Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে স্মার্টফোনে অবিশ্বাস্য ছাড় ! একদম জলের দরে ফলের রস

আর কিছু দিনের অপেক্ষা, পুজো প্রায় এসেই গেছে। পুজোর মার্কেটিংও প্রায় শুরু হয়ে গেছে। নতুন জামাকাপড় কেনার সাথে সাথে নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন ? তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। ২০ সেপ্টেম্বর থেকে আমাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল শুরু হচ্ছে। প্রতি বছরের মতো এবছরও থাকছে দুর্দান্ত ছাড়। দেখে নিন একঝলক।

আমাজনের ওয়েবসাইট থেকে জানা গেছে, স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ৫জি (৮ জিবি, ১২৮ জিবি স্টোরেজ) পাওয়া যাবে ৩৬ হাজার ৯৯৯ টাকা। যার সঠিক দাম ৭৪ হাজার ৯৯৯ টাকা। আবার এমআই ১১এক্স ৫জি, যার দাম ৩৩ হাজার ৯৯৯ টাকা। যেটা পাওয়া যাবে ২০ হাজার ৯৯৯ টাকায়। রেডমি নোট ১০এস পাওয়া যাবে ১২ হাজার ৯৯৯ টাকায় (যার সঠিক দাম ১৬ হাজার ৯৯৯ টাকা)।

টিজার পেজে আরও জানানো হয়েছে, ওয়ানপ্লাস ১১আর, ওয়ানপ্লাস ১২, ওয়ানপ্লাস ১২আর, ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট, ওয়ানপ্লাস নর্ড সিই ও আরও অনেক স্মার্টফোনে পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়। আমাজন আগে থেকে জানিয়ে দিয়েছিল, এবছর ফেস্টিভ্যালে ৮০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। শুধুমাত্র স্মার্টফোনই নয়, স্মার্টওয়াচ, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও আরও বহু ইলেকট্রনিক সামগ্রীতেই থাকবে দুরন্ত ছাড়। এর পাশাপাশি থাকবে নানা আসবাবপত্র, রান্নার সামগ্রী প্রভৃতিতেও অফার দেওয়া হবে। এরই পাশাপাশি নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডেও আলাদা ছাড় থাকবে।

প্রতি বছরই আমাজনের এই সেল ঘিরে আগ্রহ তুঙ্গে থাকে। ক্রেতারা অধীর আগ্রহে অপেক্ষা করেন এই সেলের জন্য। বলে রাখা ভালো, গত বছরের ফেস্টিভ্যালে আইফোন ১২ ও আইফোন ১৪-তে ছিল দুরন্ত ছাড়। একই ভাবে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোনগুলোতেই দেওয়া হচ্ছিল অফার। আসছে আইফোন ১৬। তাই মনে করা হচ্ছে এবার আইফোন ১৫ সিরিজে দারুণ অফার থাকতে চলেছে। এদিকে ফ্লিপকার্টও বিগ বিলিয়ন ডেজ সেলের ঘোষণা করেছে। ২৯ সেপ্টেম্বর থেকে তা শুরু হচ্ছে।

আপনাদের জন্য আরো

1.Google-এ কি সার্চ করছেন ? এইসব জিনিস নয় তো ? খুব সাবধান ! হতে পারে জেল

2.BSNL কারোর থেকে কম নয়, ১৮৪ টাকার দুর্দান্ত অফারে এত কিছু ! গ্রাহকরা ছুটছেন, আপনার কি লাভ হবে ?

3.ওয়াইফাই ও হটস্পট ফোনে আছে দু’টোই, বলুন তো এদের মধ্যে পার্থক্য কি ? ৯৯% ভুল উত্তর দিয়েছেন

4.‘বিগ বিলিয়ন ডে’ সেল এবার কবে থেকে ? তারিখ জানা গেল ! পুজোর আগে বাম্পার ছাড়

Leave a Comment