BSNL এখন ‘সস্তা’ ! Jio, Vodafone, Airtel বাড়িয়েছে প্ল্যান খরচ, গ্রাহকরা আগ্রহী বিএসএনএলে

আজ বুধবার, ৩ জুলাই থেকে বাড়ল Jio, Vodafone ও Airtel -এর প্ল্যানের খরচ। দাম বেড়েছে প্রি-পেইড ও পোস্ট পেইড সব প্ল্যানেরই। কিন্তু খরচ বারাইনি BSNL -এর। চালু রেখেছে তারা পুরনো রিচার্জ প্ল্যানই। তাই অন্যান্য টেলিকম সংস্থার থেকে BSNL প্ল্যান এখন অনেক সস্তা। এখন যাঁরা BSNL -এর গ্রাহক ও যাঁরা অন্য টেলিকমের গ্রাহক, তাঁরা যদি নিজেদের নেটওয়ার্ক ছেড়ে নতুন করে BSNL -এ যোগ হওয়ার কথা ভেবে থাকেন তাহলে তাঁদের জন্যও একই প্ল্যান থাকবে।

BSNL -এর প্ল্যান গুলো দেখে নেওয়া যাক

১০৭ টাকার প্ল্যান : এই প্ল্যানের ভ্যালিডিটি আছে ৩৫ দিনের। ভয়েস কল ২০০ মিনিট ও সাথে ৪ জি ডেটা ৩ জিবি।

১০৮ টাকার প্ল্যান : যাঁরা অন্য টেলিকম সংস্থা থেকে নতুন করে BSNL -এ যোগ হবে তাঁদের জন্য থাকবে ‘ফার্স্ট রিচার্জ কুপন’ ১০৮ টাকার রিচার্জ। ২৮ দিনের এই প্ল্যানে আছে আনলিমিটেড কলের সুবিধা। আর রয়েছে ১ জিবি ৪ জি ডেটা।

১৯৭ টাকার প্ল্যান : BSNL -এর এই রিচার্জ প্ল্যান ৭০ দিনের জন্য। আনলিমিটেড কলের সুবিধা রয়েছে ও আছে ৪ জি ডেটা ২ জিবি করে। প্রথম ১৮ দিনে পাওয়া যাবে ১০০ টি এসএমএসও।

১৯৯ টাকার প্ল্যান : এই প্ল্যানটি রয়েছে ৭০ দিনের জন্য। প্রতিদিন ২ জিবি ডেটা ৪ জি করে এবং আনলিমিটেড কল রয়েছে।

৩৯৭ টাকার প্ল্যান : ১৫০ দিনের জন্য এই প্ল্যান। পাওয়া যাবে আনলিমিটেড কল। আর প্রথম ৩০ দিনের জন্য থাকবে ২ জিবি ৪ জি ডেটা।

৭৯৭ টাকার প্ল্যান : এই প্ল্যানে আছে ৩০০ দিনের আনলিমিটেড কল এবং প্রথম ৬০ দিনের জন্য থাকবে প্রতিদিন ২ জিবি ডেটা।

১৯৯৯ টাকার প্ল্যান : যাঁরা সারাবছরের রিচার্জ একেবারে করে নিতে চান তাঁদের জন্য এই প্ল্যানটি উপকারী। এই প্ল্যানে ৩৬৫ দিনের ভ্যালিডিটি আছে। সাথে আছে ৬০০ জিবি ৮ জি ডেটা, একদম আনলিমিটেড ডেটা। এছাড়াও একাধিক থার্ড পার্টি সার্ভিসের সাবস্ক্রিপশনের সুযোগও করে দেয় বার্ষিক এই প্ল্যান।

আপনাদের জন্য আরো

1.নতুন ফোন কেনার পরিকল্পনা, জুলাই মাসে বাজারে আসছে দমদার স্মার্টফোন, দেখে নিন তালিকায়

2.সিম সোয়াইপ স্ক্যাম থেকে কিভাবে সুরক্ষিত থাকবেন ! জেনে নিন

3.Mobile নেটওয়ার্ক-এর সমস্যা ? সহজেই মুক্তি পাওয়ার উপায় জেনে নিন

4.Phone বন্ধ হয়ে যেতে পারে KYC আপডেট না করলে ! প্রতারকদের নির্দেশ মেনে ৯ টিপলেই সর্বনাশ

Leave a Comment