম্বরটি এবং Issuing Date টি দিতে হবে। তারপর ক্যাপচা দিয়ে Submit করে দেবেন।
  • তারপর আপনার Certificate এর সমস্ত Details যেমন – Caste Certificate নাম্বার, Issue Date, এবং type choose করে Submit বাটনে ট্যাপ করবেন।
  • তারপর আপনার নাম, বাবার নাম, Address, Occupation, Qualification Details, Income, Bank Details এই সমস্ত কিছু দিয়ে Submit করবেন।

স্ট্যাটাস কিভাবে চেক করবেন

  • প্রথমত আপনাকে Oasis Scholarship Official website visit করতে হবে।
  • তারপর আপনি Track an application অপশনটিতে ক্লিক করবেন।
  • তারপর আপনার সামনে Application Tracking Status এর একটি চার্ট ওপেন হয়ে যাবে।
  • এইবার সেখানে আপনাকে Application Serial No./User Id এবং Applied District দিয়ে Session সিলেক্ট করে ক্যাপচা কোড এন্টার করে Check Status বাটনটিতে ক্লিক করলে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন।

আপনার জন্য আরো

1.কিভাবে অনলাইন ডিজিটাল ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন তা জেনে নিন ?

2.আধার কার্ড অনলাইনে কীভাবে ডাউনলোড করবেন ?

3.আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর UAN অ্যাকাউন্টে কীভাবে পরিবর্তন করবেন ?

4.ইন্টারনেট কানেকশন ছাড়া কিভাবে UPI পেমেন্ট করবেন ?

Leave a Comment