বর্তমান সময়ে সবাই ডিজিটাল দুনিয়ায় বসবাস করে। প্রতিটি মানুষের কাছেই আছে স্মার্টফোন। মানুষের জীবনযাপন আগের থেকে আরও উন্নত হয়েছে।
এখনকার সময়ে যেমন প্রতিটি মানুষের হাতে স্মার্টফোন আছে, আর সেই স্মার্টফোন চুরি হওয়ার সম্ভবনাও দিনের পর দিন বেড়েই চলেছে।
স্মার্টফোন চুরি হয়ে গেলে খুব কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। টাকা খরচ করা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরণের অনেক ক্ষতির মুখে পড়তে হয়।
যদি নিজেদের স্মার্টফোনে অনেকবার ফাইন্ড মাই সেটিং অন করে রাখা হয়, তাহলে ফোন চুরি হয়ে গেলেও তার ওপর নজর রাখা যাবে।
কোনও চোর যদি কারোর স্মার্টফোন চুরি করে, তাহলে সেই চোরের প্রথম কাজ হল ওই স্মার্টফোনটিকে স্যুইচ অফ করে দেওয়া। আর ফোনটি একবার যদি স্যুইচ অফ করে দেওয়া হয় তাহলে আর ফোনটিকে ট্র্যাক করা যায়না।
যদি স্মার্টফোনের তিনটি সেটিংস অন করে রেখে দেওয়া যায় সেক্ষেত্রে ফোনটি চুরির পরে স্যুইচ অফ করে দিলেও খুব সহজেই তা
ট্র্যাক করা যাবে।
প্রথমে স্মার্টফোনের সিকিওরিটি অ্যান্ড প্রাইভেসিতে যেতে হবে।তারপর সেখান থেকে মোর সিকিওরিটি ও প্রাইভেসিতে যেতে হবে।
তারপরে রিকয়্যার পাসওয়ার্ড টু অফ অপশনটি অন করতে হবে। এই সেটিংস অন করার ফলে, চোর চাইলেও এই অপশন অফ করতে পারবে না।
কারণ, চোর যদি ফোনটি অফ করতে চায় তাহলে পাসওয়ার্ড দেওয়াটা অনিবার্য হয়ে পড়বে।
আবার অনেক সময় দেখা যায় কি, স্মার্টফোন অফ হচ্ছে না তখন এরোপ্লেন মোড করে দেওয়া হয়। এই সমস্যা যাতে না হয় তার জন্য প্রথমেই স্মার্টফোনের সেটিংস অন করতে হবে।
এরপরে নটিফিকেশন ও স্ট্যাটাসবারের মধ্যে একটি বেছে নিতে হবে। তারপর পরবর্তী পদক্ষেপের জন্য মোর সেটিংস অপশনে ক্লিক করতে হবে
এরপরে সোয়াইপ ডাউন অপশন অন করতে হবে। এমন করলে স্মার্টফোন চুরি করার পর চোর কোনও ভাবেই এরোপ্লেন মোড অন করতে পারবে না।
তারপর সেটিংস সিকিওরিটি ও প্রাইভেসিতে ফাইন্ড মাই ডিভাইসে ক্লিক করতে হবে। এরপরে নেটওয়ার্ক ইন অল এরিয়া অন করে দিতে হবে।
এই সেটিংস অন করা থাকলে স্মার্টফোন চুরি হলেও খুব সহজেই ট্র্যাক করা যাবে।
আপনাদের জন্য আরো
1.ফোন-ও সত্য-মিথ্যে ধরতে পারে জানেন ! ব্যাপারটা কী ?
2.Mobile নম্বর পাবেন পছন্দ অনুযায়ী ! কাস্টমাইজড ফোন নম্বর পাওয়ার উপায় জেনে নিন
3.Google Pixel আনল দুর্দান্ত ফিচার ! ফোনে কথা শেষ হলেই কথোপকথনের লিখিত রূপ হাতের মুঠোয়