আর জি কর কান্ডকে কেন্দ্র করে নতুন একটি ব্যাপার পলিগ্রাফ টেস্ট। এই যন্ত্র নাকি সহজেই ধরে ফেলতে পারবে কেউ যদি মিথ্যে কথা বলে। কিন্তু জানেন কি মিথ্যে ধরার এই যন্ত্র এখন আপনার হাতেও আছে ? এবার ভাবছেন তো বিষয়টা ঠিক কি ? চলুন জেনে নেওয়া যাক।
আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে তাড়াতাড়ি প্রথমে আপনার ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করে নিন। এরপর সার্চ করুন ‘লাই ডিটেক্টর’। তারপরই আপনি অনেকগুলি অ্যাপের অপশন পেয়ে যাবেন। এরপর আপনার পছন্দ মতো একটি অ্যাপ ডাউনলোড করে নিন। একেকটি অ্যাপ কাজ করবে একেক রকমভাবে। কোনও একটি অ্যাপে আপনি প্রশ্ন করার সময়, আপনি যাকে প্রশ্ন করবেন তাঁর আঙুল মোবাইলের স্ক্রিনে ছুঁইয়ে রাখতে হবে। এরপর একের পর এক প্রশ্ন করতে থাকবেন। আর উত্তর পাওয়া মাত্র কোনওটিতে দেখাবে ‘লাই’ এবং কোনওটিতে দেখাবে ‘ট্রুথ’। তবে এই অ্যাপটির বিশ্বাসযোগ্যতা যাচাই করেনি প্রতিদিন ডিজিটাল। এই অ্যাপটি আদৌ সত্য-মিথ্যে ধরতে পারে কি না, তা একেবারেই স্পষ্ট নয়। তবে, এই অ্যাপটি মজার ছলেও ব্যবহার করতে পারবেন।
জানা গেছে, এই পলিগ্রাফ টেস্টের সাথে লাই ডিটেক্টর অ্যাপের কোনও মিল নেই। কোনও কেসে তদন্ত করার সময় টেস্টের ক্ষেত্রে যে মেশিনটি ব্যবহার করা হয়, সেটি পলিগ্রাফ যন্ত্র (লাই ডিটেক্টর মেশিন)। যে ব্যক্তির পলিগ্রাফ টেস্ট করা হয় তাঁর শ্বাস-প্রশাসের পদ্ধতি বলে দেয় কোন তথ্যটি ঠিক আর কোন তথ্যটি ভুল। আবার হৃদস্পন্দন ও রক্তচাপ বাড়া-কমাতেও বোঝা যায় সত্য-মিথ্যের তফাদ। শরীরের মস্তিস্ক প্রশ্নের উত্তরে কীভাবে সাড়া দিচ্ছেন তা পলিগ্রাফে প্রকাশিত হয়। সঠিক উত্তর পেতে অনেকগুলি অপশন দিয়ে অভিযুক্তের শরীরের ভাষার বদল খেয়াল করলেই পাওয়া যায় সেই প্রশ্নের উত্তর। তবে এই পলিগ্রাফ টেস্টের রিপোর্টও একশো শতাংশ ভরসাযোগ্য কি না, তা নিয়ে মতভেদ রয়েছে।
আপনাদের জন্য আরো
1.Mobile নম্বর পাবেন পছন্দ অনুযায়ী ! কাস্টমাইজড ফোন নম্বর পাওয়ার উপায় জেনে নিন
2.Google Pixel আনল দুর্দান্ত ফিচার ! ফোনে কথা শেষ হলেই কথোপকথনের লিখিত রূপ হাতের মুঠোয়
4.স্মার্টফোন বারবার স্লো হয়ে যায়, হ্যাং করে ? সমস্যা মেটান এক নিমেষে, রইল ৬টি টিপস