বর্তমানে Jio, Airtel ও Vodafone-এ রিচার্জ বাড়ার কারণে লাখ লাখ গ্রাহক সরকারি টেলিকম অপারেটর BSNL-এর দিকে ঝুঁকছেন। Jio, Airtel ও Vodafone-এ দাম বাড়ার পর অধিকাংশ গ্রাহক BSNL-এ পোর্ট করিয়ে নিচ্ছে। এদিন BSNL-এর ঘর ওয়াপসি নিয়ে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেন যে, BSNL -এর গ্রাহক সংখ্যা আগের থেকে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
ইতিমধ্যে BSNL ৪জি পরিষেবা দিতে শুরু করে দিয়েছে। একটি সূত্র দাবি করেছে, BSNL আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে নিজস্ব ৫জি প্রযুক্তি প্রস্তুত করার পরিকল্পনা নিয়েছে। এই সরকারি টেলিকম সংস্থায় আবার ফের গ্রাহকরা ফিরে আসছেন, তাতে খুশি কেন্দ্র। বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে সংস্থার মনোবল আরও বাড়বে। সংস্থা পরিষেবা উন্নত করার লক্ষ্যে আরও সাহস পাবে।
BSNL-এর ৪জি ও ৫জি রোডম্যাপ
BSNL পুরনো পরিকাঠামো বদলে নতুন পরিকাঠামো ও টাওয়ার স্থাপনের কাজ শুরু করেছে। কেন্দ্রের দাবি, BSNL-এর ৪জি নেটওয়ার্ক ৫জি নেটওয়ার্কেও স্থানান্তর করা যাবে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, আত্মনির্ভর ভারতের অধীনে BSNL-এর নিজস্ব ৪জি নেটওয়ার্ক প্রস্তুত।
৪জি স্ট্যাক, কোর সিস্টেম এবং নেটওয়ার্ক পরিকাঠামো, যাকে সব মিলিয়ে একসাথে বলা হয় রেডিয়েশন অ্যাক্সেস নেটওয়ার্ক। জানা গেছে, BSNL ইতিমধ্যে এই পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু করে দিয়েছে। সংস্থার দাবি, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে দেশের সব জায়গায় ৪জি পরিষেবা পাওয়া যাবে।
BSNL-এর এই ৪জি নেটওয়ার্ক যত তাড়াতাড়ি কার্যকরী হবে, তত তাড়াতাড়ি সংস্থা ৫জি পরিষেবা চালু করতে পারবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এখনও অনেক আধুনিক পরিকাঠামো এবং সঠিক রোডম্যাপের দরকার আছে বলে। দেশের সমস্ত জায়গায় ৪জি নেটওয়ার্ক বসানোর জন্য BSNL-এর সঙ্গে জোট বেধেছে TCS, তেজাস নেটওয়ার্ক এবং সি-ডটের মতো দেশীয় সংস্থা।
সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, BSNL এই চলতি বছর অক্টোবরের মধ্যে ৮০ হাজার ৪জি টাওয়ার বসাবে। আরও ২০ হাজার টাওয়ার বসানো হবে মার্চ, ২০২৫-এর মধ্যে। যা পরিষেবা উন্নত করার পাশাপাশি, বেসরকারি সংস্থাগুলির দৌড়ে টিকে থাকতে সাহায্য করবে BSNL-কে।
প্রসঙ্গত, গত জুলাইয়ে দেশের তিন শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা রিচার্জের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এমন সিদ্ধান্ত নেওয়ার ফলে অধিকাংশ গ্রাহক BSNL-এ পোর্ট করাতে বাধ্য হয়। গত মাসে প্রকাশিত ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ২ লাখ ৫০ হাজার মানুষ অন্যান্য সিম থেকে BSNL-এ পোর্ট করিয়ে নিয়েছেন।
আপনাদের জন্য আরো
1.স্মার্টফোন বারবার স্লো হয়ে যায়, হ্যাং করে ? সমস্যা মেটান এক নিমেষে, রইল ৬টি টিপস
2.ইউটিউব ছাড়া আমাদের একদিনও চলে না, জানেন কি ইউটিউব তৈরি করেছিলেন এক বাঙালি ?
3.Amazon থেকে ফোন কিনুন ! আর পেয়ে যান, গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যালে বিরাট ছাড়
4.ফেসবুক মেসেঞ্জারে মেসেজ পিন করার উপায় ! আর খুঁজতে হবে না স্ক্রল করে, দেখে নিন এক নজরে