এয়ারটেল-এর সাড়ে ৩৭ কোটি গ্রাহকের তথ্য হ্যাক করেছে ! বিতর্কের মধ্যে মুখ খুলল সংস্থা

জানা গেছে সাড়ে ৩৭ কোটি এয়ারটেল গ্রাহকের তথ্য হাত করে নিয়েছে হ্যাকারা। নেট দুনিয়ায় এমনই কিছু কথা জানা যাচ্ছে। আবার হ্যাকারা ওই তথ্য গুলো বিক্রি করার চেষ্টাও করছে। কিন্তু এই খবরের পাত্তা দিলো না এয়ারটেল। টেলিকম সংস্থা জানিয়েছে, সংস্থার ইমেজ নষ্ট করার জন্যই এই ধরণের ঘটনা রটানো হচ্ছে। গ্রাহকদের তথ্য হাত করে নেওয়ার অভিযোগের কোনও আবশ্যকতা নেই।

এয়ার ইন্ডিয়া টেকের মুখপাত্র জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় একটি রিপোর্ট ছড়িয়েছে যে, এয়ারটেলের গ্রাহকদের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। এটা এয়ারটেলের উদ্দেশ্যে ইমেজ নষ্ট করার প্রচেষ্টা মাত্র। টেলিকম সংস্থা সম্পূর্ণভাবে তদন্ত চালাচ্ছে। নিশ্চিত ভাবে বলা যায়, এয়ারটেলর সিস্টেমে কোনও ধরণের চালাকি করা হয়নি।

ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, হ্যাকাররা নাকি হাত করে নিয়েছে কোটি কোটি এয়ারটেল গ্রাহকদের নাম, মোবাইল নম্বর, ঠিকানা, জন্মের তারিখ, বাবার নাম, লিঙ্গ ও নাগরিক পরিচয়, ইমেল আইডি, ছবি, আধার নম্বরসহ- সমস্ত কিছু তথ্য। আবার এটাও দাবি করেছে, এয়ারটেলের সার্ভারে ঢুকে সেখান থেকে হাতিয়ে নেওয়া এই তথ্যের দাম ৫০ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪১ লক্ষ টাকা। এটি বিক্রি করে দেওয়া হবে। অতীতে হ্যাকাররা নাকি বিদেশ মন্ত্রকের তথ্যও চুরি করেছিল।

এয়ারটেল গ্রাহকদের তথ্য চুরি যাওয়ার কথা সংস্থা অস্বীকার করলেও, অতীতে নানা ভারতীয় তথ্য চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। এই করণের জন্যই গ্রাহকদের সতর্ক থাকা উচিত। যেমন- নিয়ম করে পাসওয়ার্ড চেঞ্জ করা, নিজেদের ব্যাঙ্ক ও ক্ৰেডিট কার্ডের স্টেটমেন্ট খুব ভাল করে খুঁটিয়ে দেখা, অনলাইন অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা ও কোনো রকম সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা ইত্যাদি।

আপনাদের জন্য আরো

1.Smart AI ল্যাপটপ নিয়ে আসলো Samsung যা ম্যাকবুকের থেকেও দামি

2.এসি বর্ষাকালেও চালান ? ‘এই’ ছোট ছোট ভুল গুলো করছেন না তো ! হু হু করে বাড়বে খরচ

3.Mobile রিচার্জের খরচ বৃদ্ধিতে দুঃশ্চিন্তায় গ্রাহকরা, হস্তক্ষেপ করবে কেন্দ্র ? কি বললো TRAI

4.Whatsapp -এ স্ক্রিন শেয়ারিং ফিচার ব্যবহার করার টিপস

Leave a Comment