টেলিগ্রাম প্রিমিয়াম কি?টেলিগ্রাম প্রিমিয়ামের ফিচারসমূহ|Telegram premium features in Bengali

টেলিগ্রাম অ্যাপ টি প্রথম লঞ্চ হয়েছিল 2013 সালে।আপনারা হয়তো অনেকেই টেলিগ্রাম ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপ এর তুলনায় টেলিগ্রামে কিছু এক্সট্রা ফিচারস রয়েছে যার জন্য টেলিগ্রাম জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে 550 মিলিয়নেরও বেশি অ্যাক্টিভ মাসিক ইউজার রয়েছে টেলিগ্রাম এর কাছে। দশটি পপুলার সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনের মধ্যে টেলিগ্রামের নাম রয়েছে। টেলিগ্রামের অ্যান্ড্রয়েড ইউজাররা গড়ে প্রতিমাসে প্রায় তিন ঘন্টা অ্যাপটিকে ব্যাবহার করেন। সারা বিশ্বের প্রায় 22% ডাউনলোড ভারতে হয়েছে। 2021 এর আগস্ট মাস পর্যন্ত ভারতে টোটাল ২২০ মিলিয়ন টেলিগ্রামের ডাউনলোড হয়েছে। আজ আমরা এই পোস্টটিতে টেলিগ্রামের প্রিমিয়াম ফিচার গুলি সম্পর্কে বিস্তারে আলোচনা করবো

টেলিগ্রাম প্রিমিয়াম কি?

টেলিগ্রাম প্রিমিয়াম হল টেলিগ্রামের একটি  সাবস্ক্রিপশন প্ল্যান বা সার্ভিস, যাতে প্রতিমাসে নির্দিষ্ট কিছু টাকার পরিবর্তে এক্সক্লুসিভ কিছু পরিসেবা উপভোগ করতে পারেন টেলিগ্রামের গ্রাহকগণ। প্রতিমাসে গ্রাহকদের 460 টাকা দিতে হবে টেলিগ্রামের এই প্রিমিয়াম ফিচারগুলো ব্যবহার করবার জন্য। টেলিগ্রামের সেটিং অপশনে গিয়ে আপনি টেলিগ্রামের প্রিমিয়াম ফিচারটিকে এক্টিভেট করতে পারবেন । 

টেলিগ্রাম প্রিমিয়ামের ফিচার

টেলিগ্রাম প্রিমিয়ামে ফ্রী ভার্শন এর তুলনায় সুবিধাগুলো বাড়িয়ে দেয়া হয়েছে। আসুন এবার দেখে নেওয়া যাক টেলিগ্রাম প্রিমিয়াম এর ফিচারসমূহ-

4 জিবি পর্যন্ত ফাইল আপলোড এবং ডাউনলোড

টেলিগ্রামের ফ্রী ভার্সনে আপনি ২ জিবি পর্যন্ত ফাইল পাঠাতে পারবেন। কিন্তু আপনি যদি প্রিমিয়াম প্ল্যান নেন সেক্ষেত্রে ৪ জিবি সাইজ পর্যন্ত যে কোন ফাইল পাঠাতে পারবেন। যারা টেলিগ্রামের প্রিমিয়াম প্লান সাবস্ক্রাইব করবেন তারা 4gb সাইজ পর্যন্ত ফাইল ডাউনলোড করতে পারবেন।

বর্ধিত লিমিট

ফ্রী টেলিগ্রামের তুলনায় প্রিমিয়াম ব্যবহারকারীগণ 1000 টি চ্যানেল ফলো করতে পারবেন 20 চ্যাট ফোল্ডার তৈরি করতে পারবেন এবং প্রতিটি ফোল্ডারে 200 টি চ্যাট যোগ করতে পারবেন। এছাড়াও চারটি একাউন্ট অ্যাড করতে পারবেন। দশটি ফেভারিট স্টিকার সেভ করতে পারবেন এবং মেইন লিস্টে দশটি চ্যাট পিন করতে পারবেন।

এছাড়া টেলিগ্রামের প্রিমিয়াম সাবস্ক্রাইবার হিসাবে আপনি বড় বায়ো লিখতে ও তাতে লিঙ্ক অ্যাড করতে পারবেন। তাছাড়া ক্যাপশনে আরও বেশি ক্যারেক্টার অ্যাড করতে পারবেন। আপনার পছন্দের 400টি পর্যন্ত GIF ফাইল সংরক্ষণ করতে পারবেন। এছাড়া ইচ্ছামত গ্রুপ বা চ্যানেল তৈরীর জন্য কুড়িটি পাবলিক t.me লিংক রিজার্ভ করে রাখতে পারবেন।

কোনো বিজ্ঞাপন নেই

টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করলে আপনারা অনেক সময় এড দেখে থাকবেন তবে এটা সব দেশের ক্ষেত্রে নয় কিছু কিছু দেশে টেলিগ্রাম চ্যানেল গুলোতে কিছু স্পন্সর বিজ্ঞাপন দেখানো হয় যেগুলো থেকে টেলিগ্রাম অর্থ উপার্জন করে। তবে আপনি যদি টেলিগ্রামের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন অর্থাৎ প্রিমিয়াম সার্ভিস অ্যাক্টিভেট করে থাকেন তাহলে আপনাকে কোনরকম এড দেখতে হবে না।

দ্রুত ডাউনলোড

নরমাল টেলিগ্রাম ব্যবহারকারীদের তুলনায় অনেক বেশি স্পিডে যেকোনো ফাইল আপলোড এবং ডাউনলোড করতে পারবেন টেলিগ্রামে প্রিমিয়াম প্ল্যানে ।

ভয়েস টু টেক্সট

কেউ যদি ভয়েস মেসেজ পাঠায় তা যদি আপনি শুনতে না চান তাহলে সরাসরি সেটাকে টেক্সট হিসাবে দেখতে পাবেন প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা।

ইউনিক রিএকশন ও স্টিকার

প্রিমিয়াম টেলিগ্রাম ব্যবহারকারীরা ফুলস্ক্রীন অ্যানিমেশন এবং অনেক নতুন স্টিকার ব্যবহার করতে পারবেন। এবং একইসঙ্গে দশটি বাড়তি ইমোজি রিঅ্যাকশন ব্যবহার করতে পারবেন শুধু তাই নয় প্রিমিয়াম স্টিকার এর কালেকশন প্রতিমাসে আর্টিস্ট দ্বারা আপডেট করা হবে।

অ্যানিমেটেড প্রোফাইল পিকচার

প্রিমিয়াম ব্যবহারকারীগণ তাদের প্রোফাইল পিকচারে অ্যানিমেশন যোগ করতে পারবেন অর্থাৎ চেয়ার এবং চ্যাট লিস্টে প্রিমিয়াম ব্যবহারকারীদের প্রোফাইল ভিডিও অ্যানিমেশন হবে।

প্রিমিয়াম ব্যাজ

আপনি যদি টেলিগ্রামের প্রিমিয়াম মেম্বারশিপ নেন সে ক্ষেত্রে আপনার নামের পাশে স্পেশাল ব্যাচ সো করতে পারবেন।

চ্যাট ম্যানেজমেন্ট

প্রিমিয়াম মেম্বাররা টেলিগ্রামের ডিফল্ট চ্যাট ফোল্ডারগুলোকে চেঞ্জ পারবেন এবং সব চ্যাট গুলো ওপেন করার পরিবর্তে যে চ্যাট গুলো ওপেন করা হয়নি সেগুলি ওপেন করতে পারবেন l এছাড়াও সিকিউরিটি সেটিংসে চ্যাট মিউট করা এবং নতুন চ্যাট আর্কাইভ করার মত অপশন গুলো পেয়ে যাবেন।

প্রিমিয়াম অ্যাপ আইকন

আপনি যদি একজন প্রিমিয়াম টেলিগ্রাম গ্রাহক হন সেক্ষেত্রে আপনি টেলিগ্রাম অ্যাপের আইকন পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ হোমস্ক্রিনে টেলিগ্রামের যে আইকন রয়েছে সেটিকে আপনি আপনার পছন্দমত ডিজাইন সেট করতে পারবেন।

উপসংহার

বর্তমানে সারাবিশ্বে 700 মিলিয়ন এরও অধিক টেলিগ্রাম ব্যবহারকারী রয়েছে এবং দিন দিন তা বৃদ্ধি পেতে চলেছে। আপনি যদি টেলিগ্রামের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে থাকেন অবশ্যই আপনার এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করুন এবং এই সাবস্ক্রিপশন সম্পর্কে কোন রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন।

FAQ.

প্রশ্ন:টেলিগ্রাম ব্যবহার করা কি সুরক্ষিত?

উত্তর:টেলিগ্রাম অ্যাপ পুরোপুরি সুরক্ষিত নয় কারণ টেলিগ্রাম এ একজনের সঙ্গে যে কনভারশন করা হয় সেটি এন্ড টু এন্ড এনটিপেড হলেও  গ্রুপে যে মেসেজ করা হয় সেগুলি এন্ড টু এন্ড এনক্রিপটেড থাকেনা ।

প্রশ্ন:টেলিগ্রাম ব্যবহারের অসুবিধা কি?

উত্তর:টেলিগ্রামের মেসেজগুলি এন্ড টু এন্ড এনক্রিপটেড নয় এটিই সবচেয়ে বড় প্রবলেম।

প্রশ্ন:টেলিগ্রাম কোন দেশের অ্যাপ?

উত্তর:এটি রাশিয়ার অ্যাপ।

প্রশ্ন:টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ এর মধ্যে পার্থক্য কি?

উত্তর:হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মধ্যে প্রধান যে পার্থক্য সেটি হল whatsapp টেলিগ্রাম থেকে বেশি সুরক্ষিত কারণ হোয়াটসঅ্যাপের চ্যাটগুলি এন্ড টু এন্ড এনক্রিপটেড হয়।

প্রশ্ন:টেলিগ্রাম এর ফাউন্ডারের  নাম কি?

উত্তর:Pavel  Durov, Nikolai Durov 

আপনার জন্য আরো

1.পাঁচটি সেরা পেমেন্টের অ্যাপ্লিকেশন

2.ভিডিও এডিটিং এর পাঁচটি সেরা এনড্রয়েড অ্যাপ্লিকেশন

3.মানি ম্যানেজমেন্ট এর সেরা অ্যাপ্লিকেশন

4.CoinDCX একাউন্ট কিভাবে বানাবেন ?

Leave a Comment