বর্তমানে স্মার্টফোন আমাদের জীবনের একটি অঙ্গ হয়ে উঠেছে। স্মার্টফোন ছাড়া আমরা কেউই এক মুহূর্তও চলতে পারি না। স্মার্টফোন একটি এমন ডিভাইস যা ব্যবহারের ফলে আমাদের জীবন অনেকটাই সহজ হয়ে গেছে। এখন তো স্মার্টফোন কোম্পানি গুলি নিজের ডিভাইসকে আরও বেশি উন্নত করার জন্য 64 GB থেকে শুরু করে 128 GB, 256 GB পর্যন্ত স্টোরেজ নিয়ে এসেছে। কিন্তু এই স্টোরেজও আমাদের যেন কম মনে হয়। কেননা আমরা যখন একটা নতুন ফোন কিনি তখন কিভাবে যে ফোনের স্টোরেজ Full হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারিনা। আসলে আমাদের ফোনে বেশিরভাগ জায়গা জুড়ে বসে থাকে আমাদের ফোনের apps গুলি।
এরপর তো রয়েছে আমাদের পছন্দের হাজার হাজার ছবি। যেগুলো আমরা ভাবি যে বেছে বেছে কিছু ছবি ডিলিট করে দেব, কিন্তু ডিলিট করতে গিয়ে আর করতে পারি না, কারণ ডিলিট করতে ইচ্ছেই হয় না কি তাই তো। এছাড়াও রয়েছে অনেক অনেক ভিডিও, গান, সিনেমা, গেমস, পিডিএফ ফাইল, অফিসের ফাইল আরও কত কিছু। এই সব কিছুর জন্যই আমাদের ফোনের স্টোরেজ তাড়াতাড়ি Full হয়ে যায়। এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে আপনারা ফোনের স্টোরেজ সহজেই খালি করতে পারবেন, যাতে আপনারা আপনাদের পছন্দের মতো আরোও সুন্দর সুন্দর ফটো তুলতে পারেন।
চলুন তাহলে জেনে নেওয়া যাক –
ফোনের ক্যাশে ক্লিয়ার
আপনাদের সবারই ফোনের ক্যাশে ক্লিয়ার করে দেওয়া উচিত। যেটা আপনারা কেউই করেন না। চেষ্টা করবেন রেগুলার ফোনের ক্যাশে ক্লিয়ার করার।
ফোনের ক্যাশে কিভাবে ক্লিয়ার করবেন তা জেনে নিন –
- প্রথমে আপনাকে আপনার ফোনের Settings এ প্রবেশ করতে হবে।
- এরপর আপনার ফোনে যে সকল apps গুলি রয়েছে, সেগুলো থেকে এক এক করে apps গুলো সিলেক্ট করতে হবে।
- তারপর আপনি clear cache নামে একটি অপশন দেখতে পাবেন।
- এরপর আপনি সেই অপশনে ক্লিক করবেন, তাহলেই আপনার স্মার্টফোনের ক্যাশে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এর ফলে আপনার ফোনের স্টোরেজ কিছুটা হলেও খালি হবে।
হোয়াটসঅ্যাপ
আজকাল প্রায় অধিকাংশ মানুষই হোয়াটসঅ্যাপ ইউজ করে। হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমরা আমাদের পরিবার, প্রিয়জন ও বন্ধু-বান্ধব সবার সাথেই যোগাযোগ করতে পারি। এই হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমরা রেগুলারই তাদের প্রচুর পরিমানে ম্যাসাজ পাঠিয়ে থাকি।
এছাড়াও হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমরা তাদেরকে অনেক ছবি, ভিডিও, ফাইল ইত্যাদি আদান-প্রদান করে থাকি। এই সবের জন্যও ফোনের স্টোরেজ Full হয়ে যায়। তাই আপনারা যখন হোয়াটসঅ্যাপ এ কাউকে কোনো ফটো, ভিডিও বা ম্যাসেজ পাঠাবেন, পাঠানোর পর সেগুলোকে ডিলিট করে দেবেন। এরজন্য আপনারা হোয়াটসঅ্যাপ স্টোরেজে গিয়ে স্টোরেজ ম্যানেজার ব্যবহার করে সেগুলোকে ডিলিট করতে পারবেন। কিভাবে করবেন তা জেনে নিন –
- এরজন্য আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপ সেটিংসে এ প্রবেশ করতে হবে।
- তারপর সেখানে গিয়ে আপনাকে স্টোরেজ ডাটা অপশনে ট্যাব করতে হবে।
- এরপর ম্যানেজ স্টোরেজ অপশনটিতে ট্যাব করতে হবে।
- তারপর যে সমস্ত ফাইল গুলো আপনার প্রয়োজন, সেগুলোকে রেখে দিয়ে বাকি যে সব ফাইল গুলো রয়েছে সেগুলোকে ডিলিট করে দেবেন। এতে আপনার স্মার্টফোনের স্টোরেজ অনেকটা ফাঁকা হয়ে যাবে।
গুগল প্লে-স্টোর ব্যবহার
গুগল প্লে-স্টোর ব্যবহার করে আপনারা ফোনের স্টোরেজ খালি করতে পারবেন। গুগল প্লে-স্টোর এর সাহায্যে কিভাবে স্টোরেজ খালি করবেন তা জেনে নিন –
- প্রথমে আপনাকে Google Play Store এ প্রবেশ করতে হবে।
- তারপর সেখানে গিয়ে আপনাকে ম্যানেজ apps অপশনে ট্যাব করতে হবে।
- এইবার সেখানে আপনাকে দেখানো হবে যে আপনার ফোনে কতগুলি apps রয়েছে।
- তারপর যে সমস্ত apps গুলি আপনি ব্যবহার করেন না সেগুলিকে ডিলিট করে দেবেন। তাহলেই আপনার ফোনের স্টোরেজ অনেকটা ফাঁকা হয়ে যাবে।
এই সব কিছু করার পরেও যদি আপনার স্মার্টফোনের স্টোরেজ ফাঁকা না হয়, তাহলে আপনারা একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে পারেন। আপনারা যদি এই কার্ড ইউজ করেন তাহলে আপনাদের ফোনের স্টোরেজ অনেকটাই খালি থাকবে।
FAQ.
প্রশ্ন : ফোনের স্টোরেজ ফুল হয়ে গেলে কী করা উচিত ?
উত্তর : আপনার ফোনের স্টোরেজ যদি ফুল হয়ে যায় তাহলে আপনি প্রথমে আপনার ফোনের ক্যাশে ক্লিয়ার করবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ এ যে সমস্ত চ্যাট রয়েছে সেগুলো ক্লিয়ার করে দেবেন। এছাড়াও আপনি গুগল প্লে স্টোর ব্যবহার করেও আপনার ফোনের স্টোরেজ খালি করতে পারেন।
প্রশ্ন : আপনি যদি ফোনের ক্যাশে ক্লিয়ার করে দেন তাহলে কী হবে ?
উত্তর : ফোনের ক্যাশে ক্লিয়ার করার ফলে আপনার ফোনের স্টোরেজ কিছুটা হলেও খালি হবে এবং এর ফলে আপনার apps গুলি সাধারণত ভালো ভাবে কাজ করবে।
প্রশ্ন : কেনো ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় ?
উত্তর : ফোনে প্রচুর পরিমানে ফটো, ভিডিও এবং হেভি apps থাকার কারণে ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়।
প্রশ্ন : ক্যাশে ক্লিয়ার করলে কী ডাটা ডিলিট হয়ে যায় ?
উত্তর : ক্যাশে ক্লিয়ার করলে ডাটা ডিলিট হয়ে যায় না।
প্রশ্ন : অ্যান্ড্রয়েড ফোনের জন্য 128GB মেমোরি কী যথেষ্ট?
উত্তর : একজন স্মার্টফোন ইউজারের কাছে 64GB ফোন মেমোরি সাধারণ ব্যবহারের জন্য যথেষ্ট। কিন্তু আপনি যদি কখনও কখনও মিডিয়া ফাইলের সাথে ওভারবোর্ডে যান, তাহলে 128GB ফোন মেমোরি আপনার প্রয়োজনগুলি কভার করবে।
আপনার জন্য আরো
1.খারাপ মেমোরি কার্ড ঠিক করার উপায়
2.চার্জ দেওয়াকালীন কি ফোন ব্যবহার করা উচিত ? তথ্য সহ সঠিক বিষয়টি জেনে নিন
3.ফোনের ব্যাটারিতে বিস্ফোরণ কেন হয় ? এই দুর্ঘটনা থেকে কীভাবে নিজেকে বাঁচাবেন ?