প্রতিদিন কোনো না কোনো কারণে বেড়েই চলেছে অনলাইন প্রতারণা। রোজই কত মানুষ প্রতারকদের পাতা ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন। এবার সামনে আসলো চন্ডীগড়ের এক মহিলার একসাথে ৮০ লক্ষ টাকা হারানোর খবর। এই ফাঁদে পা দেওয়ার জন্য ব্যবহার করেছে আধার ও সিম-এর লিঙ্ক।
বিষয়টি ঠিক কি ঘটেছিল ? জানা গেছে, এক অচেনা নম্বরে কল আসে ওই মহিলাটির কাছে। কলে যে ব্যক্তিটি ছিলেন, সে নিজেকে মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চের পুলিশ অফিসার বলে পরিচয় দেয়। ফোন করে সেই ব্যক্তি বলেন, ওই মহিলার আধার-এর তথ্য ব্যবহার করে একটি সিম তোলা হয়েছিল। ওই সিমটি ব্যবহার করে ২৮ টি আর্থিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। যেহেতু সিমটি ওই মহিলাটির নামে আছে, তাই যে কোনও সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারে।
এমন ঘটনার কথা শুনে স্বাভাবিক যে-কেউ ঘাবড়ে যাবে। ঠিক একইভাবে এই পরিস্থিতির কথা শুনে ওই মহিলাটিও ঘাবড়ে যান। তারপরই অফিসাররূপী প্রতারক ওই মহিলাটির থেকে চেয়ে বসেন ৮০ লক্ষ টাকা। প্রতারক দাবি করেন, একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি জমা করতে হবে। তার সাথে এটাও বলে যে, যদি মহিলাটি নিরপরাধ বলে প্রমাণিত হন, তাহলে তাঁর টাকা তাকে ফেরত দিয়ে দেওয়া হবে। প্রতারকদের পাতা ‘ফাঁদে’ পা দিয়ে দেয় মহিলাটি আর সত্যিই ওই টাকা গুলো দিয়ে দেন মহিলা। ঠিক তার পরই তিনি বুঝতে পারেন, তিনি কি ভুল করে ফেলেছেন ! কাজ শেষ হয়ে গেলেই ‘উধাও’ হয়ে যায় প্রতারক। মহিলাটি বুঝতে পেরে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানাই। তদন্তকারীরা পুরো বিষয়টি খুঁটিয়ে দেখছেন।
প্রসঙ্গত, যেভাবে অনলাইন প্রতারকরা প্রতি মুহূর্তে নতুন নতুন কৌশল অবলম্বন করে চলেছে তাতে জল যে বিপদসীমার উপর দিয়ে বইছে সে ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল। তাই কয়েকটি বিষয় মাথায় রেখে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
কোনও অচেনা নম্বরে কল এলে সবসময় কলারের পরিচয় সম্পর্কে আগে নিচিত হতে হবে। মনে রাখবেন, কখনও ব্যক্তিগত তথ্য বা টাকা দেয়ে কোনও দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ফোন করবেন না।
কোনও সন্দেহজনক ফোন পেলে নিজের বন্ধু, আত্মীয় বা অন্য নিকটজনদের সঙ্গে পরামর্শ করুন। নিশ্চিত না হয়ে কোনও ধরনের পদক্ষেপ করবেন না।
কোনও পরিস্থিতিতেই ফোনে আধার নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বররে মতো সংবেদনশীল তথ্য দেবেন না।
কোনও তদন্তকারী সংস্থা কখনও ফোন করে এই ধরনের বিষয়ে কথা বলে না। যথাযথ আইনি পদক্ষেপ করে তারা।
সবচেয়ে যেটা জরুরি তা হল সতর্ক থাকা। কোন ধরনের অনলাইন প্রতারণা সম্প্রতি দেখা যাচ্ছে, সেবিষয়ে খবর থাকলে সহজে কোনও ফাঁদে ফেলা যাবে না।
আপনাদের জন্য আরো
1.ইনস্টাগ্রাম-এ ব্লক করেছে প্রিয়জন ? বুঝবেন কিভাবে ? সহজ ৫ টি টিপসেই সবটা বুঝে যাবেন
2.Whatsapp-এ ছবি পাঠালে এবার এডিট করে দেবে AI ! ব্যাপারটা কি ?
3.চুরি হয়ে গেল বিশ্বের ৯৯৫ কোটি পাসওয়ার্ড ! খুব বড় সুখবর দিল হ্যাকাররা
4.এয়ারটেল-এর সাড়ে ৩৭ কোটি গ্রাহকের তথ্য হ্যাক করেছে ! বিতর্কের মধ্যে মুখ খুলল সংস্থা