Motorola Edge 30 Fusion লঞ্চ হতে চলেছে ভারতে। Motorola কোম্পানি তাদের Edge সিরিজের বিস্তার করতে চলেছে। সম্ভবত ১৩ ই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল এই স্মার্টফোনটি ভারতে লঞ্চ হবে বলে জানা গেছে। আপনারা যদি এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই পোস্টটি পড়ুন।
Motorola Edge 30 Fusion – ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন –
কনফিগারেশন এবং ব্যাটারী
Motorola Edge 30 Fusion ফোনে থাকতে পারে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ + প্রসেসর এবং ৮ জিবি RAM। স্মার্টফোনটির প্রসেসরও একটি Octa-core প্রসেসর দ্বারা সমর্থিত। একটি Cortex A78 এবং একটি Cortex A55 লেআউট এর সম্বনয় যা সর্বোচ্চ 2.4GHz গতিতে চলে। তাছাড়া, গ্রাফিকাল চাহিদা পূরণের জন্য ব্র্যান্ডটি একটি Adreno 660 GPU ইনস্টল করেছে। এই ফোনটিতে 4400 mAh Li-Polymer Battery রয়েছে। এছাড়াও 68W ফার্স্ট চার্জিং সিস্টেমও রয়েছে।
ডিসপ্লে এবং ক্যামেরা
Motorola Edge 30 Fusion ফোনে থাকতে পারে একটি 6.55 ইঞ্চির P-OLED ডিসপ্লে, যার রিফ্রেস রেট হতে পারে 144 Hz। এই স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকতে পারে। এছাড়াও 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকার সম্ভবনা রয়েছে এই ফোনটিতে।
স্টোরেজ এবং কানেক্টিভিটি
Motorola Edge 30 Fusion ফোনে 128 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে। স্মার্টফোন দ্বারা সমর্থিত নেটওয়ার্ক কানেক্শন গুলি হলো 5G এবং 4G Volte। এর অন্যান্য কানেক্টিভিটি ফিচার্স গুলির মধ্যে রয়েছে মোবাইল হটস্পট, ইউএসবি টাইপ-সি, ওয়াই-ফাই, Bluetooth v5.2 এবং A-GPS সহ গ্লোনাস।
ফোনটির কি কি কালার রয়েছে
Motorola Edge 30 Fusion ফোনের ৪ টি কালার রয়েছে। কালার গুলি হলো – সোলার গোল্ড, কসমিক গ্রে, অরোরা হোয়াইট এবং নেপচুন Blue। এই স্মার্টফোনটিতে রয়েছে একটি ভেগান লেদার ফিনিস।
Motorola Edge 30 Fusion ফোনের সম্ভাব্য রেঞ্চ
Motorola Edge 30 Fusion ফোনের রেঞ্চ ভারতে প্রায় Rs. 48,090 টাকা হতে পারে বলে অনুমান করা হয়েছে।
আপনার জন্য আরো
1.স্মার্টফোন কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নিন
2.রিফার্বিশড মোবাইল কি ? আপনার কি রিফার্বিশড স্মার্টফোন কেনা উচিত ?
3.স্মার্টফোন কেনার পর যে নিয়মগুলো অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা জেনে নিন