VPN  আসলে কি?VPN ব্যাবহারে সুবিধা ও অসুবিধা গুলি কি কি ?Advantages and Disadvantages of VPN in Bengali 2022

আমরা অনেকেই VPN কি তা জানি না। তবে যারা ইন্টারনেট ব্যাবহারে একটু ওয়াকিবহাল তারা কম বেশি ভিপিএন সম্পর্কে জানেন এবং তাদের মধ্যে অনেকেই বিভিন্ন ব্লক ওয়েবসাইট ভিজিট করতে  ব্যবহার করে। আমরা এখন জানবো vpn  কোন কোন কাজে ব্যবহার করা হয় এবং এর সুবিধা ও অসুবিধাগুলি।

VPN কি ?

vpn  এর পুরো কথা হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটি একটি প্রাইভেট নেটওয়ার্ক যা সম্পূর্ণ কাল্পনিক। এটি একটি ভার্চুয়াল টানেল যার মাধ্যমে ডাটা কম্পিউটার থেকে আদান প্রদান করা যায়।

Virtual Private Network ব্যবহার করা হয় কেন ?

ইন্টারনেট প্রায় পৃথিবীর অধিকাংশ লোক ব্যবহার করে সেই জন্য এখানে গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার একটা সম্ভবনা থেকে যায়।এই ঝুঁকি কমাতেই এবং নিরাপদে নিজের নেটওয়ার্কে যুক্ত হওয়ার জন্য আমরা vpn ব্যবহার করি। vpn  আমাদের কারেন্ট লোকেশন ,ইন্টারনেট সংযোগকারীদের তথ্য লুকাতে সহায়তা করে।  আবার কিছু কিছু ওয়েবসাইট কোনো কোনো দেশে বন্ধ করে দেয়া হয় আপনি যদি চান তাহলে সেই সব ওয়েবসাইটে ভিপিএন ব্যবহার করে ভিজিট করতে পারবেন।

VPN এর সুবিধা

১ আপনি আপনার সমস্ত ব্যাক্তিগত ডাটা সুরক্ষিত ভাবে আদান প্রদান করতে পারবেন।

২ আপনার কারেন্ট লোকেশন কেউ ট্রেস করতে পারবে না।

৩ আপনার ইন্টারনেট সার্ভিস প্রদানকারী IPS থেকে নেটের স্পিড বেশি পাবেন।

৪ আপনার IP  এড্রেস লুকাতে এবং হ্যাকারদের হাত থেকে আপনাকে বাঁচতে সহায়ত করে।

৫ আপনার সার্চ হিস্ট্রি লুকাতে vpn  সাহায্য করে।

৬ বিভিন্ন ব্লক করে দেয়া ওয়েবসাইটে আপনি vpn ব্যবহার করে  প্রবেশ করতে পারবেন।

VPN ব্যবহারের অসুবিধা

১ আপনি কোনো টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারবেন না।

২ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করলে কিছু কিছু ওয়েবসাইট আপনার একাউন্ট ব্লক  করে দিতে পারে।

৩ এছাড়া গুগল এডসেন্স অথবা admob এ প্রবেশ করলেও আপনার একাউন্ট ব্যান করতে পারে যদি আপনি vpn ব্যবহার করেন।     

FAQ.

প্রশ্ন: VPN ব্যবহার করতে কি কোন টাকা লাগে?

উত্তর: কিছু কিছু VPN রয়েছে যেগুলি আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন তবে বেশিরভাগ ভালো VPN ই টাকা দিয়ে ব্যবহার করতে হয়।

প্রশ্ন: VPN ব্যবহার করা কি ভালো?

উত্তর: ভিপিএন আপনার আইপি এড্রেসটিকে হাইড করে দেয় যাতে আপনি অনলাইনে আপনার ইচ্ছা মতো সারফিং করতে পারবেন কোনরকম রেকর্ড ছাড়াই।

প্রশ্ন: সব থেকে সুরক্ষিত VPN কোনটি?

উত্তর:Express VPN

প্রশ্ন: অনলাইন ব্যাংকিং করার সময় VPN ব্যবহার করা কি সুরক্ষিত?

উত্তর: হ্যাঁ ,আপনি ভিপিএন ব্যবহার করে অনলাইন ব্যাংকিং করতে পারেন।

প্রশ্ন: স্মার্ট টিভিতে কি VPN ব্যবহার করা যায়?

উত্তর: হ্যাঁ স্মার্ট টিভিতে বর্তমানে VPN ব্যবহার করা যায়।

আপনার জন্য আরো

1.কম্পিউটারের গতি বাড়ানোর 10 টি সুপার হট টিপস

2.আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে কী কী করবেন ?

3.মানি ম্যানেজমেন্ট এর সেরা অ্যাপ্লিকেশন

4.CoinDCX একাউন্ট কিভাবে বানাবেন ?

Leave a Comment