WhatsApp বন্ধ করতে চলেছে ভারতে পরিষেবা ! কি জানাল সংস্থা ?

সারা বিশ্ব জুড়ে মেসেজিং অ্যাপের জন্য বিখ্যাত এই হোয়াটসঅ্যাপ। এবার ভারতে মেসেজ এনক্রিপশন ভাঙার নির্দেশ এল। জুকারবার্গের সংস্থা হোয়াটসঅ্যাপে আগেই বলেছিল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কথা। নতুন করে চর্চায় আবার সেই সমস্যা। কংগ্রেস সাংসদ রাজ্যসভায় হোয়াটসঅ্যাপের বক্তব্য জানতে চাইলেন। প্রশ্ন করা হয়েছে যে, জুকারবার্গ সংস্থার কি পরিকল্পনা, ভারতে পরিষেবা বন্ধ নিয়ে ? এই বিষয় নিয়ে চিন্তায় পড়েন ব্যবহারকারীরাও। কিন্তু জবাবে সম্প্রচার মন্ত্রী ও কেন্দ্রীয় তথ্য জানান, হোয়াটসঅ্যাপের তরফ থেকে এমন কোনও কথা জানানো হয়নি। তাই দুশ্চিন্তার কোনও কারণ নেই।

প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপকে ইউজারদের তথ্য সরকারকে জানাতে হবে। এমন এক নির্দেশিকাকে কেন্দ্র করে দিল্লি আদালতের দ্বারস্থ হয়েছিল সংস্থা। ওই নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছিল যে, সরকার এনক্রিপশন ভাঙার কোনওরকম নির্দেশ দিলে বা বাধ্য করলে, তারা ভারতে পরিষেবা বন্ধ করে দেবে। এই বিষয় সম্পর্কে কংগ্রেস সাংসদ কেন্দ্রের কাছে হোয়াটসঅ্যাপের অবস্থান জানতে চান। লিখিতভাবে তার জবাব দিয়েছেন, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, হোয়াটসঅ্যাপ বা মেটার তরফে এ সংক্রান্ত কোনও পরিকল্পনার কথা বলা হয়নি।

প্রসঙ্গত, ব্যবহারকারীদের তথ্যাদি প্রকাশের নির্দেশিকা নিয়ে আদালতে হোয়াটসঅ্যাপের বক্তব্য ছিল, এটা তাঁদের এন্ড টু এন্ড এনক্রিপশন নীতির বিরোধী। ইউজাররা নিরাপত্তার কারণেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। অন্যদিকে সরকারের বক্তব্য ছিল, IT রুল ২০২১ যদি চালু করা না হয়, তাহলে ফ্রড মেসেজ গুলির উৎপত্তিস্থল খোঁজা এজেন্সিগুলির কাছে কঠিন হয়ে যাবে। যার ফলে, ফ্রড মেসেজগুলি অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্মে ঘুরে বেড়াবে। সমাজে শান্তির সমস্যা হবে। তবে চিন্তার করার কিছু নেই, জুকারবার্গের সংস্থা এখনো অবধি এবিষয়ে কোনও সিদ্ধান্তের কথা জানায়নি।

আপনাদের জন্য আরো

1.হোয়াটসঅ্যাপ-এ ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ফাইল ! আসছে নতুন ফিচার

2.WhatsApp-এ খুব তাড়াতাড়ি হতে চলেছে বড় বদল ! ভেরিফায়েড ব্যাজ নিয়ে বিরাট খবর, কারা কারা পাবেন এই সুবিধা

3.Whatsapp-এ ছবি পাঠালে এবার এডিট করে দেবে AI ! ব্যাপারটা কি ?

4.Whatsapp -এ স্ক্রিন শেয়ারিং ফিচার ব্যবহার করার টিপস

Leave a Comment