সিম সোয়াইপ স্ক্যাম থেকে কিভাবে সুরক্ষিত থাকবেন ! জেনে নিন

সিম বদলানোর ঝামেলাতে প্রতারকরা সিকিউরিটি ব্যবস্থা বাইপাস করার জন্য ফোন নম্বরের উপর নিয়ন্ত্রণ লাভ করে থাকে। এই ক্ষেত্রে কম জুড়ি জায়গাটি বোঝা দরকার এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিম সোয়াইপ স্ক্যামে প্রতারকরা যেকোনো ফোন নম্বরকে অন্য কোনো ফোন নম্বরে ট্রান্সফার করে। এর ফলে প্রতারকরা ব্যবহারকারীদের ফোন নম্বরের ওপরে নজর রাখে। এর পর ওই নম্বরের সাহায্যে প্রতারকরা ফোনের সিকিউরিটি বাইপাস এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন বাইপাস করে ব্যবহারকারীদের ফোন নম্বর থেকে শুরু করে বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইত্যাদির উপর নিয়ন্ত্রণ করে থাকে।

সিম সোয়াইপ স্ক্যামের কারণ

সোশ্যাল ইঞ্জিনিয়ারিং- স্ক্যামাররা প্রতারণা করার জন্য ভিন্ন ধরণের টেকনিক ব্যবহার করে থাকে। প্রতারকরা ব্যবহারকারীদের এটা বিশ্বাস করায় যে এই ফোন নম্বরটি তাদেরই।

ডেটা উলঙ্ঘন করা- ডেটা উলঙ্ঘন করা বা ব্রিচ করা স্ক্যামারদের বিভিন্ন ভাবে স্ক্যাম করতে সাহায্য করে।

ইনসাইডার থ্রেটস- অনেক সময় মোবাইল ক্যারিয়ার কোম্পানির এমপ্লয়িদের সাথে হাত মিলিয়েও স্ক্যামাররা ডেটা চুরি করে থাকে।

সিম সোয়াইপ স্ক্যাম হয়েছে বুঝতে পারবে এই বিষয় গুলো দেখে

১. আমাদের ব্যবহার করা ফোন হঠাৎ যদি ‘No Service’ বা
‘Emergency Call Only’ দেখায় তাহলে বুঝতে হবে মোবাইলটি স্ক্যামিং হচ্ছে।

২. কল বা মেসেজ করা যাচ্ছে না।

৩. কোনও অ্যাপে বার বার লগ-ইন বা ই-মেল আসলে।

৪. সিম কার্ড চেঞ্জ করার কোন মেসেজ এলে।

৫. কোনও অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে লগ-ইন করতে অসুবিধা হলে।

কিভাবে সুরক্ষিত থাকা যাবে

অ্যাকাউন্ট সিকিউরিটি কঠিন করার জন্য শক্তিশালী পাসওয়ার্ড দেওয়া উচিত।

দরকার হলে প্রতিটি অ্যাকাউন্টের ক্ষেত্রে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করতে হবে।

প্রতারণা থেকে দূরে থাকতে কোনো অচেনা লিঙ্কে ক্লিক করা বা অজানা মেসেজ না দেখায় ভালো।

ব্যাঙ্ক, ই-মেল, সোশ্যাল মিডিয়া ইত্যাদি নিয়মিত চেক করতে হবে।

কোনো রকম অসুবিধা হলেই মোবাইল সংস্থার সাথে কন্ট্যাক্ট করতে হবে।

আইডেন্টিটি প্রোটেকশন সার্ভিস ব্যবহার করতে হবে।

ফোনে বা কোনও অ্যাকাউন্টে সন্দেহজনক কোনও কিছু দেখলে দ্রুত মোবাইল সংস্থার সাথে কন্ট্যাক্ট করতে হবে।

আপনাদের জন্য আরো

1.Mobile নেটওয়ার্ক-এর সমস্যা ? সহজেই মুক্তি পাওয়ার উপায় জেনে নিন

2.Phone বন্ধ হয়ে যেতে পারে KYC আপডেট না করলে ! প্রতারকদের নির্দেশ মেনে ৯ টিপলেই সর্বনাশ

3.Mobile হয়ে যাবে ওয়াটার প্রুফ ! সামনেই আসছে বর্ষা, ফোন ভিজলেই সর্বনাশ, জেনে রাখুন ২ টি টিপস

4.Free Recharge-এর লোভ দেখাচ্ছে মুখ্যমন্ত্রীর নাম করে ! সাবধান ফাঁদে পা দিলেই নিমিষে অ্যাকাউন্ট ফাঁকা

Leave a Comment