প্যান কার্ড এমন একটি কার্ড যা আর্থিক বিষয়ের সঙ্গে জড়িত। তাই অনেকেরই ধারণা যে ১৮ বছর বয়স না হলে ছোটদের বা সন্তানদের এই কার্ড দরকার পরে না। কিন্তু দেশের ITR ফাইলিংয়ের নিয়মে বলে যে এক্ষেত্রে বয়সের কোনও নির্দিষ্ট সীমা ঠিক করে দেওয়া হয়নি।
অপ্রাপ্তবয়স্ক কোনও সন্তান যদি উপার্জনে সক্ষম হয়, তাহলে অবশ্যই তার প্যান কার্ডের দরকার হবে। কোনও সন্তান যদি মাসে ১৫ হাজার টাকা বা তার বেশি টাকা উপার্জন করে, তাহলে তাকে ITR ফাইলও করতে হবে। এখানেই এবার প্যান কার্ড থাকা দরকার হয়।
কখন অপ্রাপ্তবয়স্কের প্যান কার্ড দরকার হয়-
-যখন অভিভাবক সন্তানের নামে বিনিয়োগ করবেন।
-অভিভাবক সন্তানকে বিনিয়োগের ক্ষেত্রে মনোনীত করতে চাইলে।
-অভিভাবক সন্তানের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চাইলে।
-অপ্রাপ্তবয়স্ক সন্তান নিয়মিত উপার্জন করলে।
এই সবের ক্ষেত্রে, সন্তানের হয়ে অভিভাবককেই প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে। কারণ সন্তান যেহেতু অপ্রাপ্তবয়স্ক। সন্তানের হয়ে ITR ফাইল করাও অভিভাবকেরই দায়িত্ব।
এই প্রসঙ্গে আরও একটি বিষয় মনে রাখতে হবে- অপ্রাপ্তবয়স্কের প্যান কার্ডের যেহেতু তার ছবি ও সই থাকবে না, সেহেতু এটা প্রমান হিসেবে ব্যবহার করা যাবে না। যখন ১৮ বছর বয়স হবে তখন প্যান কার্ডটি আপডেট করে নেওয়া যাবে।
অপ্রাপ্তবয়স্কের প্যান কার্ড আবেদনের পদ্ধতি-
-প্যান কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে প্রথমে NSDL ওয়েবসাইটে যেতে হবে।
-ফর্ম 49A পূরণ করার জন্য সমস্ত নির্দেশাবলী পড়ে সঠিক বিভাগ নির্বাচন করে সমস্ত ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে।
-অপ্রাপ্তবয়স্কের বয়সের শংসাপত্র এবং পিতামাতার ছবিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করতে হবে।
-অভিভাবকের স্বাক্ষর আপলোড করতে হবে।
-১০৭ টাকা ফি দেওয়ার পড়ে ফর্মটি সাবমিট করতে হবে।
-একটি রসিদ নম্বর পাওয়া যাবে, যা আবেদনের স্টাটাস চেক করতে সাহায্য করবে।
-আবেদন করার পর একটি মেল আসবে কনফারমেশনের।
-ভেরিফিকেশনের ১৫ দিনের মধ্যে প্যান কার্ড রেজিস্টার করা ঠিকানায় পৌঁছবে।
অপ্রাপ্তবয়স্কের প্যান কার্ড আবেদনের সময়ে যে সব কাগজপত্র প্রয়োজন হবে-
-অপ্রাপ্তবয়স্কের বাবা-মায়ের ঠিকানা এবং পরিচয় প্রমাণ।
-আবেদনকারীর ঠিকানা এবং পরিচয় শংসাপত্র।
-পরিচয়ের প্রমাণ হিসাবে অপ্রাপ্তবয়স্কের অভিভাবককে যে কোনও একটি ডকুমেন্ট যেমন আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড জমা দিতে হবে।
-ঠিকানার প্রমাণের জন্য আধার কার্ড, পোস্ট অফিসের পাসবুক, সম্পত্তি রেজিস্ট্রেশন নথি বা বাসস্থান শংসাপত্র জমা দিতে হবে।
আপনাদের জন্য আরো
1.হোয়াটসঅ্যাপ-এ ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ফাইল ! আসছে নতুন ফিচার
2.২০ হাজার টাকার মোবাইল-এর দাম এবার কত হল ? বাজেটের পর খরচ কমে গেল অনেকটা !
3.WhatsApp-এ ই-চালান পাচ্ছেন ? সাবধান ! ফাঁদ পাতছে হ্যাকাররা
4.Microsoft Windows-এ বিশ্বজুড়ে গোলযোগ ! বন্ধ বিমানবন্দর থেকে ব্যাঙ্কিং পরিষেবা