টেলিকম পরিষেবা প্রদানকারীরা বিধিমত অনুষ্ঠান অনুসারে তাদের মাসুলের মূল্য প্রায় ২৬ শতাংশ বাড়িয়েছে, যা ৪ঠা জুলাই থেকে চালু হয়ে গেছে।
রিচার্জের বৃদ্ধি বাড়ার সময়েও BSNL সারা দেশে তার অনুগত গ্রাহকদের জন্য একটি পকেটসই অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে এসেছে- একটি নতুন প্ল্যান চালু করেছে ২৪৯ টাকার, যা উল্লেখযোগ্য সঞ্চয় এবং খুব সুন্দর সুবিধা প্রদান করবে।
বেসরকারি টেলিকম থেকে ক্রমবর্ধমান খরচ –
ইতিমধ্যে বেসরকারি টেলিকম কোম্পানিগুলি তাদের রিচার্জ প্ল্যান গুলির জন্য একটি উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধির ঘোষণা করেছে ।
Jio এবং Airtel-এর দাম বেড়েছে ৩রা জুলাই, ২০২৪ থেকে চালু হয়েছে।
Vodafone Idea-এর নতুন দাম ৪ঠা জুলাই, ২০২৪ থেকে চালু হয়েছে।
টেলিকম কোম্পানি গুলি এই রিচার্জ বৃদ্ধি করার ফলে গ্রাহকরা তাদের রিচার্জ প্ল্যানের জন্য প্রায় ৬০০ টাকা বেশি অর্থ ব্যয় করছে, যার জন্য তাদের পকেটে ভালোই চাপ পড়ছে।
BSNL-এর ২৪৯ টাকার প্ল্যান –
বর্তমান সময়ে যে হারে রিচার্জের দাম বাড়ছে, সেখানে BSNL একটি নতুন প্ল্যান চালু করেছে ২৪৯ টাকার। যা BSNL গ্রাহকদের যথেষ্ট স্বস্তি দেবে। এই প্ল্যানের অফার সম্পর্কে বিবরণ দেওয়া হল:
নতুন এই ২৪৯ টাকার প্ল্যানটি ৪৫ দিন অবধি চলবে, যা সাধারণ প্ল্যানগুলির তুলনায় তুলনামূলকভাবে দীর্ঘ।
ভারতের মধ্যে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং।
মোট ৯০ GB ডেটা, যা প্রতিদিন 2GB -এর সমান।
প্রতিদিন ১০০টি SMS ফ্রি।
কম দামে একটি ব্যাপক পরিকল্পনা করেছে BSNL। এমন পরিকল্পনা করার উদ্দেশ্য হল গ্রাহকদের টাকা কিছুটা সেভ হবে ও সাথে সাথে ব্যবহারকারীদের উপর আর্থিক বোঝাটাও কমবে।
BSNL-এর বিরুদ্ধে Airtel-এর প্ল্যান –
BSNL-এর নতুন প্ল্যানকে পরিপ্রেক্ষিতে রাখতে, কোনটি ভাল তা জানতে আসুন এটিকে Airtel-এর অফার গুলির সঙ্গে তুলনা করা যাক –
Airtel-এর ২৪৯ টাকার প্ল্যান:
Airtel-এর এই রিচার্জ ২৮ দিনের জন্য বৈধ।
প্রতিদিন পাওয়া যাবে ১ GB ডেটা।
BSNL-এর ২৪৯ টাকার প্ল্যান:
BSNL-এর এই প্ল্যানটি ৪৫ দিনের জন্য বৈধ।
প্রতিদিন ২ GB ডেটা।
BSNL-এর নতুন এই প্ল্যানটি ব্যবহারকারীদের অতিরিক্ত ১৭ দিনের পরিষেবা প্রদান করে না বরং এই একই মূল্যে Airtel-এর প্ল্যানের তুলনায় এটি দৈনিক ডেটা ভাতাকে দ্বিগুন করে।
BSNL-এর কৌশল –
দিন দিন বেসরকারি টেলিকম কোম্পানিগুলি তাদের প্ল্যানের দাম বাড়িয়েই চলেছে। অন্যদিকে BSNL গ্রাহকদের রিচার্জ করার ক্ষমতার কথা মাথায় রেখে একটি সাশ্রয়ী প্ল্যান চালু করেছে। কম খরচে দীর্ঘ মেয়াদ এবং আরও ডেটা প্রদানের মাধ্যমে, BSNL প্রতিযোগিতামূলক টেলিকম বাজারে গ্রাহক-বান্ধব বিকল্প হিসাবে নিজেকে তুলে ধরতে চায়।
আপনাদের জন্য আরো
1.Flipkart হাজির হয়েছে নতুন ফিচার নিয়ে ! কেনাকাটার মাঝেই এবার বিল পেমেন্টের সুযোগ
2.আধার-সিম সংযোগের ‘ফাঁদ’ ! প্রতারকদের ফাঁদে পড়ে ৮০ লক্ষ্য টাকা খোয়ালেন মহিলা
3.ইনস্টাগ্রাম-এ ব্লক করেছে প্রিয়জন ? বুঝবেন কিভাবে ? সহজ ৫ টি টিপসেই সবটা বুঝে যাবেন
4.Whatsapp-এ ছবি পাঠালে এবার এডিট করে দেবে AI ! ব্যাপারটা কি ?