ইউরোপীয় ইউনিয়ন চার্জিংয়ের জন্য নতুন নিয়ম চালু করেছে। এই নতুন নিয়ম অন্যান্য দেশেও চালু করার কথা ভাবছে। সেই লিস্টে রয়েছে আমাদের ভারতও।
কেন্দ্র সরকার মোবাইল ডিভাইসের জন্য মানসম্মত চার্জিং পোর্টের নিয়ম আনতে চলেছে বলে জানা গিয়েছে। খবর থেকে জানা গেছে, আসছে বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে দেশের সমস্ত মোবাইলের জন্য ইউএসবি-সি পোর্ট বাধ্যতামূলক করা হবে। কেন্দ্র সরকার এর জন্য সময়সীমা ও বেঁধে দিয়েছে।
অনেকগুলো সূত্রের উল্লেখ করে লাইভমিন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মার্চ থেকে জুন মাসের মধ্যে দেশের সব মোবাইল উৎপাদনকারী সংস্থাকে ডিভাইসের ডিফল্ট অপশন হিসেবে ইউএসবি-সি পোর্ট অন্তর্ভুক্ত করতে হবে।
চার্জিং প্রক্রিয়া যাতে আরও সহজ হয় তার জন্য চার্জিং প্রযুক্তির ব্যবহারও বাধ্যতামূলক করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের নির্ধারণের মতো ভারতও মোবাইলের সাথে সাথে ল্যাপটপ, ট্যাবলেটে চার্জ করার জন্য ইউএসবি-সি পোর্টকে স্ট্যান্ডার্ড চার্জিং পোর্ট হিসেবে ব্যবহার করতে পারবে।
স্মার্টফোন এবং ট্যাবলেটে যেমন ইউএসবি-সি পোর্ট ব্যবহার করা যাবে ঠিক তেমনি ইউএসবি-সি পোর্ট বাধ্যতামূলক করা হচ্ছে ল্যাপটপেও। তবে জানা গেছে সরকার এখন এই নিয়ম চালু করছে না।
আসছে বছরের শেষের দিকে ইউএসবি-সি পোর্টের নিয়ম প্রয়োগ করতে হবে ল্যাপটপের জন্য। এই বিষয়ে বলে রাখা ভালো যে, ২০২২ সালেই ইউরোপীয় ইউনিয়ন ইউএসবি-সি পোর্টের নিয়ম চালু করে সব বৈদ্যুতিক গ্যাজেট চার্জিংয়ের জন্য।
ই-বর্জ্য কমবে: কেন্দ্র সরকার কেন সমস্ত ডিভাইসে ইউএসবি-সি পোর্ট বাধ্যতামূলক করার কথা ভাবছে। এমন কথা ভাবার কারণ হল, বিভিন্ন চার্জিং পোর্ট দেওয়া যায়, বিভিন্ন ডিভাইসের জন্য আলাদা চার্জারের প্রয়োজন না হয়।
এটি পরিবেশের জন্য অত্যন্ত ভালো। এর জন্য পরিবেশে ইলেকট্রনিক বর্জ্য কমবে। সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবহারকারীরা লাভ করবেন। আলাদা আলাদা চার্জার কিনতে হবে না বিভিন্ন ডিভাইসের জন্য। এর ফলে টাকা বাঁচবে।
এর মধ্যে মূল কথা হল, ইতিমধ্যেই চার্জিং স্ট্যান্ডার্ড হিসেবে ইউএসবি-সি পোর্ট চালু করেছে অ্যাপল সহ অনেক স্মার্টফোন ব্র্যান্ড। টেক বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে মোবাইল কোম্পানি গুলোকে খুব একটা অসুবিধায় পড়তে হবে না।
আপনাদের জন্য আরো
1.Mobile নেটওয়ার্ক-এর সমস্যা ? সহজেই মুক্তি পাওয়ার উপায় জেনে নিন
2.Phone বন্ধ হয়ে যেতে পারে KYC আপডেট না করলে ! প্রতারকদের নির্দেশ মেনে ৯ টিপলেই সর্বনাশ
3.Mobile হয়ে যাবে ওয়াটার প্রুফ ! সামনেই আসছে বর্ষা, ফোন ভিজলেই সর্বনাশ, জেনে রাখুন ২ টি টিপস
4.Free Recharge-এর লোভ দেখাচ্ছে মুখ্যমন্ত্রীর নাম করে ! সাবধান ফাঁদে পা দিলেই নিমিষে অ্যাকাউন্ট ফাঁকা