আধুনিক বিশ্বে সকলেই যে যার জীবন নিয়ে ব্যস্ত। ব্যস্ততম জীবনযাপনের সময়ে বাড়ির কাজকর্মে অনেকটা সাহায্য করে ইলেকট্রনিক যন্ত্র। চটজলদি রান্না থেকে শুরু করে খাবার গরম করার জন্য আছে মাইক্রোওভেন, অতিরিক্ত গরমের থেকে মুক্তি পেতে আছে এসি ও কাপড়-জামা কেচে কেচে হাত আর কাঁধে ব্যথা যাতে না হয় তার জন্য আছে ওয়াশিং মেশিন এই সব আর কি। এখনকার দিনে বেশিরভাগ বাড়িতেই এইসব জিনিসগুলো দেখা যায়। অন্তত ওয়াশিং মেশিন তো দেখা যায়ই যায়। হাতে জামা-কাপড় কাচার দিন এখন শেষ বললেই চলে।
তবে, মূল কথা হল, ওয়াশিং মেশিন ব্যবহার করার অনেকগুলি নিয়ম রয়েছে। ওয়াশিং মেশিন কিভাবে চালাতে হয়, সেই নিয়মের কথা এখানে বলা হচ্ছে না। বলা হচ্ছে ওয়াশিং মেশিনের অতিরিক্ত অন্য কিছু বিষয়ের কথা। যেমন, ওয়াশিং মেশিনে গরম জলের বদলে ঠান্ডা জল ব্যবহার করা, কড়া ডিটারজেন্টের বদলে নরম লিকুইড ফ্যাব্রিক ওয়াশ ব্যবহার করা, মেশিনের যা ক্ষমতা তার চেয়ে বেশি জামা-কাপড় না কাচা ইত্যাদি। এগুলি ওয়াশিং মেশিনে জামা-কাপড় কাচার একেবারে প্রথম শর্ত।
এরপর শুধু নব ঘোরানোর পালা বা বোতাম টেপার পালা অর্থাৎ যার মেশিনের যেমন সিস্টেম আর কি। কিন্তু এই জায়গায় এসেই আমরা অনেকেই একটা বড়সড় ভুল করে ফেলি। আর সেই ভুলের প্রভাব গিয়ে পরে জামা-কাপড়ে, মেশিনে এবং আমাদের স্বাস্থ্যের ওপর।
আমরা কি করি, মেশিনে জল ভরে, জামা-কাপড় ফেলে, ডিটারজেন্ট দিয়ে কাচাকুচি শুরু করে দিই। কিন্তু কাচাকুচি শুরু করার আগে সবসময় একটা জিনিস দেখে নিতে হয়। সেটা হল ওয়াশিং মেশিনের ফিল্টারে কতটা ময়লা জমে আছে তা একবার দেখে নেওয়া উচিত।
ওয়াশিং মেশিনের ফিল্টারে একটা সরু নাইলনের থলি আছে যা মেশিনের ভিতরে একটা খাঁজ কেটে আটকানো থাকে। ওটা প্রয়োজন অনুসারে খোলা এবং লাগানো যায়। জামা-কাপড় কাচার সময় সুতো, চুল, ময়লা এগুলো ওই থলিতে জমা হয়।
তাই ওয়াশিং মেশিনে জামা-কাপড় কাচার আগে প্রতিবারই ওই থলিটা পরিষ্কার করে নেওয়া উচিত। এর ফলে থলিটাই জমে থাকা ময়লা জামা-কাপড়ে লাগবে না। জামা-কাপড় আর মেশিন দুই থাকবে ব্যাকটেরিয়াহীন। জামা-কাপড় কেচে ওঠার পরে, কাপড়ে ওই ময়লার রোঁয়া জমে থাকবে না। ফলে, আমাদের স্বাস্থ্যও ভাল থাকবে।
আপনাদের জন্য আরো
1.ISRO- র ঐতিহাসিক পদক্ষেপ SSLV-D3 রকেট লঞ্চ
3.Instagram এবার ‘ম্যাপ ফিচার’ নিয়ে হাজির ! ব্যপারটা কী ?
4.Google Photos AI এডিটিং টুল, এখন সবার জন্য বিনামূল্যে ! ব্যাকগ্রাউন্ড মোছা, এফেক্ট দেওয়া খুব সহজ