WhatsApp-কে নিজের মতো সাজাতে পারবেন ! কি ফিচার্স আসছে ? জেনে নিন

চ্যাটের মজা এখন হবে আরও দ্বিগুন। ঘন্টার পর ঘন্টা সময় কোথা দিয়ে যে কেটে যাবে তা বুঝতেও পারবেন না ব্যবহারকারীরা। কারণ হোয়াটসঅ্যাপ নিয়ে আসতে চলেছে নতুন ফিচার। ফিচারটির নাম হল কাস্টমাইজড চ্যাট থিম। ব্যবহারকারীরা এখন পছন্দমতো থিমে নিজের চ্যাট কাস্টমাইজ করতে পারবেন। বদলে ফেলা যাবে চ্যাটের পুরো চেহারাই।

WABetaInfo হোয়াটসঅ্যাপ সম্পর্কে নতুন নতুন খবর দেয়। তারা জানিয়েছে, এখনও পরীক্ষানিরীক্ষা চলছে এই কাস্টমাইজড চ্যাট থিম ফিচার নিয়ে। এই ফিচার ব্যবহার করার জন্য খুব শীঘ্রই বিটা ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে।

জানা যাচ্ছে, ব্যবহারকারীরা এই নতুন ফিচাররে অনেকগুলি থিম পাবেন। ব্যবহারকারীরা এখন থেকে চ্যাট বাবল এবং ওয়ালপেপারের জন্য নিজের পছন্দের রং বেছে নিতে পারবেন। এখানে মেসেজ বাবল এবং ওয়ালপেপারের বিভিন্ন রঙের বিভিন্ন থিমও ব্যবহার করা যাবে।হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে এক নতুন চেহারায় হাজির হবে।

একবার এই কাস্টমাইজড চ্যাট থিম চালু হয়ে যাওয়ার পর ব্যবহারকারী থিম সেট থেকে নিজের পছন্দের রঙে চ্যাট ওয়ালপেপার এবং চ্যাট বাবল চয়েস করার পর চ্যাট ইন্টারফেস কাস্টমাইজড করতে পারবেন। জানা গেছে, নতুন এই কাস্টমাইজড টুল নিয়ে এখনও কাজ চলছে। তবে ইতিমধ্যে অ্যান্ড্রয়েডের লেটেস্ট 2.24.20.12 আপডেটে এই ফিচার চালু হয়েছে।

WABetaInfo এই ফিচারের ইন্টারফেসের একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। জানা গিয়েছে, এই আপডেটে হোয়াটসঅ্যাপ ১১টি ডিফল্ট চ্যাট থিম ডিজাইন করেছে। ডার্ক থিমেও এগুলি মিলবে। চ্যাটের লুক এবং ফিল সম্পূর্ণরূপে কাস্টমাইজড করতে পারবেন ব্যবহারকারী।

বিশেষ করে যাঁরা ডার্ক থিম ব্যবহার করেন, তাঁরা এখন থেকে ব্রাইটনেস ঠিক করতে পারবেন। অর্থাৎ কম আলোতেও আরামদায়ক দেখার সুবিধা প্রদান করবে এই ফিচার।

কাস্টমাইজেশনের এই বাড়তি ফিচার ইউজারের চ্যাটের চেহারা উন্নত করার দিকেই ফোকাস করেছে। সঙ্গে মেসেজিং ইন্টারফেসের ভিজ্যুয়ালের উপর আরও বেশি নিয়ন্ত্রণ দেবে ব্যবহারকারীকে।

আপনাদের জন্য আরো

1.আপনার অজান্তেই কেউ কি আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে? কয়েক সেকেন্ডের মধ্যে জেনে এইভাবে ব্যবস্থা নিন

2.WhatsApp-এ এবার আসছে ইনস্টাগ্রামের মতো ফিচার ! জেনে নিন বিষয়টি

3.WhatsApp-এর এই রিং ফিচারটি খুবই উপকারী ! যা জানতে চান তাই পাবেন

4.WhatsApp গ্রুপেই লুকিয়ে নেই তো প্রতারক ? নতুন ফাঁদ পাতছে হ্যাকাররা

Leave a Comment