ইতিমধ্যে রিলায়েন্স মালিক মুকেশ আম্বানি এক বড় খবরের ঘোষণা করেছেন। রিলায়েন্সের ৪৭তম বার্ষিক অনুষ্ঠানে, একটি সাধারণ সভায় আম্বানির ঘোষণাটি ছিল, আসছে জিও ব্রেন (Jio Brain)। ‘AI Everywhere for Everyone (এআই এভরিহোয়ার ফর এভরিওয়ান)’ থিমে আনা হচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্ল্যাটফর্ম। রিলায়েন্সের মালিক আরও জানিয়েছেন, জিও ব্যবহারকারীরা পেয়ে যাবেন ১০০ জিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজ।
রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি বলেছেন, জিও এআই-ক্লাউড পরিষেবায়, দিওয়ালির সময় দেওয়া হবে দুর্দান্ত অফার। এই অফারে জিও ব্যবহারকারীরা পাবেন ১০০ জিবি ফ্রি স্টোরেজ। যার ফলে ক্লাউড ডেটা স্টোরেজ ও এআই সার্ভিসকে প্রতিটি ব্যক্তির কাছে পৌঁছে দেবে। এই ১০০ জিবি ফ্রি স্টোরেজে ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অর্থাৎ সমস্ত ডিজিটাল কনটেন্ট সুরক্ষিত রাখতে পারবেন ব্যবহারকারীরা। এই অফারের সুবিধা পেতে হলে কী করতে হবে ? বলা হচ্ছে, এর জন্য কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। তবে এখনই সে সম্পর্কে কিছু বলা হয়নি। কিন্তু জানা গেছে, চালু হওয়ার আগে অবশ্যই জানানো হবে। যা অনুসরণ করলেই ব্যবহারকারীরা পেয়ে যাবেন জিও এআই ক্লাউড।
একবার এই ক্লাউড স্টোরেজ পেয়ে গেলে, শুধুমাত্র ব্যক্তিগত স্টোরেজ হিসেবেই নয়, এই স্টোরেজকে অন্যভাবেও ব্যবহার করা যাবে। যার মধ্যে রয়েছে-
জিও টিভিওএস : বিশেষ করে এই অপারেটিং সিস্টেমটি চালু করা হয়েছে জিও সেট টপ বক্সের জন্যই। যা অনেক বেশি ফাস্ট।
জিও ফোনকল এআই : এই নতুন ফোন সার্ভিসে এআইয়ের সাহায্যে ফোন কল করা যাবে। ব্যবহারকারীরা প্রতিটি কল রেকর্ড, স্টোর, ট্রান্সক্রাইব ইত্যাদি সবই করে রাখতে পারবে। আর এই সমস্ত তথ্যই ম্যানেজ করা যাবে জিও ক্লাউডের সাহায্যে। এছাড়াও জিওটিভি+, জিওহোম আইওটির ডেটাও ম্যানেজ করতে সাহায্য করবে জিও ক্লাউড।
আপনাদের জন্য আরো
1.ডেঙ্গু হয়েছে কিনা জানাবে AI, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলছে গবেষণা
2.YouTube অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? এভাবে উদ্ধার করুন নিমেষে
3.Google Pay থেকে লেনদেনের হিস্ট্রি মুছতে চান ? জেনে নিন সহজ পদ্ধতি