বর্তমান সময়ে সব টেলিকম সংস্থাগুলি মধ্যে রিচার্জের দাম বাড়ানো নিয়ে একটা প্রতিযোগিতা চলতেই থাকে। প্রত্যেকটি কোম্পানিই গ্রাহকদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরণের প্ল্যান অফার করে। প্রতিটি গ্রাহক যাতে তাঁদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী রিচার্জ করতে পারে, তার জন্য সস্তার প্ল্যানেরও ব্যবস্থা থাকে। এরফলে গ্রাহকদের অনেকটা টাকা বাঁচে এবং তাঁরা এই প্ল্যানের সাথে আরও বিভিন্ন ধরণের সুবিধা পান। আজ আমরা জানবো, সরকারি টেলিকম সংস্থা BSNL-এর ২০০ টাকার কমে কি কি প্ল্যান আছে।
BSNL টেলিকম সংস্থা নতুন একটি রিচার্জ প্ল্যান অফার করেছে ১৮৪ টাকার। এই রিচার প্ল্যানে গ্রাহকরা পাবেন নানা সুবিধা। এবার জেনে নেওয়া যাক BSNL-এর এই ১৮৪ টাকার প্ল্যানে কি কি সুবিধা পাওয়া যাবে।
BSNL-এর এই সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানের দাম ১৮৪ টাকা। গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানে পেয়ে যাবে ২৮ দিনের জন্য আনলিমিটেড কলের সুবিধা। তার মানে, গ্রাহকরা একবার ২০০ টাকার নিচে এই প্ল্যানটি রিচার্জ করলে, পুরো একমাসের জন্য বিনামূল্যে ভয়েস কলের সুবিধা পাবেন।
এই ১৮৪ টাকার প্ল্যানে প্রতিদিন পাওয়া যাবে ১০০টি SMS-এর সুবিধাও। এছাড়াও এই রিচার্জ প্ল্যান পাওয়া যাবে ২৮ দিনের জন্য প্রতিদিন ১GB হাই-স্পিড ডেটা। গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানের সাথে অতিরিক্ত সুবিধা হিসাবে, বিনামূল্যে BSNL-এর টিউনের সুবিধা পাবেন। কেউ যদি কম দামে এক মাসের জন্য কোনও প্ল্যান চান, তাহলে এই প্যাকটি তাঁর জন্য আদর্শ হতে পারে।
BSNL-এ আরও একটি প্ল্যান ১১৮ টাকার। এই প্ল্যানে পাওয়া যাবে আরও অনেক কিছু। আমরা যদি কোম্পানির অন্যান্য সাশ্রয়ী মূল্যের প্ল্যানের দিকে তাকাই, তাহলে BSNL-এর প্ল্যানের তালিকায় ১১৮ টাকার প্ল্যানও রয়েছে। এই প্ল্যানের বৈধতা ২০ দিন পর্যন্ত থাকবে। এই প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দেওয়া হয়েছে।
এছাড়াও, গ্রাহকরা এই প্ল্যানে ১০GB হাই-স্পিড ডেটার সুবিধাও পেতে পারেন। প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি হার্ডি গেমস, এরেনা গেমস, গেমিয়ন অ্যাস্ট্রোটেল, গেমিয়াম, জিং মিউজিক এবং ওয়াও এন্টারটেইনমেন্টের সুবিধাও প্রদান করবে গ্রাহকদের।
আপনাদের জন্য আরো
1.ওয়াইফাই ও হটস্পট ফোনে আছে দু’টোই, বলুন তো এদের মধ্যে পার্থক্য কি ? ৯৯% ভুল উত্তর দিয়েছেন
2.‘বিগ বিলিয়ন ডে’ সেল এবার কবে থেকে ? তারিখ জানা গেল ! পুজোর আগে বাম্পার ছাড়
3.BSNL খুব তাড়াতাড়ি দেশজুড়ে 4G পরিষেবা শুরু করবে ! কবে আসবে 5G ?
4.আধার-এর মেয়াদ ১০ বছর পেরিয়েছে ? জেনে নিন বিনা খরচে আপডেটের পদ্ধতি