প্রতিদিনই কিছু না কিছু নতুন ফিচার নিয়ে হাজির হয় WhatsApp। তাই ব্যাবহারকারীরা অপেক্ষা করে থাকে নতুন ফিচারের আশায়। এবার WhatsApp জানিয়েছে নতুন এক ফিচারের কথা। কি সেই ফিচার ? এই সাহায্যে ভয়েস মেসেজ টেক্সট মেসেজে রূপান্তরিত করা যাবে। যেখানে ভয়েস মেসেজ শোনায় অসুবিধা আছে, সেখানে ওই ভয়েস মেসেজটি লেখা রূপ দেখে নিতে পারবে ব্যবহারকারীরা। এই নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।
এরই মধ্যে আইফোন বিটার আপডেটে WhatsApp -এর নতুন এই ফিচারটি দেখা গেছে। ওয়েবিটাইনফোর এক রিপোর্টে জানিয়েছে, এবার এই ফিচারটি অ্যান্ড্রয়েডেও চালু করা হবে এমনি চিন্তা ভাবনা করা হচ্ছে। এই ফিচারটি ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের ১৫০ এমবি অ্যাপ ডেটা ডাউনলোড করে নিতে বলা হচ্ছে। ‘স্পিচ রেকগনিশন টেকনোলজি’ ব্যবহার করে ভয়েস মেসেজকে টেক্সট মেসেজে রূপান্তরিত করে দেবে নতুন এই ফিচার। এই ফিচারটি ব্যবহার করে শুধুমাত্র ইংরেজি ভাষাতেই নয়, বিভিন্ন ভাষায় টেক্সট মেসেজ করা যাবে। এখন এই ফিচারটিতে শুধু ৫টি ভাষা ব্যবহার করা যাচ্ছে। হিন্দি, ইংরেজি, রুশ, স্প্যানিশ ও পর্তুগিজ এই ভাষা গুলো ব্যবহার করা যাচ্ছে। আসা রাখছি যে, ভবিষ্যতে বাংলা বা অন্যান্য স্থানীয় ভাষা গুলোও ব্যবহার করা যাবে।
কিছু দিন আগে ভিডিও কলিং ফিচারটিরও আপডেট এনেছে মেটার মালিকানাধীন সংস্থাটি। এর ফলে ভিডিও কলে এবার থেকে সবচেয়ে অধিক ৩২ জনকে যোগ করা যাবে। এছাড়াও এবার থেকে স্ক্রিন শেয়ারিংয়ের সময়ও অডিও সাপোর্ট পাওয়া যাবে। এর সঙ্গে স্পিকার স্পটলাইট নামের এক নতুন ফিচার আনা হয়েছে। এর আগে উইন্ডোজ মোবাইলেই ক্ষেত্রে ১৬ ও ম্যাকের ক্ষেত্রে ১৮ টির বেশি ইউজার অংশ নিতে পারতেন না। নতুন নিয়মের জন্য অনেকটাই বেড়েছে সেই সংখ্যা।
কয়েক দিন আগে আরও একটি ফিচারের কথা জানা গিয়েছিলো। সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল যে, দিনের বেশিরভাগ সময় যাঁরা বা যাঁদের সাথে কথা বলা হয়, তাঁদের ফেভারিটস -এ অ্যাড করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে যাঁদের সাথে প্রতিদিন কথা বলা হয়, তাঁদেরকে বাকিদের থেকে সহজেই আলাদা করা যাবে।
আপনাদের জন্য আরো
1.WiFi চলছে, তাও নেট স্লো ? হ্যাক হয়ে যায়নি তো ? ৫ টি লক্ষণ দেখলেই এখনই সতর্ক হন
2.Mobile হয়ে যাবে ওয়াটার প্রুফ ! সামনেই আসছে বর্ষা, ফোন ভিজলেই সর্বনাশ, জেনে রাখুন ২ টি টিপস
3.Sim card রিচার্জ -এর নতুন নিয়ম আনছে TRAI ! দীর্ঘদিন সিম কার্ড রিচার্জ না করলেও দিতে হবে চার্জ
4.Google -এর কাছে মানুষ সব থেকে বেশি কি জানতে চায় জানেন কি ? তাহলে জেনে নিন সেই প্রশ্নোত্তর