যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে ততই বেড়ে চলেছে হোয়াটসঅ্যাপ নির্ভরশীলতা। আর এটিকে কাজে লাগিয়ে হ্যাকাররা নতুন নতুন ফাঁদ পাতছে। এই মুহূর্তে হ্যাকারদের এক নতুন ফাঁদের কথা জানা গেছে। ব্যাবহারকারীদের ই-চালান পাঠিয়ে কনফিউজ করা হচ্ছে। আর এই ফাঁদে একবার পা দিলেই সর্বনাশ।
আসল ব্যাপারটা ঠিক কি ? জানা গেছে, জালিয়াতরা নাকি সড়ক ও পরিবহন মন্ত্রী বা কর্নাটক পুলিশের নাম করে ‘জাল’ চালান পাঠাচ্ছে । সেই চালানে দাবি করা হচ্ছে যে, ট্র্যাফিক আইন ভাঙার কারণে জরিমানা করা হচ্ছে ওই ব্যবহারকারীকে। জালিয়াতরা একটি লিঙ্কও পাঠায় ওই টাকা দেওয়ার জন্য। যদি কেউ ওই লিঙ্কে একবার ক্লিক করে ফেলে তাহলেই সর্বনাশ। ওই লিঙ্কে ক্লিক করার পর একটি অ্যাপ ইনস্টল হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। প্রক্রিয়া চলাকালীন অ্যাপটি নানা ধরণের অ্যাক্সেস চাইতে থাকে। এর মধ্যে কনট্যাক্ট, ফোন নম্বর, এসএমএস এমনকী সেটাই ‘ডিফল্ট’ মেসেজিং অ্যাপ হিসেবে ব্যবহার করার অনুমতিও রয়েছে। একবার সেই অনুমতি দিয়ে যদি অ্যাপটি ইনস্টল করে ফেলা হয়, তাহলে ই-কমার্স অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয় জালিয়াতরা। এখনও অবধি খবর পাওয়া গেছে ৪ হাজার ৪০০ ডিভাইসে হামলা চালিয়েছে হ্যাকাররা। আমাদের দেশে সবচেয়ে বেশি গুজরাটের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তারপর তালিকায় রয়েছে কর্নাটক, সেখানেও অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এছাড়াও সারা দেশে জাল ই-চালান পাঠানোর ফাঁদ পাতছে হ্যাকাররা।
কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন
অ্যাপ পারমিশনের বিষয়টি নিয়মিত রিভিউ করুন।
অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন।
ব্যাঙ্কিং ও অন্যান্য স্পর্শকাতর পরিষেবার ক্ষেত্রে অ্যালার্ট অন রাখুন।
গুগল প্লে স্টোরের মতো বিশ্বস্ত জায়গা থেকেই অ্যাপ ডাউনলোড করুন।
সন্দেহজনক এসএমএস পরিষেবার বিষয়েও সতর্ক থাকুন।
হোয়াটসঅ্যাপের পাশাপাশি ইমেল ও অন্যান্য পরিষেবার ক্ষেত্রেও জালিয়াতরা ফাঁদ পাতে। নতুন নতুন পন্থা ব্যবহার করে থাকে জালিয়াতরা। সেই জন্য বিশেষজ্ঞরা বলছেন, এই বিপদ থেকে বাঁচতে ইন্টারনেট ব্যবহারের সময় সতর্ক থাকতে।
আপনাদের জন্য আরো
2.Whatsapp-এ ছবি পাঠালে এবার এডিট করে দেবে AI ! ব্যাপারটা কি ?
3.Whatsapp -এ স্ক্রিন শেয়ারিং ফিচার ব্যবহার করার টিপস
4.WhatsApp -এর নতুন ফিচার ! ভয়েস নোট শোনায় সমস্যা ? টেক্সট রূপান্তর করে দেবে এই নয়া ফিচার