Facebook Messenger থেকে স্টোরি মুছতে চাইছেন ? ধাপে ধাপে এই পদ্ধতি অনুসরণ করুন

Whatsapp ও instagram-এর মতোই Facebook messenger-ও খুব জনকপ্রিয় একটি যোগাযোগের মাধ্যম। কলিং ও ভিডিও কলিংয়ের মতো সব ধরণের সুবিধা পাওয়া যায় এই অ্যাপটিতে। এছাড়াও Facebook Messenger-এ ইউজাররা নিজেরদের পছন্দ মতো স্টোরিও শেয়ার করার সুবিধা পেয়ে থাকেন। কিন্তু অনেক সময় ভুল করে কিছু আপলোড হয়ে গেলে তা ডিলিট করতে হয়।

Facebook Messenger থেকে স্টোরি ডিলিট করা খুবই সহজ একটি প্রক্রিয়া। কিন্তু সেটা করার কৌশল জেনে রাখা কিন্তু একটা বিষয় নিশ্চিত করে। আর সেটা হল- ইউজাররা তাঁর কন্ট্যাক্টসের সাথে কি শেয়ার করছেন, এর উপর তাঁর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। ধরা যাক, কেউ ভুলবশত স্টোরিতে কিছু পোস্ট করেছেন, এবার তিনি সেটি ডিলিট করতে চাইছেন।

আবার কোনও ইউজার নিজের টাইমলাইন থেকে কোনও স্টোরি ডিলিট করতে চান, সেক্ষেত্রে তিনি কী করবেন ? অর্থাৎ সেই স্টোরিটি ডিলিট করার উপায় কী ? জানেন কি, এই উপায়টি খুবই সহজ। চলুন তাহলে ধাপে ধাপে জেনে নেওয়া যাক Facebook Messenger থেকে স্টোরি ডিলিট করার উপায়।

প্রথমে নিজের ডিভাইসে Facebook Messenger অ্যাপটি খুলে নিতে হবে। এবার নিজের প্রোফাইলে যাওয়ার জন্য, বাম দিকের কোণায় থাকা প্রোফাইল পিকচারের উপর ক্লিক করতে হবে।

এরপর নিজের স্টোরিগুলির মধ্যে স্ক্রোল করতে হবে। এবার ইউজার যে স্টোরিটি ডিলিট করতে চাইছেন, সেটিকে খুঁজে বার করতে হবে।

ইউজার যে স্টোরিটি ডিলিট করে দিতে চাইছেন, সেই স্টোরিটির উপর ট্যাপ করে হোল্ড করে রাখতে হবে। তারপর একটি মেনু দেখা যাবে। সেখানে ডিলিট এবং রিমুভ-এর অপশন দেখা যাবে। সেখান থেকেই একটা অপশন বেছে নিতে হবে।

আপনাদের জন্য আরো

1.Facebook-কে আপনার নামে ভুয়ো প্রোফাইল ! জালিয়াতির ফাঁদ কীভাবে এড়াবেন ?

2.ফেসবুক মেসেঞ্জারে মেসেজ পিন করার উপায় ! আর খুঁজতে হবে না স্ক্রল করে, দেখে নিন এক নজরে

3.Facebook এ ডিলিট করা পোস্ট কি ফিরিয়ে আনা সম্ভব ?

4.How to backup your facebook photos and videos in bengali 2022|কিভাবে ফেসবুক থেকে ফটো এবং ভিডিও ব্যাকআপ নেওয়া যায় তা জেনে নিন।

Leave a Comment