BSNL খুব তাড়াতাড়ি দেশজুড়ে 4G পরিষেবা শুরু করবে ! কবে আসবে 5G ?

৩রা জুলাই থেকে জিও, এয়ারটেল ও ভোডাফোনের সব প্ল্যানেরই দাম বেড়েছে। এই টেলিকম সংস্থা গুলির থেকে BSNL-এর প্ল্যান দাম অনেকটা সস্তা। অন্য টেলিকম সংস্থা গুলি দাম বাড়িয়ে দেওয়ার কারণে, অনেকেই BSNL সংস্থার দিকে চলে যাচ্ছে। কিন্তু BSNL সম্পর্কে সবার অভিযোগ, এখনও এই সংস্থা হাইস্পিড ইন্টারনেট দেয় না। দেশের কয়েকটি রাজ্যে BSNL-এর ৪জি থাকলেও ৫জি এখনও চালু করতে পারিনি। তবে এবার BSNL গ্রাহকদের জন্য সুখবর। আসছে বছরের মধ্যেই BSNL দেশজুড়ে ৪জি ও ৫জি পরিষেবা চালু করে দেবে। এমনটাই দাবি করেছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।

এক রিপোর্ট থেকে জানা গেছে, আগামী ২০২৫ সালের শেষের দিকে BSNL ৫জি পরিসেবা চালু করবে। এছাড়াও মার্চ মাসের মধ্যেই পুরো দেশজুড়ে সংস্থাটি ৪জি পরিষেবা দেওয়া শুরু করে দেবে। ৪জি চালু করে দেওয়ার ৭-৮ মাসের মধ্যে চালু করে দেবে ৫জি। এরই সাথে রিপোর্টের দাবি, BSNL-এর লক্ষ্য শেয়ার মার্কেটের ২৫ শতাংশ নিজেদের দখলে নিয়ে আসা।

প্রসঙ্গত, BSNL-এর অনেক প্ল্যানই গ্রাহকদের মধ্যে জনকপ্রিয়। তাদের মধ্যে অন্যতম হল ৫৯৯ টাকার প্ল্যানটি। এই প্ল্যানে ৮৪ দিনের বৈধতা ও প্রতিদিন ৩ জিবি ডেটা পাওয়া যাবে। অর্থাৎ সব মিলিয়ে ২৫২ জিবি ডেটা। তাছাড়াও সমস্ত প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড কলের সুবিধা। এছাড়াও পাওয়া যাবে প্রতিদিন ১০০টা SMS। আরও পাওয়া যাবে দৈনিক ডেটা ফুরালে ৪০ KBPS স্পিডে ইন্টারনেট। এই প্ল্যানের সঙ্গে জিং মিউজিক, BSNL টিউনস, গেমঅন, অ্যাস্ট্রোটেল, হার্ডি গেমস, চ্যালেঞ্জার, এরিনা গেমস, গেমিয়াম ও লিস্টিন পডকাস্টও ব্যবহার করার সুযোগও রয়েছে।

এছাড়াও যারা নতুন ইউজার তাদের জন্য আছে BSNL-এর একটি ‘ফার্স্ট রিচার্জ কুপন’ ১০৮ টাকার। এই প্ল্যানে রয়েছে ২৮ দিনের আনলিমিটেড কলের সুবিধা এবং প্রতিদিন ১ জিবি ৪জি ডেটা। আরও একটি প্ল্যান আছে ১৯৭ টাকার ৭০ দিনের। এই প্ল্যানে আনলিমিটেড কলের পাশাপাশি পাওয়া যাবে ২ জিবি ৪জি ডেটা। প্রথম ১৮ দিন রোজ পাওয়া যাবে ১০০টা SMS।

আপনাদের জন্য আরো

1.আধার-এর মেয়াদ ১০ বছর পেরিয়েছে ? জেনে নিন বিনা খরচে আপডেটের পদ্ধতি

2.Jio বিনামূল্যে ১০০ জিবি ক্লাউড স্টোরেজ দেবে ! পাওয়া যাবে বাড়তি সুবিধাও

3.ডেঙ্গু হয়েছে কিনা জানাবে AI, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলছে গবেষণা

4.YouTube অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? এভাবে উদ্ধার করুন নিমেষে

Leave a Comment