Phone-এর ব্যাটারি গরমে ফেটে যেতে পারে, বিপদ এড়াতে ৫টি বিষয়ে সাবধান থাকুন

আমাদের ভারতে গ্রীষ্মকালে অতিরিক্ত তাপমাত্রার হওয়ার কারণে ইলেকট্রনিক জিনিসপত্রে একটু বেশি যত্ন নেওয়া প্রয়োজন। কারণ ইলেকট্রনিক জিনিস চালালে তা নিজে নিজেই কিছুটা গরম হয়ে যায়। আবার এর সঙ্গে রয়েছে গ্রীষ্মকালীন দুনিয়ায় কাঠফাটা গরম। এই সব মিলে খুব বাজে অবস্থা হয়। এমন পরিস্থিতিতে অনেক সময় দেখা যায় মোবাইল ফোনও গরম হয়ে আগুন হয়ে যাচ্ছে। আগে থেকে সচেতন না হলে বড়সড় বিপদ ঘটে যেতে পারে। অতিরিক্ত গরমের জন্য ফোনের ব্যাটারিতে বিস্ফোরণ হতে পারে। বিপদ যাতে না ঘটে তার জন্য এই ৫টি বিষয় থেকে সাবধান থাকুন।

১. অনেক্ষন বা একটানা ফোন চার্জ করা উচিত নয়। প্রতিটি ব্যাটারির চার্জ নেওয়ার ক্ষমতা সীমীত। সেই জন্য একটানা পাঁচ-সাত ঘন্টা চার্জ না দিয়ে খেপে খেপে চার্জ দিন। চার্জে বসানো অবস্থায় মোবাইল ফোন গরম হয়ে গেলে, চার্জিং প্লাগটির সুইজ বন্ধ করে দিন।

২. সবসময় খেয়াল রাখতে হবে, ফোন যেন বেশিক্ষন রোদে না থাকে। এমনিতেই গরমকালে ফোন গরম হয়ে থাকে, তার ওপরে আবার যদি রোদে পোড়ে তাহলে বিপদের সম্ভবনা বাড়বে। সেই জন্য এই বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে হবে।

৩. বাজারে যেসব কোম্পানি গুলো চলে তারা নানা দাবি করে থাকে, তবে মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা প্রায় শোনা যায়। এই বিস্ফোরণের কারণে অনেক সময় প্রাণহানিও হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে ফোন চার্জে দিয়ে কথা বললেও বিপদের সম্ভবনা থাকে। তাই এইসব কাজ গুলো ভুলেও করবেন না।

৪. যেসব ফোন খারাপ হয়ে যায়, সেইসব ফোনের ব্যাটারি তাড়াতাড়ি বদলে ফেলা উচিত। অনেক সময় দেখা যায় ফোনের পিছনে কিছু অংশে ফ্লুইড বেরিয়ে আসে, সেই ক্ষেত্রে সচেতন থাকতে হবে ও তাড়াতাড়ি ফোন পালটে ফেলতে হবে।

৫. কোনও কাজের শেষে যেমন নিজেকে বিশ্রাম দিতে হয়, ঠিক তেমনই ফোন ব্যবহার করার পরও ফোনকে বিশ্রাম দিতে হবে। তারপর ফোন ঠান্ডা হলে, তাপমাত্রা স্বাভাবিক হলে তবেই আবার ফোন ব্যবহার করা উচিত। ফোন গরম হয়ে গেলে কিছু সময়ের জন্য ফোনটিকে বন্ধ করেও রাখা যেতে পারে।

আপনাদের জন্য আরো

1.Mobile রিচার্জের খরচ বৃদ্ধিতে দুঃশ্চিন্তায় গ্রাহকরা, হস্তক্ষেপ করবে কেন্দ্র ? কি বললো TRAI

2.BSNL এখন ‘সস্তা’ ! Jio, Vodafone, Airtel বাড়িয়েছে প্ল্যান খরচ, গ্রাহকরা আগ্রহী বিএসএনএলে

3.নতুন ফোন কেনার পরিকল্পনা, জুলাই মাসে বাজারে আসছে দমদার স্মার্টফোন, দেখে নিন তালিকায়

4.সিম সোয়াইপ স্ক্যাম থেকে কিভাবে সুরক্ষিত থাকবেন ! জেনে নিন

Leave a Comment