আজকালকার যুগে ফোন ছাড়া আমরা আমাদের জীবন একমুহূর্ত ভাবতে পারি না। ঘুম থেকে উঠে ও ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আমরা ফোন ব্যবহার করি।
অনেক সময় দেখা যায় কি ফোনে ঠিক মতো চার্জ হচ্ছে না। ফোনে ফুল চার্জ দিলেও, কিছুক্ষনের মধ্যেই তা ৩০-৪০ শতাংশে নেমে আসে। এই সমস্যা কি আপনার ফোনেও হচ্ছে ? সাবধান এই সমস্যা আপনার ফোনেও হতে পারে।
প্রথমেই জেনে রাখা দরকার যে, ফোন কখনও ১০০ শতাংশ চার্জ দেওয়া উচিত নয়। ২০ শতাংশের নীচে চার্জ নেমে গেলে, দ্রুত ফোন চার্জে দেওয়া উচিত।
ফোন দেরীতে চার্জ হওয়ার অন্যতম কারণ হল চার্জার বা সকেট খারাপ হওয়া। যদি চার্জিং পোর্ট বা অ্যাডাপ্টর খারাপ হয়, সেক্ষেত্রে মোবাইলে চার্জ অনেক দেরীতে হয়।
প্রচন্ড ঠান্ডা বা গরম আবহাওয়াতেও ফোনে চার্জিংয়ের সমস্যা হয়। অতিরিক্ত তাপমাত্রায় ফোনে চার্জ হতে দেরি হয়।
এছাড়াও ফোন চার্জে বসিয়ে কখনও ব্যবহার করা উচিত নয়। এতে ফোনের ব্যাটারিতে চাপ পড়ে। এরফলে চার্জিংয়ের সমস্যা হয়। ফোনে চার্জ হতেও দেরি হয়।
অনেক সময় আবার চার্জিং পোর্টে নোংরা থাকায় বা ধুলো জমে যাওয়ার কারণেও চার্জিংয়ে সমস্যা হয়।
আপনাদের জন্য আরো
1.ফোন একদিনে কতবার চার্জ দেওয়া উচিত ? অনেকেই নিয়ম জানেন না, রোজ ভুল করেন
2.আইফোন কোন দেশের মানুষ সব থেকে বেশি ব্যবহার করে, বলুন তো ? বড় বাজার ‘এই’ দেশে
4.ফোন এই লিকুইড, সেই লিকুইড দিয়ে পরিষ্কার করছেন ! ফোনের ফুটোতে প্রবেশ করলেই একেবারে ডেড হবে ফোন