হোয়াটসঅ্যাপ-এ ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ফাইল ! আসছে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপ মানেই প্রতিনিয়ত নতুনত্ব ব্যাপার। সবসময় নতুন নতুন ফিচার নিয়ে এসে মেটার অন্তর্গত এই মেসেজিং অ্যাপটি তা প্রমাণ করে দেয়। জানা গেছে, এবার হোয়াটসঅ্যাপ একটি নতুন দুর্দান্ত ফিচার নিয়ে কাজ করছে। এই মেসেজিং অ্যাপটি এবার ইন্টারনেট ছাড়াই ফাইল শেয়ার করার সুযোগ করে দিতে চলেছে। সম্প্রতি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ঘোষণা হয় গেলেও, খুব তাড়াতাড়ি IOS ইউজারদের জন্যও জুকারবার্গের সংস্থা এই আপডেটটি আনতে চলেছে।

ওয়েবিটাইনফোর এক রিপোর্টে দাবি করা হয়েছে, অ্যান্ড্রয়েড ও IOS-এর ক্ষেত্রে ফাইল শেয়ার করার পদ্ধতি হবে আলাদা। বলা যায়, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ‘নিয়ারবাই শেয়ারিং’ অপশন থাকবে ও আইফোনের এয়ারড্রপের মতোই এর সাহায্যে বড় ফাইল শেয়ার করা যাবে ইন্টারনেট ছাড়াই। কিন্তু হোয়াটসঅ্যাপ IOS ব্যবহারকারীদের জন্য আলাদা নিয়ম চালু করেছে। IOS ইউজারদের ক্ষেত্রে QR কোড স্ক্যান করে ফাইল শেয়ার করা যাবে। তবে এখনও এই দুই ধরণের পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে।

সংস্থা কেমন চিন্তা-ভাবনা করছে ? হোয়াটসঅ্যাপে অনেক সময় হাই কোয়ালিটি ফটো, ভিডিও বা ডকুমেন্ট পাঠানোর সময় ইন্টারনেট সংযোগে সমস্যা হয়। বহু এলাকাতে এখনও ইন্টানেট সংযোগ খুব স্লো থাকে। এই জন্য সংস্থা মনে করছে এই ফিচারটি দারুন উপকারী হবে বলে। প্রসঙ্গত, এর ফলে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ কোনওভাবেই ব্যাহত হবে না।

আবার আর একটি বিষয়ও জানা গেছে, হোয়াটসঅ্যাপ এবার থেকে আলাদা আলাদা ভাষায় মেসেজ অনুবাদও করে দেবে। ওয়েবিটাইনফোর অনুসারে, নতুন ফিচারটিকে কাজে লাগিয়ে যে কোনও ভাষায় লেখা মেসেজকে, ইউজাররা নিজের পছন্দ মতো ভাষায় পড়তে পারবেন। মোবাইল ফোনে এই অপশনটিকে অন করে দিলেই সমস্ত মেসেজই স্বয়ংক্রিয় ভাবে অনুবাদ করে দেবে নতুন এই ফিচার। সংস্থার মতে, এমন পদ্ধতিতে দারুন সুবিধা পাওয়া যাবে। অন্য কোনও ভাষার মেসেজকে নিজের যে ভাষা সেই ভাষায় অনায়াসে রূপান্তরিত করে নেওয়া যাবে।

আপনাদের জন্য আরো

1.WhatsApp-এ খুব তাড়াতাড়ি হতে চলেছে বড় বদল ! ভেরিফায়েড ব্যাজ নিয়ে বিরাট খবর, কারা কারা পাবেন এই সুবিধা

2.Whatsapp-এ ছবি পাঠালে এবার এডিট করে দেবে AI ! ব্যাপারটা কি ?

3.Whatsapp -এ স্ক্রিন শেয়ারিং ফিচার ব্যবহার করার টিপস

4.খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড ফোন গুলি তে এবং আইফোন গুলিতে হোয়াটসঅ্যাপ কাজ করবে না, এই তালিকায় আপনার ফোন নেই তো? 

Leave a Comment