ফোনের নেটওয়ার্কের সমস্যায় প্রায় সকলকে কোনো না কোনো সময় পড়তেই হয়। খুব প্রয়োজনীয় বা দরকারি সময়ে কল কেটে যাওয়া কিংবা বিভিন্ন ধরণের সমস্যায় প্রবল অস্থিরতার মধ্যে পড়ার অভিজ্ঞতা সকলের কমবেশি আছে। কিন্তু জানেন কি এই নেটওয়ার্ক সমস্যা দূর করার সহজ উপায় রয়েছে ? রইল তার উত্তর।
প্রথমেই দেখুন যে আপনি কোনো ধাতুর তৈরি কাঠামো বা কোনো বড়সড় দেওয়ালের আশেপাশে আছেন কি না। যদি থাকেন তাহলে সেই জায়গা থেকে একটু ফাঁকা জায়গায় যেতে পারেন। তাতেও যদি কাজ না হয় তাহলে ফোন কেসটা খুলে দেখুন, বিশেষত সেটা যদি একটু মোটা হয়। এরপরও যদি কোনো কিছু না হয় তাহলে দেখে নিন ফোনে চার্জ কতটা আছে। যদি ফোনে চার্জ কম থাকে তাহলে ফোনটি চার্জে দিন বা বাইরে কোথাও থাকলে ফোনটি চার্জে দেওয়ার ব্যবস্থা করুন। কেননা এমনও হতে পারে শক্তিশালী সিগন্যাল রিসিভ করার দরকার সত্ত্বেও স্রেফ ফোনের চার্জ তেমন বেশি না থাকায় তা হয়ে ওঠে না।
মোবাইল নেটওয়ার্ককে কার্যকর করতে আরও একটি উপায় আছে। সেটা হল নিজেদের ফোনের এয়ারপ্লেন মোড অন করা ও তারপরই মোডটা অফ করে আবার সাধারণ মোডে ফিরে যাওয়া। এতেও যদি কাজ না হয় তাহলে ফোনটি রিস্টার্ট করে নিন। প্রয়োজন হলে সিম বার করে আবার সিম ঢুকিয়ে দেখুন। সাধারণত, এর মধ্যেই সিগন্যাল শক্ত হয়ে যায়।
আর একটা সমস্যাও হয়ে থাকে। সেটিংস আপডেট করতে বলেছে অথচ আপনি তা করেননি। এক্ষেত্রেও নেটওয়ার্কের সমস্যা হতে পারে। অ্যান্ড্রয়েড বা আইফোনের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। আপনার ফোনে যদি কোনো আপডেট বাকি থাকে তাহলে তা এখুনি করে ফেলুন। তারপর এতেও যদি কাজ না হয় তাহলে ফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট করে দেখতে পারেন। এই সব কিছু করার পরেও যদি দেখেন নেটওয়ার্ক কাজ করছে না তাহলে যে সংস্থার সিম, তাদের সাথে যোগাযোগ করুন।
আপনাদের জন্য আরো
1.Phone বন্ধ হয়ে যেতে পারে KYC আপডেট না করলে ! প্রতারকদের নির্দেশ মেনে ৯ টিপলেই সর্বনাশ
2.Mobile হয়ে যাবে ওয়াটার প্রুফ ! সামনেই আসছে বর্ষা, ফোন ভিজলেই সর্বনাশ, জেনে রাখুন ২ টি টিপস
3.Free Recharge-এর লোভ দেখাচ্ছে মুখ্যমন্ত্রীর নাম করে ! সাবধান ফাঁদে পা দিলেই নিমিষে অ্যাকাউন্ট ফাঁকা
4.Mobile flash দিনের বেলা ছবি তোলার সময় কি ব্যবহার করা উচিত ? সঠিক উত্তর জেনে নিন